l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম...
মনু সিঙ্ঘভির বক্তব্য খারিজ রাজ্যের অর্থমন্ত্রীর
গাফিলতি চিকিত্সায়, অভিযোগ
সুপ্রিম কোর্ট থেকে পৌঁছাল সুশান্ত ঘোষের রায়ের প্রতিলিপি
মুর্শিদাবাদে শিশুকন্যাকে খুন বাবার
অনির্দিষ্টকালের বাস ধর্মঘট পুরুলিয়ায়
হুগলির স্কুলে আগুন
গুগল ও ফেসবুকের বিরুদ্ধে মামলার শুনানি
বিস্তারিত...
পুঁতি বসালেন মমতা, আপ্লুত জরিশিল্পী
নুরুল আবসার • সাঁকরাইল
এক দিন পরেও ওঁদের ঘোর কাটছে না! শনিবার সকালে হাওড়ার সাঁকরাইলের জরি-হাবের সামনে অস্থায়ী ছাউনিতে ‘ঢাড্ডা’ (যেখানে জরির কাজ হয়) পেতে এক মনে শাড়িতে জরির কাজ করছিলেন বন্যা মণ্ডল। পিছন থেকে আচমকা প্রশ্ন, “শাড়িটার দাম কত হবে?” চমকে গিয়েছিলেন সীতারা মল্লিকও। পরের প্রশ্নটা যে তাঁর উদ্দেশে, “কত মজুরি পাও?” দীপালি রায় তাজ্জব। যিনি এত ক্ষণ প্রশ্ন করছিলেন, সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তাঁর হাত থেকে সূচ নিয়ে কাঠদানা (নকশা করা পুঁতি) তুলে নিজেই শাড়িতে অবলীলায় গাঁথলেন। সকলেই জানতেন, মুখ্যমন্ত্রী জরি হাবের উদ্বোধন করতে আসছেন। কিন্তু সরকারি অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী যে তাঁদের মতো নিতান্ত সাধারণ মানুষের সঙ্গে ওই ভাবে মিশে যাবেন, ভাবতে পারেননি বন্যা, সীতারা, দীপালিরা। তাঁরা তাই অভিভূত। পরে মুখ্যমন্ত্রী যখন অনুষ্ঠান মঞ্চে বলছেন, “আমি নিজে দেখছিলাম, কী সুন্দর জরির কাজ করে ওঁরা,” তখন মাইকে তা শুনে ওঁরা পরস্পরকে জড়িয়ে ধরেন। পরে বন্যা, দীপালিরা বলেন, “দিদি আমাদের হাতের কাজ দেখে মঞ্চে ওই মন্তব্য করলেন। দারুণ গর্ব হচ্ছে।” অপর্ণা পাত্র, বন্যা মণ্ডল, দীপালী রায়, কাশ্মীরা মোল্লা, সীতারা মল্লিক সব মিলিয়ে সাঁকরাইলের জনা দশেক জরিশিল্পীর জন্য অনুষ্ঠান মঞ্চের কাছে চারটি ‘ঢাড্ডা’ পেতে অস্থায়ী ছাউনি বানিয়ে দেয় একটি স্বেচ্ছাসেবী সংস্থা। প্রত্যেকে বাড়িতে জরির কাজ করে সংসার চালান। বেলা আড়াইটে নাগাদ মুখ্যমন্ত্রীর কনভয় ঢুকে পড়ে সাঁকরাইলে রাজ্য শিল্পোন্নয়ন নিগমের তৈরি ফুড পার্কে। এখানেই তৈরি হয়েছে জরি-হাব। কিন্তু গাড়ি থেকে নেমে মুখ্যমন্ত্রী অনুষ্ঠান-মঞ্চের দিকে না গিয়ে চলে যান ওই অস্থায়ী ছাউনিতে। যেখানে গোল হয়ে বসে মাথা নিচু করে কাজ করছিলেন অপর্ণা, সীতারারা।
বিস্তারিত...
