উলুবেড়িয়ায় বাস উল্টে নয়ানজুলিতে, আহত ১০ |
আজ সকাল ১১টা নাগাদ হাওড়ার উলুবেড়িয়ার কালীনগরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় একটি মিনিবাস। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, ,সামনের একটি বাসের সঙ্গে রেষারেষি করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত ১০ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে।
|
বেলানগরে শিক্ষকের দেহ উদ্ধার |
হাওড়ার বেলানগরে স্টেশন সংলগ্ন একটি পুকুর থেকে একটি দেহ উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তির নাম অসীমকুমার কর্মকার। তাঁর বাড়ি বাঁকুড়ায়। জানা গিয়েছে তিনি এক জন শিক্ষক ছিলেন। মৃত্যুর কারণ নিয়ে পুলিশের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে হত্যা না আত্মহত্যা এ নিয়ে রয়েছে ধোঁয়াশা।
|
আজ বাস ধর্মঘটের দ্বিতীয় দিন |
বিশ্বকর্মা পুজোর জন্য গত কাল প্রথম দিনে প্রভাব তেমন ভাবে না বোঝা গেলেও আজ দ্বিতীয় দিনে পড়া বাস ধর্মঘটে যাত্রীরা চরম নাকাল হচ্ছেন। রাজ্য জুড়ে প্রায় ৩৭ হাজার বাস বন্ধ থাকায় ৪০ লক্ষ লোকের যাতায়াত দুষ্কর হয়ে উঠেছে। রাজ্য সরকার বাড়তি সরকারি বাস রাস্তায় নামালেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য বলে অভিযোগ। এক দিকে রাজ্য সরকারের বাস ভাড়া না বাড়ানোর অনড় মনোভাব, অন্য দিকে ভাড়া বাড়ানোর জন্য বাস সংগঠনগুলির যুক্তি, এই দুইয়ের যাঁতাকলে পড়ে প্রতি বারের মতো এ বারও ভুক্তভোগী সাধারণ মানুষ। আগামী দিনে মিনিবাস ও ট্যাক্সি সংগঠনগুলি এই একই দাবিতে ধর্মঘটের ডাক দিয়ে রেখেছে। সে কথা মাথায় রেখে বলা যায়, পিতৃপক্ষের পাশাপাশি মানুষের দুর্ভোগরও সূচনা হতে চলেছে।
|
বেলানগরে শিক্ষকের দেহ উদ্ধার |
হাওড়ার বেলানগরে স্টেশন সংলগ্ন একটি পুকুর থেকে একটি দেহ উদ্ধার হয়েছে। মৃত ব্যক্তির নাম অসীমকুমার কর্মকার। তাঁর বাড়ি বাঁকুড়ায়। জানা গিয়েছে তিনি এক জন শিক্ষক ছিলেন। মৃত্যুর কারণ নিয়ে পুলিশের তরফ থেকে কিছু জানানো হয়নি। তবে হত্যা না আত্মহত্যা এ নিয়ে রয়েছে ধোঁয়াশা।
|
মাঝেরহাট ব্রিজের উপর পথ দুর্ঘটনা, মৃত ১, আহত ৭ |
আজ সকালে মাঝেরহাট ব্রিজের উপর দু’টি পিক-আপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আহত হয়েছেন আরও ৭ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। |