l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
বিশ্বজুড়ে ওয়েবসাইট হ্যাক
ব্যাঙ্কক বিস্ফোরণে মূল অভিযুক্তদের ছবি প্রকাশ
দিল্লি বিস্ফোরণ তদন্তে নতুন সূত্র
বিস্তারিত...
মাঝ-মাসের হাওয়াবদলে শীত চলে যাওয়ার আগে আরও এক বার
‘আপনার রান্নাঘরে’
শীতের সব্জিতে ঘটুক
‘স্বাদবদল’
। এ বার
‘সংবাদের হাওয়াবদল’
-এ থাকছে নতুন নতুন চমক, মুঠোয় ভরা খবর থেকে মকর সংক্রান্তির ফোটো গ্যালারি।
চার্জশিট জমা পড়েনি কেন, উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী
কিশোর সাহা • শিলিগুড়ি
পুলিশের কাছে অভিযোগ দায়েরের পরে দু’বছর হতে চলল। কিন্তু উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতির মামলার চার্জশিট জমা পড়েনি। এতে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “উত্তরবঙ্গ সফরে গিয়ে বিষয়টি জানতে পেরে যথাযথ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।” সরকারি সূত্রের খবর, সেই নির্দেশ পেয়েই মুখ্যমন্ত্রীর সচিবালয় থেকে সংশ্লিষ্ট সব দফতরে যোগাযোগ করে কেন চার্জশিট পেশে সমস্যা হচ্ছে, তা জানতে চাওয়া হয়েছে। চার্জশিট পেশে অস্বাভাবিক দেরির জন্য মামলাটি খারিজ হয়ে যাওয়ার যে আশঙ্কা রয়েছে তা মাথায় রেখে সচিবালয়কে দ্রুত ব্যবস্থা নিতে হবে বলেও মুখ্যমন্ত্রী তাঁর দফতরের এক শীর্ষ কর্তাকে জানিয়েছেন। উচ্চ শিক্ষা দফতরের এক কর্তা জানান, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও চার্জশিট পেশের প্রক্রিয়া ত্বরান্বিত করতে তৎপর।
বিস্তারিত...
রাত সাড়ে ১১টায় মাইকে গান মন্ত্রীর
নিজস্ব প্রতিবেদন
হাইকোর্টের নির্দেশ, রাত ১০টার পরে জনবহুল এলাকায় মাইক বাজানো যাবে না। কিন্তু, খোদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব যদি রাত সাড়ে ১১টায় সরকারি খরচের জলসায় উঠে মাইক্রোফোনে গেয়ে ওঠেন, ‘পুরানো সেই দিনের কথা’...! তা হলে? সোমবার রাতে শিলিগুড়ির বাঘা যতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবে এমনই ঘটনা ঘটেছে। ঘটনাটি হাইকোর্টের নজরে গেলে প্রশ্নের মুখে পড়তে হতে পারে, এমন আশঙ্কায় দু-একজন পুলিশ অফিসার জলসা কমিটির কয়েকজন কর্তাকে অনুষ্ঠান শেষ করে দেওয়ার অনুরোধ করলেন। তাতে কিছুটা বিরক্ত হলেন উদ্যোক্তারা। অগত্যা ‘কেউ লিখিত অভিযোগ করেননি’ যুক্তি দেখিয়ে কিছুটা দূরে সরে রইলেন পুলিশ অফিসারেরা। মন্ত্রীকে গান গাইতে অনুরোধ করেন মঞ্চে উপবিষ্ট একটি গানের দলের শিল্পীরা। তাঁর গান শুনে কেউ কেউ প্রশংসা করলেও বিষয়টি আঁচ করে একটি গানের পরে দ্বিতীয়টির অনুরোধ প্রত্যাখ্যান করেন গৌতমবাবু।
বিস্তারিত...
