টুকরো খবর
নকআউট ফুটবল
দিন-রাতের নকআউট ফুটবল প্রতিযোগিতা হল ঘাটালের মনসুকায়। অরুণোদয় সঙ্ঘের উদ্যোগে মনসুকা হাইস্কুল মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় যোগ দেয় প্রগতি সঙ্ঘ (কলকাতা), সেভেন কর্নার (বরানগর), বিবেকানন্দ স্মৃতি ক্লাব (রাজকোট) এবং ঘাটালের সোয়াই নেতাজি সঙ্ঘ। ফাইনালে সেভেন কর্নারকে ২-১ গোলে হারিয়ে জয়ী হয় রাজকোটের বিবেকানন্দ স্মৃতি সঙ্ঘ। ক্লাবের পক্ষে প্রদীপ ঘোড়ুই, সাগর মণ্ডল, অমিয় বেরা জানান, খেলা শেষে বিডিও একাদশ বনাম বিধায়ক একাদশ প্রীতি ম্যাচ হয়। সোমবারের সেই খেলায় ঘাটালের বিডিও দেবব্রত রায়, যুগ্ম বিডিও অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, ওসি বিশ্বরঞ্জন বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি বিধায়ক শঙ্কর দোলই-সহ স্থানীয় জনপ্রতিনিধিরা যোগ দেন।

ব্যাঙ্ক ডাকাতির ঘটনায় গ্রেফতার ২
ব্যাঙ্ক ডাকাতির ঘটনার তদন্তে নেমে সন্দেহভাজন দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তপন পাঁজা নারায়ণগড় ও রোহিত সিংহ ঝাড়খণ্ডের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে। তাদের কাছ থেকে দু’টো মোটর সাইকেল আটক করেছে পুলিশ। খড়্গপুরের এসডিপিও দীপক সরকার বলেন, বাকি দুষ্কৃতীদের খোঁজে কেশিয়াড়ি, নারায়ণড়ের বিভিন্ন এলাকায় তল্লাশি চলছে। কেশিয়াড়ির কুকাইতে বুধবার ভরদুপুরে একদল দুষ্কৃতী ব্যাঙ্কে ঢুকে প্রায় ৪ লক্ষ টাকা লুঠ করে পালায়। ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানান, দুপুর সওয়া দু’টো নাগাদ ৬-৭ জন সশস্ত্র যুবক গ্রাহক সেজে ব্যাঙ্কে ঢুকে পড়ে। ৩টি মোটর সাইকেলে চেপে তারা এসেছিল। এক জন সোজা চলে যায় ব্যাঙ্ক ম্যানেজার শৈলেন রায়ের কক্ষে। ম্যানেজারের কাছ থেকে টাকা তোলার স্লিপ চায় প্রথমে। পরে বন্দুক দেখিয়ে আলমারির চাবি বার করার জন্য চাপ দেয়। সেই সময় ব্যাঙ্কে ৫-৬ জন গ্রাহক ছিলেন। মারধর করে তাঁদের কয়েকজনের কাছ থেকে মোবাইল ও টাকা ছিনিয়ে নেয় দুষ্কৃতীরা। প্রহৃত হন ক্যাশিয়ার সিদ্ধার্থশঙ্কর নন্দী। সবিতা জানা নামে এক গ্রাহকের সোনার হারও ছিনতাই করে দুষ্কৃতীরা। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

ধর্ষণে অভিযুক্ত জেলে
এক আদিবাসী তরুণীকে ইন্দিরা আবাস যোজনায় ঘর পাওয়ার ব্যাপারে সাহায্যের টোপ দিয়ে ডেকে এনে ধর্ষণের অভিযোগে ধৃত চন্দ্রকোনা রোডের সার ব্যবসায়ী শান্তনু ঘোষের ৪ দিন পুলিশ হেফাজতের মেয়াজ শেষে এ বার ১৪ দিন জেল হেফাজতের নির্দেশ হল। বৃহস্পতিবার এই নির্দেশ দেন মেদিনীপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট। গত শনিবার সকালে সার দোকানের ভিতরেই কিয়াবনির ওই বধূকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। সন্ধ্যায় চন্দ্রকোনা রোড বিট হাউস ফাঁড়িতে অভিযোগ দায়ের হয়। ফাঁড়িতে এসে বিক্ষোভও দেখান স্থানীয় বাসিন্দারা। রাতেই শান্তনুকে গ্রেফতার করে পুলিশ। ইতিমধ্যে ওই বধূর মেডিক্যাল টেস্টও হয়েছে মেদিনীপুর মেডিক্যাল কলেজে।

দোকানে আগুন
একটি মুদি দোকানে আগুন লাগার ঘটনায় বুধবার রাতে চাঞ্চল্য ছড়ায় গড়বেতা বাজার এলাকায়। রাতে হঠাৎ দোকানে আগুন ধরে। স্থানীয় মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। খবর দেওয়া হয়ে দমকলে। বিষ্ণুপুর ও মেদিনীপুর থেকে দমকলের ইঞ্জিন আসে। তার আগেই অবশ্য স্থানীয়রা আগুন নেভানোর কাজে হাত লাগান। প্রায় এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। শর্ট-সার্কিটের ফলেই এই ঘটনা বলে প্রাথমিক ভাবে মনে করছেন দমকল কর্তৃপক্ষ।

প্রতিবন্ধীদের ক্রীড়া
প্রতিবন্ধীদের বসে আঁকো প্রতিযোগিতা
প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হল মেদিনীপুরে। প্রাথমিক স্কুল ও শিশুশিক্ষা কেন্দ্রের প্রায় ৯০ জন ছাত্রছাত্রী এই প্রতিযোগিতায় যোগ দেয়। বৃহস্পতিবার জেলা শিক্ষাভবন সংলগ্ন মাঠে এই প্রতিযোগিতা হয়। মেদিনীপুর সদর আর্বান-১ এলাকার অন্তর্গত প্রাথমিক স্কুল ও শিশুশিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা এতে যোগ দেয়। ছিল বসে আঁকো, হাঁটা প্রতিযোগিতা।

গাঁজা উদ্ধার
বৃহস্পতিবার রাতে খড়্গপুরের নিমপুরা থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। ওই রাতের ঘটনায় জড়িত অভিযোগে দু’জনকে গ্রেফতারও করা হয়েছে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.