শ্লীলতাহানির অভিযোগে গোঘাটে ধৃত ১ |
মধ্যবয়স্কা এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে তাঁর প্রতিবেশী এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার রাতে হুগলি জেলার গোঘাটের কোটা গ্রামের বাসিন্দা রমেশ মালিক নামে ওই যুবককে তাঁর বাড়ি থেকেই গ্রেফতার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৯ সেপ্টেম্বর সন্ধ্যায় ওই রমেশ মহিলার শ্লীলতাহানি করেন বলে তার পরের দিন থানায় অভিযোগ দায়ের হয়। অভিযোগে বিধবা ওই মহিলা জানান, প্রায়ই রমেশ তাঁকে কুপ্রস্তাব দিতেন। বার বার তিনি রমেশকে এ ব্যাপারে সতর্ক করেছিলেন। কিন্তু তা সত্ত্বেও রমেশ কোনও কথাই কানে তোলেননি। অভিযোগ দায়ের হওয়ার পরেই অবশ্য গা ঢাকা দিয়েছিলেন রমেশ। পরে গোপন সূত্রে খবর পেয়ে রবিবার তাঁকে পুলিশ গ্রেফতার করে। ধৃতকে সোমবার আরামবাগ মহকুমা আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে ১৪ দিন জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে।
|
লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু |
লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। রবিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটে আরামবাগের গৌরহাটি বাজারে। মৃতের নাম সনাতন সাঁতরা (৪৫)। বাড়ি স্থানীয় রতনপুর গ্রামে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সনাতনবাবু সাইকেলে আরামবাগে রেলমন্ত্রী মুকুল রায়ের সভায় আসছিলেন। সেই সময়ে পিছন থেকে আসা লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁকে চাপা দেয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে আরামবাগ হাসপাতালে ভর্তি করানো হয়। কিছু ক্ষণ পরে সেখানেই তিনি মারা যান। পুলিশ লরিটি আটক করেছে। চালক পলাতক। দেহটি উদ্ধার করে ময়না-তদন্তে পাঠানো হয়।
|
বালিতে লোহার রড দিয়ে ঘুড়ি ধরতে গিয়ে হাইটেনশন তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন দুই যুবক। দু’জনকেই আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
|
ঘুড়ি ধরতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। সোমবার বাঁশবেড়িয়া স্টেশনের কাছে ঘটনাটি ঘটে। মৃত সৌমেন দাস (৩০) বাঁশবেড়িয়ার আমতলার বাসিন্দা।
|
এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে সোমবার ব্যাঁটরা থেকে গ্রেফতার হলেন এক প্রৌঢ়। ধৃতের নাম সুকুমার মণ্ডল। |