শিক্ষককে ‘খুনের হুমকি’ বারাসতে
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
বাড়ির পাশেই নির্মাণ চলছিল। তাঁর ‘অপরাধ’, সেই নির্মাণকে অবৈধ দাবি করে পুরসভায় অভিযোগ জানিয়েছিলেন তিনি। সেই জন্যই তাঁকে খুনের হুমকি দিল প্রোমোটারেরা। সোমবার রাতে বারাসত থানায় এই মর্মেই অভিযোগ দায়ের করেছেন বারাসত ডাকবাংলো মোড়ের কাছে ইন্দ্রপ্রস্থের বাসিন্দা প্রভাত সেন নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষক। বারাসতের এক পুলিশকর্তা জানান, তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে অপরাধীদের গ্রেফতার করা হবে। পুলিশ জানায়, প্রভাতবাবুর বাড়ির পাশে একটি বাড়ির ছাদ সম্প্রতি বিক্রি করা হয়। সেখানেই দোতলা নির্মাণ করছিল শ্রীকৃষ্ণ কনস্ট্রাকশন নামে এক ঠিকাদার সংস্থা। ওই এলাকা ইন্দ্রপস্থ ডেভেলপমেন্ট সোসাইটি নামে একটি সমবায়ের অধীনে। প্রভাতবাবু ওই সমবায়ের প্রাক্তন সভাপতিও। নতুন নির্মাণ বৈধ কি না, ওই সমবায় এবং বারাসত পুরসভার কাছে তা জানতে চেয়েছিলেন প্রভাতবাবু। তিনি বলেন, “ওই নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে একটি বিদ্যুৎস্তম্ভ ভেঙে পড়ে।
বিস্তারিত...
এসএফআই নেই, বর্ধমান
বিশ্ববিদ্যালয় টিএমসিপি-র
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
একদা ‘লালদুর্গ’ বর্ধমানে এর আগে অন্তত ৩১টি কলেজে ছাত্র সংসদ নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল ছাত্র পরিষদ। সেই তালিকায় যুক্ত হল বর্ধমান বিশ্ববিদ্যালয়ও। এখনও রাজ্যের অন্য বিশ্ববিদ্যালয়গুলিতে নির্বাচন বাকি। বর্ধমান বিশ্ববিদ্যালয়ই প্রথম টিএমসিপি-র দখলে গেল। মঙ্গলবার মনোনয়ন জমা ও প্রত্যাহারের সময় পেরিয়ে যাওয়ার পরে দেখা যায়, ১৯৬টি আসনের একটিতেও প্রার্থী দেয়নি এসএফআই। আর গত বছর যারা এক জনকেও দাঁড় করাতে পারেনি, সেই টিএমসিপি ১৬১টি আসনে প্রার্থী দিয়েছে। নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ায় বাকি ৩৫টি আসনে মনোনয়ন জমা নেওয়া হয়নি বলে ভারপ্রাপ্ত উপাচার্য ষোড়শীমোহন দাঁ জানিয়েছেন। কেন এই পরিস্থিতি? এসএফআইয়ের রাজ্য সম্পাদক সায়নদীপ মিত্রের ব্যাখ্যা, “ওখানে অনেক দিন ধরেই ছাত্র রাজনীতির উপযুক্ত গণতান্ত্রিক পরিবেশ নেই। এর আগে সাধারণ সম্পাদককে মারধর করা হয়েছে। ”
বিস্তারিত...
‘শ্রী’ পদ্ধতিতে চাষ বাড়াতে যন্ত্র দেবে প্রশাসন
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
দিনে দিনে চাষের খরচ বাড়ছে। সার, সেচ, কীটনাশকের পিছনে খরচের ঠেলায় লাভের গুড় পিঁপড়েয় খেয়ে যাচ্ছে। এই অবস্থায় ধান চাষে অপেক্ষাকৃত কম খরচসাপেক্ষ অথচ অধিক ফলনশীল ‘শ্রী’ (এসআরআই বা সিস্টেম ফর রাইস ইনটেফিকেশন) পদ্ধতির চল বাড়াতে চাষিদের উইডার যন্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। প্রয়োজনীয় এই যন্ত্র কিনতে সাড়ে ২২ লক্ষ টাকা মঞ্জুর করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। যার মধ্যে ২০ লক্ষ ২৫ হাজার টাকা দেবে প্রশাসন। আর বাকি দশ শতাংশ অর্থ দিতে হবে সংশ্লিষ্ট চাষিকে। জেলা পরিকল্পনা ও উন্নয়ন আধিকারিক প্রণব ঘোষ বলেন, “কৃষি দফতরের মাধ্যমে ওই টাকা দেওয়া হবে।” কৃষি দফতরের তথ্য আধিকারিক দুলাল দাস অধিকারী বলেন, “টাকা পেলেই আমরা কৃষকদের যন্ত্র কিনে দেওয়ার ব্যবস্থা করব। এসআরআই পদ্ধতিতে যেহেতু চাষের খরচ কম ও ফলন বেশি হয় সে জন্য এই পদ্ধতিকে কৃষকদের কাছে আকর্ষণীয় করতেই এই উদ্যোগ।”
বিস্তারিত...
