বিশ্বকাপ, কিন্তু পঞ্চাশ ওভারের নয়, কুড়ি ওভারের। টোয়েন্টি-টোয়েন্টি খেলাটার বয়স খুব বেশি নয়। ১৯৭৫-এ যখন প্রথম বিশ্বকাপের সূচনা হয় তখন ক্রিকেট মহলে দ্বন্দ্ব ছিল ‘ওয়ান ডে’ খেলাটার ভবিষ্যত্ নিয়ে। কিন্তু দিন যত এগিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের পরিসীমা শুধুমাত্র ক্রিকেট বোদ্ধাদের অন্দর পেরিয়ে ঢুকে পড়েছে আপামর জনসাধারণের অন্দরে। আইসিসির পৌরহিত্যে ২০০৭-এ ‘টোয়েন্টি-টোয়েন্টি’ থুড়ি ‘টি-২০’ বিশ্বকাপের সূচনা। অর্থনৈতিকভাবে অন্যতম সফল এই টুর্নামেন্টে পাকিস্তানকে ৫ রানে হারিয়ে প্রথম টি-২০ বিশ্বকাপ জেতে ভারত। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। প্রতি দু’বছর অন্তর অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে ভারত ছাড়া চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান(২০০৯) ও ইংল্যান্ড(২০১০)। প্রসঙ্গত ২০১০-এ চ্যাম্পিয়ন হয়ে ইংল্যান্ড প্রথম কোনও আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হয় এখানেই। ১৮ সেপ্টেম্বর থেকে ৭ অক্টোবর শ্রীলঙ্কায় বসছে এবারের বিশ্বকাপের আসর। অংশ নেবে আইসিসির দশটি পূর্ণ সদস্য ও দু’টি অ্যাসোসিয়েট সদস্য দেশ। এবারের বিশ্বকাপে অ্যাসোসিয়েট দেশ হিসাবে খেলবে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। ১৮ সেপ্টেম্বর হামবানতোতায় শ্রীলঙ্কা-জিম্বাবোয়ে ম্যাচ দিয়ে শুরু হবে এবারের বিশ্বকাপ- বারোটা টিম নিয়ে টাইট ২০ দিনের টুর্নামেন্ট।

আজকের খেলা...
শ্রীলঙ্কা বনাম জিম্বাবোয়ে রাত ৭.৩০ জয়ী: শ্রীলঙ্কা
বিস্তারিত স্কোর
খেলার বিস্তারিত খবর জানতে...
  • দক্ষিণ আফ্রিকার কোচ গ্যারি কার্স্টেনের তত্বাবধানে নেট প্র্যাক্টিস অধিনায়ক এবি ডিভিলিয়ার্সের। ছবি: রয়টার্স।

  • আগামিকাল আফগানিস্তান ম্যাচের আগে কোচ ডানকান ফ্লেচারের সঙ্গে অনুশীলনে অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ছবি: এএফপি।

  • 'নজরবন্দি...' রোহিতের প্র্যাক্টিস মনোযোগ দিয়ে দেখছেন 'গুরু' ফ্লেচার। কলম্বোয় এএফপি-র তোলা ছবি।

  • অনুশীলন চলাকালীন ফিল্ডিং কোচ ট্রেভরের সঙ্গে আলোচনায় যুবরাজ। ছবি: রয়টার্স।

  • প্রতিপক্ষ আফগানিস্তান হলেও হাল্কা ভাবে নিতে নারাজ। অনুশীলনের ফাঁকে আলোচনায় ধোনি-বাহিনী। ছবি: রয়টার্স।

  • 'বিনা যুদ্ধে...' শ্রীলঙ্কার বিরুদ্ধে উদ্বোধনী ম্যাচের আগে অনুশীলনে মগ্ন এল্টন চিগুম্বুরা। ছবি: রয়টার্স।

  • সৌজন্য... অনুশীলন ম্যাচ হারার পর পাকিস্তানের কামরান আকমলকে অভিনন্দন জানাচ্ছেন ধোনি। ছবি: এএফপি।

  • উমর আকমলের উইকেট পাওয়ার পর সতীর্থদের অভিনন্দন বোলার অশ্বিনকে। ছবি: এএফপি।

  • গ্লাভস হাতে বলের প্রতীক্ষায় উইকেটরক্ষক কামরান আকমল। ছবি: এএফপি।

  • ভূপতিত... মহম্মদ সামির বাউন্সার সামলাতে গিয়ে হিমশিম খেলেন বিরাট কোহলি। ছবি: এএফপি।

  • কোথায় অসুস্থতার ছাপ? দশ মাস পরে মাঠে ফিরেও একই রকম অনায়াস যুবরাজ। ১১ সেপ্টেম্বর ২০১২, চিপকে। ছবি: রয়টার্স

  • স্বাগত যুবরাজ। অভ্যর্থনায় দর্শকরা। ১১ সেপ্টেম্বর ২০১২, ভারত বনাম নিউজিল্যান্ড আন্তর্জাতিক টি২০ ম্যাচে। ছবি: পিটিআই

  • বিভিন্ন ভূমিকায় যুবরাজ সিংহ। ১১ সেপ্টেম্বর ২০১২, নিউজিল্যান্ডের বিরুদ্ধে চেন্নাইয়ে। ছবি: এএফপি

  • ''টাইমিংটা ঠিকঠাক হল। ছয়টা মেরেই মনে হল আই অ্যাম ব্যাক।'' ১১ সেপ্টেম্বর ম্যাচ শেষে বলেছিলেন যুবি। ছবি: এএফপি

  • ভারতের হারের কলঙ্ক দিব্যি ঢাকা পরে গেল একটা নামের কাছে— যুবরাজ সিংহ। চিপকে ১১ সেপ্টেম্বর। ছবি: এএফপি