First Page
Calcutta
Rajya
Uttarbanga
Dakshinbanga
Bardhaman
Purulia
Murshidabad
Medinipur
National
Business
Foreign
Sports
Swasth
Jibjagat o Poribesh
Editorial
Today
Crossword
Comics
Feedback
Archives
About Us
Advertisement Rates
Font Problem

আজকের শিরোনাম
কেন্দ্রীয় বাজেট ২০১২-১৩ LIVE

‘আপনার রান্নাঘরে’ গৃহিণীর এক্সপেরিমেন্টে
পরিচিত ঘুগনির
‘স্বাদবদল’। সঙ্গে ‘সংবাদের হাওয়াবদল’-এ
মুঠোয় ভরা খবর থেকে হোলির রঙে সাজানো ফোটো গ্যালারি।
তমলুকের ব্যাঙ্ক ম্যানেজারের নামেই অভিযোগ
মুখ্যমন্ত্রীর ‘হুঁশিয়ারি’ মতোই তমলুকের সেই সমবায় ব্যাঙ্কের ম্যানেজারের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের হল। বুধবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী যখন নন্দীগ্রামে ‘কৃষক-দিবস’ পালনে ব্যস্ত, তখনই মেদিনীপুর-২ রেঞ্জের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অফ কো-অপারেটিভ সোসাইটিজ (এআরসিএস) অনিমেষ সেন ওই তমলুক কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভলপমেন্ট ব্যাঙ্ক লিমিটেডের তমলুক শাখার ম্যানেজার প্রণবকুমার ভুঁইয়ার নামে ডায়েরি করেন। ঋণখেলাপিদের বন্ধকী জমির নিলাম-সংক্রান্ত নোটিসের পোস্টার ছড়ানোয় ‘অশান্তির আশঙ্কা’ জানিয়ে তমলুক থানায় ওই ডায়েরি করা হয়েছে। পোস্টারে মুদ্রকের নাম ছিল না। ডায়েরি হয়েছে অনামা মুদ্রকের বিরুদ্ধেও। পুলিশ অবশ্য এ হেন অভিযোগে দণ্ডবিধির কী ধারা প্রয়োগ হবে, ভেবে পাচ্ছে না। অভিযোগের বিষয়টি আদালতে জানিয়ে আদালতের নির্দেশক্রমেই পদক্ষেপ করা হবে বলে পুলিশ জানিয়েছে। এআরসিএস-এর ডায়েরি নিয়ে অবশ্য বিস্ময় প্রকাশ করেছেন ওই সমবায় ব্যাঙ্কটির চেয়ারম্যান তথা শহিদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল সভাপতি এবং কাঁখরদা পঞ্চায়েতের প্রধান নিকুঞ্জ মান্না। তাঁর দাবি, “এআরসিএসের অনুমতি নিয়েই নিলাম-নোটিস দেওয়া হয়েছিল। সমবায় আইনে বন্ধকী সম্পত্তি নিলামের ক্ষেত্রে এআরসিএসের অনুমতি বাধ্যতামূলক। আমরা যা করেছি সবই আইন মেনে।” রাজ্য সরকারের সর্বোচ্চ স্তরের নির্দেশে ইতিমধ্যেই অবশ্য নিলাম স্থগিত করতে হয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষকে। অনাদায়ী ঋণ আদায়ে এর পর কী করবেন, সে নিয়ে স্পষ্ট কিছু জানাতেও পারছেন না নিকুঞ্জবাবুরা। তাঁর বক্তব্য, “মুখ্যমন্ত্রী বলার পর আর কিছু ভাবছি না।”
বকেয়া আদায় না হলে খুলবে না ব্যাঙ্ক, উদ্বেগ
এক সময়ে যে ঘরটি গমগম করত, এখন তা বেশিরভাগ সময়ে সুনসান। ফাইলের স্তুপে ঘুণপোকার সংসার। বেলা এগারোটার আগে ঝাঁপ খোলে না। বন্ধ দু’টোয়। জলপাইগুড়ি পিপলস কো-অপারেটিভ ব্যাঙ্কের সদর দফতরের এটাই প্রতিদিনের ছবি। বছরের পর বছর অনাদায়ী ঋণের পরিমাণ বাড়তে থাকলে সমবায় ব্যাঙ্কের কী হাল হতে পারে, তার অন্যতম উদাহরণ এই শতাব্দী প্রাচীন ব্যাঙ্কটি। দু’বছর ধরে কর্মীদের বেতন বন্ধ। ১৯১৩ সালে প্রতিষ্ঠিত এই ব্যাঙ্কটি এক সময়ে উত্তরবঙ্গের অগ্রণী সমবায় ব্যাঙ্ক হিসেবে পরিচিত ছিল। জেলা জুড়ে ১০টি শাখা। এখন যার মধ্যে ৭টিই বন্ধ। যে তিনটে শাখা চলছে সেগুলিও ধুঁকছে। আমানতকারীরা টাকা না পেয়ে প্রতিদিনই মেটেলি শাখায় হত্যে দিচ্ছেন। কেন ব্যাঙ্কের এই হাল? যে ব্যাঙ্কের মাধ্যমে বছর চোদ্দ আগে ২৫-৩০ কোটি টাকার লেনদেন চলত, সেই ব্যাঙ্কের আর্থিক রিপোর্ট বলছে, অনাদায়ী ঋণের পরিমাণ সীমা ছাড়িয়ে যাওয়াতেই একের পর এক শাখাগুলি বন্ধ হতে শুরু করে। পাশাপাশি দুর্নীতি, অনিয়মের নানা অভিযোগ তো রয়েইছে। তবে দুর্দশার মূল কারণ অনাদায়ী ঋণ। ব্যাঙ্কের কাজকর্ম নিয়ে তৈরি সরকারি রিপোর্টেই সেই কথা উল্লেখ করা হয়েছে। ব্যাঙ্কে গচ্ছিত আমানতকারীদের টাকার পরিমাণ বর্তমানে প্রায় ৫ কোটি টাকা।
