নাক-এর বিচারে অন্যতম ‘শ্রেষ্ঠ’ মেদিনীপুর কলেজ |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নাক-এর বিচারে এ বার ৪ এর মধ্যে ৩.৫৮ নম্বর পেল মেদিনীপুর কলেজ। গত ডিসেম্বরে মেদিনীপুর কলেজ পরিদর্শনে এসেছিল নাক-এর প্রতিনিধিদল। সেই রিপোর্টই প্রকাশিত হয়েছে সম্প্রতি। এই রাজ্যের গুটিকয়েক কলেজ মাত্র ৩.৫ এর বেশি নম্বর পেয়েছে। কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ যেমন ৩.৫৩ নম্বর পেয়েছে। সেই বিচারে মেদিনীপুর কলেজ এত ভাল নম্বর পাওয়ায় খুশি কর্তৃপক্ষ। খুশি শিক্ষক-শিক্ষাকর্মী থেকে ছাত্রছাত্রীসকলেই। মেদিনীপুর কলেজের অধ্যক্ষ প্রবীর চক্রবর্তী বলেন, “এই মূল্যায়ন আমাদের আরও উৎসাহিত করবে।” |
|
নিজস্ব চিত্র। |
এর আগে নাক-এর বিচারে এ-প্লাস গ্রেড পেয়েছিল মেদিনীপুর কলেজ। নম্বর দিয়ে মূল্যায়ন শুরু হওয়ার পরে শহরেরই রাজা নরেন্দ্রলাল খান মহিলা মহাবিদ্যালয় ৩.১১ নম্বর পায়। কলেজের পরিকাঠামো খতিয়ে দেখতে গত ১৯ ডিসেম্বর মেদিনীপুরে আসে ন্যাশনাল অ্যাসেসমেন্ট অ্যান্ড অ্যাক্রেডিটেশন কাউন্সিলের (নাক) তিন সদস্যের প্রতিনিধিদল। যার নেতৃত্বে ছিলেন অধ্যাপক ভূমিত্র দেব। তিন দিন ধরে কলেজ পরিদর্শন করেন তাঁরা। শিক্ষক-ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা-অসুবিধার কথা জানেন। বিভিন্ন বিভাগে গিয়ে সেখানকার পরিকাঠামো খতিয়ে দেখেন। লাইব্রেরি-ল্যাবরেটরি থেকে খেলার মাঠ-হস্টেল প্রভৃতি ঘুরে দেখেন। আলাদা ভাবে প্রাক্তনীদের সঙ্গেও কথা বলেন। পরিদর্শন শেষে প্রতিনিধিদলের সদস্যরা সন্তুষ্টই হয়েছিলেন বলে কলেজ সূত্রে খবর। প্রকাশিত রিপোর্টেও তারই প্রতিফলন হল। নাক-এর বিচারে মেদিনীপুর কলেজ ভাল নম্বর পাওয়ায় খুশি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য রঞ্জন চক্রবর্তী বলেন, “মেদিনীপুর কলেজ আমাদের গর্বের। কলেজের ঐতিহাসিক গুরুত্ব তো আছেই। শিক্ষা-সংস্কৃতির দিকেও এই কলেজ এগিয়ে থাকে।” |
|