রাত সাড়ে ১১টায় মাইকে গান মন্ত্রীর
হাইকোর্টের নির্দেশ, রাত ১০টার পরে জনবহুল এলাকায় মাইক বাজানো যাবে না। কিন্তু, খোদ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী গৌতম দেব যদি রাত সাড়ে ১১টায় সরকারি খরচের জলসায় উঠে মাইক্রোফোনে গেয়ে ওঠেন, ‘পুরানো সেই দিনের কথা’...! তা হলে? সোমবার রাতে শিলিগুড়ির বাঘা যতীন পার্কে উত্তরবঙ্গ উৎসবে এমনই ঘটনা ঘটেছে।
ঘটনাটি হাইকোর্টের নজরে গেলে প্রশ্নের মুখে পড়তে হতে পারে, এমন আশঙ্কায় দু-একজন পুলিশ অফিসার জলসা কমিটির কয়েকজন কর্তাকে অনুষ্ঠান শেষ করে দেওয়ার অনুরোধ করলেন। তাতে কিছুটা বিরক্ত হলেন উদ্যোক্তারা। অগত্যা ‘কেউ লিখিত অভিযোগ করেননি’ যুক্তি দেখিয়ে কিছুটা দূরে সরে রইলেন পুলিশ অফিসারেরা। মন্ত্রীকে গান গাইতে অনুরোধ করেন মঞ্চে উপবিষ্ট একটি গানের দলের শিল্পীরা। তাঁর গান শুনে কেউ কেউ প্রশংসা করলেও বিষয়টি আঁচ করে একটি গানের পরে দ্বিতীয়টির অনুরোধ প্রত্যাখ্যান করেন গৌতমবাবু। তাঁকে বলতে শোনা গিয়েছে, “না, আর নয়। অনেক রাত হয়েছে। এখন অনুষ্ঠান শেষ করতে হবে।” তখন ঘড়িতে প্রায় রাত ১১টা বেজে ৪০ মিনিট।
কেন মাঝরাতে মাইক বাজিয়ে গান করলেন? গৌতমবাবু যুক্তি দেন, “অনুষ্ঠানের সঙ্গে মানুষের আবেগ জড়িত। তাই দেরি হয়েছে। অনেক জায়গায় ভোরও হয়ে যেতে পারত। তা হয়নি। আমরা হাইকোর্টের নির্দেশ জানি। কিন্তু, আইন তো মানুষের জন্যই তৈরি হয়। তাই মানুষের আবেগকে সম্মান জানাতে হয়েছে।”
শুধু শিলিগুড়ি নয়, ১০ ফেব্রুয়ারি উত্তরবঙ্গ উৎসব শুরু হওয়ার পরে নানা জেলার অনুষ্ঠান মঞ্চে প্রায় গভীর রাত পর্যন্ত মাইকের তাণ্ডব চলছে বলে অভিযোগ তুলেছেন বাসিন্দারা। শিলিগুড়ির বাঘা যতীন পার্ক, কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মঞ্চ, শক্তিগড়ের মাঠ, ডুয়ার্সের ফালাকাটা-সহ নানা এলাকায় মাধ্যমিক পরীক্ষার মুখে মাঝরাত পর্যন্ত মাইকের দৌরাত্ম্যে বাসিন্দারা বিরক্ত। ভুক্তভোগী বাসিন্দারা কয়েকজন জানান, পুলিশকে বললে লিখিত ভাবে অভিযোগ দিতে বলা হচ্ছে। শাসক দলের নেতা-মন্ত্রীরা যেখানে বিধি ভেঙে প্রায় মাঝরাতে গান গাইছেন, সেখানে অভিযোগ জানালে যে বিপদ হবে না তেমন নিশ্চয়তা কোথায়?
উচ্চ আদালতের নির্দেশ অগ্রাহ্য করা হচ্ছে দেখেও পুলিশ-প্রশাসন নীরব কেন? শিলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার অমিত জাভালগি বলেন, “এটুকু বলতে পারি, শহরের কোথাও রাত ১০টার পরে মাইক বাজানো যাবে না বলে সকলকে জানিয়ে দেওয়া হয়েছে।” জলপাইগুড়ির পুলিশ সুপার সুগত সেন জানান, তাঁর কাছে কোনও স্পষ্ট অভিযোগ পৌঁছলে অবশ্যই ব্যবস্থা নেবেন।
প্রশাসনের কর্তারা কী বলছেন? উৎসব কমিটির শিলিগুড়ির কর্মকর্তা কথা মহকুমা তথ্য-সংস্কৃতি আধিকারিক জগদীশ রায় বলেন, “কিছু দর্শক ও গায়কদের আগ্রহেই ১০টার পরে অনুষ্ঠান চালু থাকছে। এরকম একটা উৎসবে তো ঘড়ি ধরে মাইক বন্ধ করে দেওয়া যায় না। শিল্পীদেরও মঞ্চ থেকে নামানো যায় না। এটা যাতে রোজ না-হয়, সেটা দেখা হচ্ছে।”
একই ভাবে সোমবার রাতে ফালাকাটায় মাত্রাছাড়া শব্দে গভীর রাত পর্যন্ত তৃণমূল বিধায়ক, পুলিশ-প্রশাসনের সামনেই জলসা হওয়ার ব্যাপারে বিডিও তথা উৎসব কমিটির যুগ্ম আহ্বায়ক সুশান্ত মণ্ডল বলেন, “একজন শিল্পী কতক্ষণ অনুষ্ঠান করবেন সেই সময়সীমা না-থাকায় এমন হচ্ছে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.