বেসরকারি বাস চলাচল বন্ধ থাকায় সোমবার দিনভর সমস্যায় পড়লেন নিত্যযাত্রীরা। আজ, মঙ্গলবারও একই পরিস্থিতির মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় সিদ্ধান্ত মতো এ দিন সকাল থেকে জেলা জুড়ে বেসরকারি বাস চলাচল বন্ধ ছিল। ডান-বাম কোনও সংগঠনের মালিকেরাই বাস চালাননি। পশ্চিম মেদিনীপুরের উপর দিয়ে বিভিন্ন রুটের প্রায় ৮০০ বেসরকারি বাস চলাচল করে। নিত্যযাত্রীদের অধিকাংশই এই বাসের উপর নির্ভরশীল। সকাল থেকেই চরম সমস্যায় পড়েন তাঁরা।
সোমবার ছিল বিশ্বকর্মা পুজো। এই দিন এমনিতেই কম বাস পথে নামে। তবে নিত্যযাত্রীদের গন্থব্যে পৌঁছতে তেমন সমস্যা হত না। কারন, যে রুটে আধ ঘন্টা অন্তর বাস চলে, এই দিনটিতে সেই রুটে এক-দেড় ঘন্টা অন্তর বাস চলত। তবে এ দিন বেসরকারি বাস চলাচল পুরোপুরি বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয়েছে নিত্যযাত্রীদের। রাজ্য সরকার দ্রুত বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত না- নিলে যে সমস্যা আরও বাড়বে, তা মানছেন ডান-বাম দুই বাস সংগঠনই। |
ডানপন্থী বাস ব্যবসায়ী সংগঠন জেলা বাস ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক মৃগাঙ্ক মাইতি বলেন, “মালিকেরাই বাস নামাতে চাইছেন না। ডিজেলের দাম যে ভাবে বেড়েছে, তাতে ভাড়া না বাড়লে সমস্যা হবেই।” তাঁর বক্তব্য, “জেলায় শেষ ২০০৫ সালে বাসের ভাড়া বেড়েছিল। তারপর আর বাড়েনি। তখন ডিজেলের দাম ছিল লিটার পিছু ৩৩ টাকা ৪ পয়সা। আর এখন ডিজেলের দাম হয়েছে ৫০ টাকা ৬২ পয়সা। অর্থাৎ, এর মধ্যে লিটার পিছু ডিজেলের দাম ১৭ টাকা ৫৮ পয়সা বেড়েছে। বাস দেখভালের আরও অনান্য খরচ রয়েছে। ফলে ভাড়া না বাড়ালে মালিকদের ক্ষতির মুখে পড়তে হবে।” প্রায় একই বক্তব্য বামপন্থী সংগঠন জেলা বাস ব্যবসায়ী সমিতির। সমিতির সহ-সম্পাদক শিবু সরখেল বলেন, “এই পরিস্থিতিতে বাস চালানো অসম্ভব। মালিকেরা বাস চালাতে না- চাইলে আমরা তো জোর করতে পারি না। আশা করছি, পরিস্থিতি খতিয়ে দেখে রাজ্য সরকার নিশ্চয়ই কিছু চিন্তাভাবনা করবেন।” |
মেদিনীপুর কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে প্রতিদিন বিভিন্ন রুটের প্রায় তিনশোরও বেশি বেসরকারি বাস যাতায়াত করে। এদিন একটিও করেনি। সরকারি বাস অবশ্য চলেছে। একই ছবি ঘাটাল, ঝাড়গ্রাম, খড়্গপুরে। বেসরকারি বাস বন্ধের জেরে একই চিত্র পূর্ব মেদিনীপুরেও। হলদিয়া-মেচেদা জাতীয় ও রাজ্য সড়ক, হলদিয়া-মেদিনীপুর, ঝাড়্গ্রাম, পাঁশকুড়া-ঘাটাল রাজ্য সড়ক, কলকাতা-দিঘা সড়কের মত ব্যস্ত রুটে বেসরকারি যাত্রীবাস চলাচল না করায় বিপাকে পড়েন বাসিন্দারা। কলকাতা-দিঘা, হলদিয়া-মেচেদা জাতীয় সড়কের রুটে সরকারি বাস চললেও যাত্রী সংখ্যার তুলনায় তা ছিল অপ্রতুল। ফলে বাসগুলিতে ব্যাপক ভিড়ের চাপে অসুবিধায় পড়েন যাত্রীরা। যদিও এ দিন হলদিয়ায় দেব কারিগরের পুজো দেখতে বিভিন্ন প্রান্ত থেকে লোকে ভিড় জমিয়েছেন ভাড়া লরি, পিক-আপ ভ্যানে এসে।
|