মুখ্যমন্ত্রীর ঘোষণায় চিন্তায় সমবায় ব্যাঙ্ক
অধিকার কি নেই আন্দোলনেরও, চিঠি মমতাকে
জিটিএ-র নির্বাচনী বিধি সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি
গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন (জিটিএ) গঠন প্রক্রিয়া ত্বরান্বিত হতেই তরাই-ডুয়ার্সের অন্তর্ভুক্তির প্রশ্নে পাহাড় ও সমতল কিছুটা উত্তপ্ত হয়ে উঠেছে। এই পরিস্থিতিতে আজ, শুক্রবার মহাকরণে মুখ্যসচিবের সঙ্গে বৈঠক হবে গোর্খা জনমুক্তি মোর্চা নেতৃত্বের। কথা হতে পারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও। বুধবার জিটিএ আইন কার্যকর করে বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকার। বৃহস্পতিবার ‘জিটিএ নির্বাচনী বিধি’ সংক্রান্ত বিজ্ঞপ্তি হয়েছে। বস্তুত, এটাই হল নির্বাচনের মাধ্যমে ৪৫টি আসন বিশিষ্ট জিটিএ গঠনের লক্ষ্যে প্রথম ধাপ। সরকারি সূত্রে বলা হয়েছে, এর পরে জিটিএ-র নির্বাচন প্রক্রিয়া তদারকির কর্তৃপক্ষ এবং নির্বাচনী অফিসার নিয়োগ করে আরও দু’টি বিজ্ঞপ্তি জারি করা হবে। সেই সঙ্গেই জারি হবে ৪৫টি আসনের সীমানা নির্ধারণের কাজ শুরু করার বিজ্ঞপ্তি। এই সমস্ত কাজ সম্পূর্ণ হলে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হবে। এক সরকারি মুখপাত্র জানান, গোটা নির্বাচন পরিচালনা করবে রাজ্য সরকার। নির্বাচনী অফিসার হিসাবে সম্ভবত দার্জিলিংয়ের জেলাশাসককেই দায়িত্ব দেওয়া হবে। তাঁর উপরে থাকবেন নির্বাচনী কর্তৃপক্ষ। ভোটার তালিকা এবং বুথ ধরে ধরে ৪৫টি আসনের সীমানা নির্ধারণ করা হবে। মুখ্যমন্ত্রী এ দিন মহাকরণ ছেড়ে যাওয়ার আগে বলেন, “রোশন গিরি শুক্রবার আসছেন। মুখ্যসচিবের সঙ্গে দেখা করবেন। আমার সঙ্গেও দেখা করতে চাইলে করবেন।”
মহিলাদের উত্যক্ত করায় গ্রেফতার হলেন তৃণমূলের এক নেতা। কিছু দিন আগেই সহবাসের পরে বিয়ের প্রশ্নে পিছিয়ে যাওয়ায় মালদহের গাজলে এক তৃণমূল নেতাকে গ্রেফতার করেছিল পুলিশ। বুধবার মুর্শিদাবাদের সালারে তৃণমূল কার্যালয়ের সামনেই রাস্তার কলে স্নানরতা মহিলাদের কটূ মন্তব্য করায় গ্রেফতার করা হয় স্থানীয় ব্লক তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক হায়দর আলি-সহ তিন দলীয় কর্মীকে। হায়দর অবশ্য এই ঘটনাকে ‘পুলিশ চক্রান্ত’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, “এটা সম্পূর্ণ পুলিশের চক্রান্ত। আমরা এমন কিছু করিনি যা জন্য আমাদের গ্রেফতার করতে হবে।” বৃহস্পতিবার আদালত তাঁদের জামিনে মুক্তি দিলেও ওই ঘটনার নিন্দা করেছেন জেলা তৃণমূল সভাপতি তথা রাজ্যের মৎস্য প্রতিমন্ত্রী সুব্রত সাহা। তিনি বলেন, “হায়দর তৃণমূলের সদস্য। তবে ওই ঘটনায় যারাই জড়িত থাক না কেন ঘটনাটি নিন্দনীয়। ধৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থার দাবি করছি।”
এক নজরে

স্বপ্ন সফল করতে ফুটবলার
গড়ছেন লাভপুরের ছোটনদা
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়

জেলা
কারিগরি প্রশিক্ষণে জীবনে
বদল রিনা, শেফালিদের
বাড়ির উঠোনে গুলিবিদ্ধ
যুবকের দেহ, ধৃত দম্পতি
পাঠ্যবই না আসায় বিপাক
কেশপুরে ফের তৃণমূলের
গোষ্ঠী-সংঘর্ষ, আহত ১২

কলকাতা
৩২.২/২০.৩


আজকের দিনে
• বিশ্ব নিদ্রা দিবস

• ১৯৪০:
ইতালির চলচ্চিত্র
নির্দেশক বার্নার্ডো বার্তোলুচির জন্ম।

সাপ্তাহিক ক্রোড়পত্র পাক্ষিক

প্রতি মাসের ২১ তারিখ


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.