বিশ্বজুড়ে ওয়েবসাইট হ্যাক |
গত ৩ দিনে বিশ্বজুড়ে প্রায় ৩০০০টি ওয়েবসাইট হ্যাক করা হয়েছে, যার মধ্যে ভারতের ৭০০টিরও বেশি ওয়েবসাইট রয়েছ বলে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ থেকে জানানো হয়েছে। মূল অভিযুক্ত দুটি গোষ্ঠি পাকিস্তানের শ্যাডো ০০৬ এবং বাংলাদেশের ব্ল্যাক হ্যাট এর পেছনে রয়েছে বলে জানা যাচ্ছে। গোয়েন্দাদের আরও অনুমান উপমহাদেশে হ্যাকিং নিয়ে একটি সাইবার যুদ্ধের সূচনা হয়েছে যার ফলে এই ধারাবাহিক হ্যাকিংয়ের ঘটনা ঘটছে।
|
ব্যাঙ্কক বিস্ফোরণে মূল অভিযুক্তদের ছবি প্রকাশ |
ব্যাঙ্কক বিস্ফোরণের মূল অভিযুক্ত সঈদ মোরাদি সহ তিন অভিযুক্তের ছবি প্রকাশিত হল। ৮ ফেব্রুয়ারি পতায়া অঞ্চলের একটি হোটেলে চেক-ইন করার সময় হোটেলের সিসি টিভি থেকে এই অভিযুক্ত ব্যক্তিদের ছবি পাওয়া গিয়েছে বলে জানা যাচ্ছে। হোটেলটি বেশ পুরানো থাকায় নিরাপত্তা ব্যবস্থার সেরকম কড়াকড়ি ছিল না। ভারি বিস্ফোরণ ভর্তি ব্যাগ নিয়ে তারা সহজেই হোটেলে প্রবেশ করতে সক্ষম হয়েছিল বলে অনুমান করা হচ্ছে।
|
দিল্লি বিস্ফোরণ তদন্তে নতুন সূত্র |
১৩ ফেব্রুয়ারি হওয়া গাড়ি বিস্ফোরণের তদন্তে আরও কিছুটা এগোল দিল্লি পুলিশ। ইতিমধ্যে পুলিশ সূত্রে জানা গিয়েছে দিল্লির বেশ কয়েকটি অঞ্চলের টেলিফোন বুথ থেকে দু’শোটিরও বেশি আইএসডি কল করা হয়েছিল উপসাগরীয় অঞ্চলে। কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরও রাখা হচ্ছে বলেও পুলিশ জানিয়েছে। |
কলকাতা বিমানবন্দরে বিক্ষোভ |
নতুন করে কোন সিন্ডিকেট গড়া যাবে না, এই দাবীতে কলকাতা বিমানবন্দরে বিক্ষোভ দেখাল ইমারত ব্যবসায়ীরা, যারা বহুদিন ধরে বিমানবন্দরে প্রয়োজনায় মালপত্র সরবরাহ করে আসছিলেন। গত কয়েকদিন ধরে স্থানীয় কয়েকজন তৃণমূল নেতা এই কাজের জন্য নতুন সিন্ডিকেট গড়তে চাইছিলেন। এ জন্য ঐ ইমারত ব্যবসায়ীদের হুমকিও দেওয়া হচ্ছিল বলে অভিযোগ উঠেছে।
|
বেহালার যদু কলোনিতে যুবকের দেহ উদ্ধার |
বেহালার যদু কলোনির পুকুরে এক যুবকের দেহ ভাসতে দেখে এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। যুবকের দেহে বেশকিছু ক্ষত চিহ্ন রয়েছে। তাকে অন্যকোথাও খুন করে পুকুরে ফেলা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে যুবকের নাম শম্ভু মাইতি (১৮)। ইতিমধ্যে এম আর বাঙুর হাসপাতালে রাখা মর্গ থেকে তার বাড়ির লোক দেহ শনাক্তও করেছে। |