বাড়ির পাশেই নির্মাণ চলছিল। তাঁর ‘অপরাধ’, সেই নির্মাণকে অবৈধ দাবি করে পুরসভায় অভিযোগ জানিয়েছিলেন তিনি। সেই জন্যই তাঁকে খুনের হুমকি দিল প্রোমোটারেরা। সোমবার রাতে বারাসত থানায় এই মর্মেই অভিযোগ দায়ের করেছেন বারাসত ডাকবাংলো মোড়ের কাছে ইন্দ্রপ্রস্থের বাসিন্দা প্রভাত সেন নামে অবসরপ্রাপ্ত এক শিক্ষক। বারাসতের এক পুলিশকর্তা জানান, তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে অপরাধীদের গ্রেফতার করা হবে।
পুলিশ জানায়, প্রভাতবাবুর বাড়ির পাশে একটি বাড়ির ছাদ সম্প্রতি বিক্রি করা হয়। সেখানেই দোতলা নির্মাণ করছিল শ্রীকৃষ্ণ কনস্ট্রাকশন নামে এক ঠিকাদার সংস্থা। ওই এলাকা ইন্দ্রপস্থ ডেভেলপমেন্ট সোসাইটি নামে একটি সমবায়ের অধীনে। প্রভাতবাবু ওই সমবায়ের প্রাক্তন সভাপতিও। নতুন নির্মাণ বৈধ কি না, ওই সমবায় এবং বারাসত পুরসভার কাছে তা জানতে চেয়েছিলেন প্রভাতবাবু। তিনি বলেন, “ওই নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে একটি বিদ্যুৎস্তম্ভ ভেঙে পড়ে। বাড়িটি ভেঙে পড়লে আমরাও আহত হব। সে সব নিয়ে অভিযোগ জানাতেই ওই সংস্থার দুই কর্তা সোমবার দুপুরে বাড়িতে এসে আমাকে খুনের হুমকি দেয়। রাতে আমি থানায় অভিযোগ জানাই।”
সমবায়ের সম্পাদক কিন্নরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, “ওখানে নির্মাণবিধি মানা হয়নি। তা নিয়ে অভিযোগ জানানোই প্রোমোটারদের আক্রোশের কারণ। ওঁরা ভাবতে পারেননি উনি প্রতিবাদ করবেন। সে জন্য এক জন অসুস্থ বৃদ্ধ মানুষকে ওঁরা হুমকি দিচ্ছেন।” অন্য দিকে, ওই নির্মাণ সংস্থার কর্ণধার তাপস হালদার বলেন, “এ সব মিথ্যা অভিযোগ। আমাদের কাছে পুরসভার অনুমতি রয়েছে। সে কথা জানাতে উনিই মিস্ত্রিদের গালাগাল করেছিলেন। বাড়ি গিয়ে এ নিয়ে জানতে চাইলে উনিই উল্টে রুখে আসেন।”
বারাসত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায় বলেন, “ওই নির্মাণ নিয়ে অভিযোগ আসার পরে আমরা প্রোমোটারদের সমস্ত কাগজপত্র দেখাতে বলি। কিন্তু তা না করে উল্টে ওই ব্যক্তিকে হুমকি দেওয়ায় আমরা কাজ বন্ধ করতে বলেছি। ওই নির্মাণ যদি অবৈধ হয়, তা হলে হুমকি দেওয়ার অপরাধে আমরাও পুলিশের কাছে প্রোমোটারদের বিরুদ্ধে অভিযোগ জানাব।” |