বাজেট সংক্রান্ত কিছু মন্তব্য |
• মুদ্রাস্ফীতিকে রোখা যাবে, বৃদ্ধির হার বাড়বে, বাজেট শেষে বললেন প্রধানমন্ত্রী
• অন্যান্য দেশের তুলনায় বৃদ্ধির হার ভাল: প্রধানমন্ত্রী
• ‘বৃদ্ধি ও স্থিতিশীলতার ’ বাজেট, সাংবাদিকদের বললেন প্রণব মুখোপাধ্যায়
• খুব ভাল বাজেট হয়েছে: রাহুল গাঁধী ও চিদম্বরম
• কেন্দ্রীয় বাজেটকে ‘জনবিরোধী ও নিষ্প্রভ’ আখ্যা দিল সংসদের বিরোধী দল
• ‘সহনীয়’ বাজেট, বললেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের জন্য আরও অর্থ বরাদ্দের প্রয়োজন
• বাজেট নিয়ে তৃণমূলের সমর্থনকে স্বাগত জানালেন প্রধানমন্ত্রী
• বাজেটে মুদ্রাস্ফীতির বিষয়টি এড়িয়ে যাওয়া হয়েছে, মন্তব্য বামেদের
• এই বাজেটের ফলে দ্রব্যমূল্য বৃদ্ধির সঙ্গে সঙ্গে জনগণের উপর আর্থিক বোঝাও বাড়বে: সীতারাম ইয়েচুরি
• বিহারের ভাগ্যে কিছুই জোটেনি এই বাজেটে: নীতিশ কুমার |
• ১৫ লক্ষ কোটি টাকার সাধারণ বাজেট ঘোষণা অর্থমন্ত্রীর, গতবারের তুলনায় বৃদ্ধি ২৯ শতাংশ
• রাজকোষ ঘাটতি জিডিপি-র ৫.৯ শতাংশ
• যোজনা খাতে বরাদ্দ বৃদ্ধি ৫২১০২৫ কোটি
• যোজনা বহির্ভূত খাতে বরাদ্দ বেড়ে ৯৬৯৯০০ কোটি
• প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়ে ১৯৩৪০৭ কোটি টাকা
• পেট্রোপণ্যে উত্পাদন শুল্ক বাড়ল ২ শতাংশ
• কেরোসিন ও রান্নার গ্যাসে সরাসরি ভর্তুকি দেওয়া হবে |
• বিলগ্নিকরণ থেকে প্রায় ৩০ হাজার কোটি টাকা আয়ের আশা
• খুচরো ব্যবসায় ৫১% প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের আহ্বান
• বিমান শিল্পকে চাঙ্গা করতে ৪৯% বিদেশি বিনিয়োগের প্রস্তাব
• ৩৫ হাজার টাকা পর্যন্ত দ্রব্যসামগ্রী বিমানে নিয়ে যাওয়া যাবে
• পরিকাঠামো ক্ষেত্রে পিপিপি মডেলের প্রস্তাব, বিনিয়োগের পরিমাণ ৫০ লক্ষ কোটি টাকা
• তাঁত শিল্পের অগ্রগতির জন্য ঝাড়খণ্ড ও অন্ধ্রপ্রদেশে মেগা ক্লাস্টার
• হস্তশিল্পের আধুনিকীকরণে বরাদ্দ বৃদ্ধি
• সিনেমার কপিরাইটে পরিষেবা করে ছাড়
• পরিষেবা কর বাড়ল ২ শতাংশ |
• তফসিলি জাতি ও উপজাতিদের উন্নয়নে ১৮ শতাংশ বরাদ্দ বেড়ে ৩৭ হাজার ১১৩ কোটি
• অন্যান্য অনগ্রসর শ্রেণির উন্নয়নে ১৭.৫ শতাংশ বরাদ্দ বেড়ে ২১ হাজার ৭১০ কোটি
• মহিলা স্বনির্ভর গোষ্ঠী সময়ে ঋণ শোধ করলে বিশেষ ছাড়
• বাংলা,বিহার ও ওড়িশার অনগ্রসর এলাকার উন্নয়নে ১২ হাজার ৪০ কোটি টাকা বরাদ্দ |