সুন্দরবনে বাঁধের জমি
নিতে আজ প্রস্তাব মন্ত্রিসভায়
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
সুন্দরবনের আয়লা-বিধ্বস্ত এলাকায় অনেক বাঁধই নতুন করে গড়তে হবে। সেই জন্য বেশ কিছু জমি না-নিলেই নয়। এই অবস্থায় ২০০৯-এর মে মাসের বিধ্বংসী আয়লায় দক্ষিণ ও উত্তর ২৪ পরগনার ক্ষতিগ্রস্ত ১৪টি ব্লকে এক লপ্তে ১৭০০ একরের মতো জমি অধিগ্রহণের প্রস্তাব আজ, বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের জন্য পেশ করা হচ্ছে। ন’মাস আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পরে ‘সরকারি’ প্রয়োজনেও একসঙ্গে এত জমি অধিগ্রহণ করার প্রস্তাব এই প্রথম। চলতি মাসের গোড়ায় সুন্দরবন সফরে গিয়ে আয়লা-বিধ্বস্ত এলাকায় বাঁধ পুনর্নির্মাণে জমি দেওয়ার জন্য গ্রামবাসীদের কাছে সনির্বন্ধ অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেই। আড়াই বছরেরও বেশি আগে আসা আয়লা জনবসতির সঙ্গে সঙ্গে লন্ডভন্ড করে দিয়ে গিয়েছে সুন্দরবনের অনেক নদীর বাঁধ। সেই সব বাঁধ নতুন করে গড়তেই হবে। কিন্তু বাঁধের জন্য প্রয়োজনীয় জমি মিলছে না।
বিস্তারিত...
ক্লাবের ছেলেদের হাতে প্রহৃত গৃহবধূ, অভিযোগ
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান
পাড়ার ক্লাবে অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করায় প্রহৃত হলেন এক গৃহবধূ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলা পাড়ার নজরুল পল্লিতে। প্রহৃত গৃহবধূর নাম মমতাজ খান। তাঁর অভিযোগ, প্রায় ৩০-৪০ জন লোক তাঁর বাড়ির ভিতরে ঢুকে তাঁকে ও তাঁর স্বামীকে মারধর করেছে। এতে তাঁর ডান হাতের কব্জি ভেঙেছে। রডের আঘাতে গুরুতর চোট পেয়ে স্বামী মহম্মদ ফয়জুল আলি বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি। মমতাজের আরও অভিযোগ, বর্ধমান থানা তাঁর অভিযোগ নেয়নি। কারণ, সিপিএমের মদতে পুষ্ট এই ক্লাবটির বিরুদ্ধে কোনও অভিযোগ নিতে বারণ করে দিয়েছেন শহরের সিপিএমের নেতারা। তবে সিপিএমের বর্ধমান জেলা কমিটির সদস্য তথা বর্ধমান পুরসভার চেয়ারম্যান আইনুল হক বলেছেন, ওই ক্লাবটি মোটেই সিপিএমের মদতে পুষ্ট নয়।
বিস্তারিত...
এক নজরে...
•
মরা শালিকের ময়না-তদন্ত
করাতে চান শৈলেন্দ্রনাথ
• সংস্থা বাঁচাতে
নয়া দাওয়াই
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
কঠিন লড়াই সংসদ ভোটে
রুদ্রনাথকে হুমকি
দিল ভূমিহারারা
দক্ষিণবঙ্গ
‘অনুপ্রবেশকারী’র হাতে
বিধায়কের শংসাপত্র
খুনি প্রেমিকই,
দাবি পুলিশের
বর্ধমান
ইটভাটার মালিকানা নিয়ে
বিবাদ, দ্বন্দ্ব তৃণমূলে
ডিপিএলের কাছে রিপোর্ট
চেয়ে চিঠি শ্রম দফতরের
পুরুলিয়া
চাকরির দাবিতে
সভা জমিহারাদের
অধ্যক্ষের বিরুদ্ধে
বিক্ষোভ টিএমসিপি-র
মুর্শিদাবাদ
এখনও হাত ধরে
রাখেন অনিল-উমা
মেদিনীপুর
জামিন নাকচের আবেদন
কলকাতা
৩০.২/১৬.২
আজকের দিনে
•১৯২১:
ঐতিহাসিক
রাধাকৃষ্ণ চৌধুরির জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.