• কান্দিতে বন্যা নিয়ন্ত্রণে ৪৩৯ কোটি
• গ্রামীণ পরিকাঠামো উন্নয়নে ২০ হাজার কোটি বরাদ্দ বৃদ্ধি
• গ্রামীণ স্বাস্থ্য খাতে বরাদ্দ বেড়ে ২০ হাজার ৮২২ কোটি
• এইমস-এর ধাঁচে সারা দেশে ৭টি নতুন মেডিক্যাল কলেজ
• কলকাতায় পরিশ্রুত জলের জন্য বরাদ্দ ৫০ কোটি
• আইপিও-র নিয়ম বদলে ছোট শহরগুলিকেও তার আওতায় আনা
• ১৫০০ কিলোমিটার নতুন জাতীয় সড়ক |
দাম বাড়ল |
দাম কমল |
দামি গাড়ি, টায়ার, মোটরবাইক,
বিমান ভাড়া,
টোল ট্যাক্স,
টেলিভিশন, ফ্রিজ, ফোন বিল,
সয়াবিনজাত দ্রব্য, সার,
বিড়ি, সিগারেট,
প্ল্যাটিনাম, ব্র্যান্ডেড সোনার গহনা |
সৌরশক্তির জন্য ব্যবহার্য যন্ত্রাংশ,
আয়োডিনজাত জিনিস, ক্যানসারের ওষুধ
আমদানিকৃত এইচআইভির ওষুধ,
কয়লা, লোহা, রুপোর গয়না,
এলসিডি, এলইডি, সাইকেল |
|
সংসদে বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী বলেন অন্যান্য দেশের সঙ্গে আর্থিক বৃদ্ধির দৌড়ে আছে ভারতও। বিশ্বজোড়া মন্দা ও প্রাকৃতিক বিপর্যয়ের কথাও উঠে এল তাঁর ভাষণে। তাঁর মতে দেশের রফতানি বাণিজ্য আশাব্যাঞ্জক। বেড়েছে প্রতিবেশী দেশের সঙ্গে বাণিজ্যের পরিমাণও। কৃষি পরিষেবাও সন্তোষজনক। ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে ভারতের অর্থনীতি। জিডিপি বৃদ্ধির হার বেড়ে ৭.৬% হতে পারে। যদিও শিল্পোন্নয়ের হার সন্তোষজনক নয়। বিশ্বজুড়ে তেলের দাম বাড়ায় ভর্তুকি বেড়েছে। মুদ্রাস্ফিতি উদ্বেগের হলেও এই বছরে কমার আশা করছেন তিনি।
|
আজ কেন্দ্রীয় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। এটি তাঁর সুদীর্ঘ রাজনৈতিক জীবনের সপ্তম পূর্ণাঙ্গ বাজেট। একদিকে শরিকদের প্রবল চাপ, অন্য দিকে কোষাগারের হাল ফেরাতে রোজগার বাড়ানোর চিন্তা— এই দুই প্রতিকূলতাকে জয় করাই অর্থমন্ত্রীর প্রধান চ্যালেঞ্জ। ইতিমধ্যেই আর্থিক সমীক্ষায় ‘কঠোর’ আর্থিক সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থনীতিকে চাঙ্গা করতে রাজনীতির চাপকে উপেক্ষা করাই আজ অর্থমন্ত্রীর প্রধান চ্যালেঞ্জ। ইতিমধ্যেই নর্থ ব্লকে পৌঁছে গিয়েছেন প্রণববাবু। সকাল এগারোটায় বাজেট পেশ করবেন তিনি। ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে ক্যাবিনেট বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন দীনেশ ত্রিবেদীও। আর কিছুক্ষণের মধ্যেই সাধারণ বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী।
|