হাবরায় বাণীপুর লোক
উৎসবের উদ্বোধনে অর্থমন্ত্রী
সীমান্ত মৈত্র • হাবরা
রাজ্যে হস্তশিল্পের মার্কেটিং-এর অভাব রয়েছে। সে জন্য প্রতি জেলায় একটি করে মার্কেটিং সেন্টার খোলা হবে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। ভবিষ্যতে প্রতিটি মহকুমাতেও ওই সেন্টার খোলা হবে। রবিবার উত্তর ২৪ পরগনার হাবরায় বাণীপুর লোক উৎসবে এসে এ কথা জানালেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র।
৫৮
তম বছরে পা দেওয়া এই উৎসবের উদ্বোধন করেন লোকসঙ্গীত শিল্পী ফকির আব্দুল হালিম। এ দিন উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ও রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, নাট্য ব্যক্তিত্ব বিভাস চক্রবর্তী, জেলার পুলিশ সুপার চম্পক ভট্টাচার্য, হাবরা ও অশোকনগর-কল্যাণগড় পুরসভার চেয়ারম্যান তপতী দত্ত, সমীর দত্ত প্রমুখ। উৎসবের সহযোগিতায় রয়েছে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দফতর, লোকসংস্কৃতি ও আদিবাসী সংস্কৃতিকেন্দ্র, নাট্য অ্যাকাডেমি ও রাজ্য চারুকলা পর্ষদ। অমিতবাবু বলেন, “আমাদের ঐতিহ্যের সঙ্গে আধুনিকীকরণের মিশ্রণ ঘটাতে হবে। তা না করতে পারলে ঐতিহ্যের বিপদ হবে।” তবে একই সঙ্গে তিনি জানান, আধুনিকীকরণের ঢেউয়ে যাতে লোকসংস্কৃতি মুছে না যায় সেদিকেও নজর রাখতে হবে। লোকসংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে সংস্কৃতির স্তম্ভ হিসাবে। উৎসব উপলক্ষে স্থানীয় হাবরা সবুজ সঙ্ঘের মাঠ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। গরুর গাড়ি, কুচকাওয়াজ, রণপায় সজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে রাস্তায় ভিড় করেছিলেন বহু মানুষ। উৎসবে এ বার চারটি মঞ্চ তৈরি করা হয়েছে। মূল মঞ্চের নামকরণ হয়েছে প্রয়াত সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার নামে। বাকি তিনটি মঞ্চের নামকরণ হয়েছে দেবদুলাল বন্দ্যোপাধ্যায়, বাদল সরকার এবং ফণীভূষণ বিদ্যাবিনোদের নামে।
বিস্তারিত...
সীমান্তে পাচার বন্ধে উদ্যোগ জেলা পুলিশের
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর
মাদকবিরোধী অভিযানে বড়সর সাফল্য পেল লালগোলা থানার পুলিশ। তারপরে সীমান্তবর্তী এই জেলায় চোরাপাচার বন্ধেও উদ্যোগী হয়েছে পুলিশ। মুর্শিদাবাদের পুলিশ সুপার হুমায়ুন কবীর বলেন, “লালগোলা থেকে হেরোইন ব্যবসা গুটিয়ে দেওয়া হবে। এ জন্য তথ্য সংগ্রহ চলছে। হেরোইন তৈরির কাঁচা মাল হিসেবে উত্তরপ্রদেশ থেকে মরফিন নিয়ে আসা হয়। জেলায় যে পথ দিয়ে ওই কাঁচা মাল ঢুকছে, তা বন্ধ করে দেওয়া হবে। সেই সঙ্গে ফেনসিডিল ও গবাদি পশু চোরাচালান রুখতেও বেশ কিছু পদক্ষেপ করা হয়েছে।” গত তিন দিনে যেমন রানিনগর থানা এলাকা থেকে ৫০টি ও ইসলামপুর থানা এলাকা থেকে ৪টি গবাদি পশু আটক করেছে পুলিশ। গত ১ ফেব্রুয়ারি পুলিশ সুপার জেলার সমস্ত পুলিশ অফিসারদের নিয়ে বৈঠক করেন। ওই বৈঠকে ‘অগ্রাধিকারের’ ভিত্তিতে অবিলম্বে কার্যকরী করার জন্য ১৮ দফা নির্দেশিকা জারি করেছিলেন তিনি। ওই তালিকার শুরুতেই রয়েছে গবাদি পশু থেকে বিভিন্ন সামগ্রী-সহ মাদক দ্রব্য সীমান্ত দিয়ে চোরাচালান ও পাচার বন্ধে বিশেষ ব্যবস্থা নিতে হবে। এর পরেই লালগোলা থানার পুলিশ শনিবার যে পরিমাণ হেরোইন ও হেরোইন তৈরির সামগ্রী বাজেয়াপ্ত করেছে, যা এর আগে জেলায় কোনও দিন ঘটেনি বলে জেলা পুলিশের দাবি। ওই দিন রাতে বিলবোরাকোপরা পঞ্চায়েতের রামনগর-জোতখামার এলাকার একটি হেরোইন তৈরির কারখানায় হানা দিয়ে ২ কোটি ৩০ লক্ষ টাকার হেরোইন, ১৯ কিলো মরফিন, ২৫ কেজি সোডিয়াম কার্বোনেট, ২৫ লিটার অ্যাসিড পুলিশ বাজেয়াপ্ত করে। দুজন যুবককে পুলিশ গ্রেফতারও করেছে।
বিস্তারিত...
আত্মঘাতী চাষির বাড়িতে
সূর্যকান্ত, বিক্ষোভ তৃণমূলের
নিজস্ব সংবাদদাতা • মালদহ
গাজলে আত্মঘাতী কৃষক কেনারাম সরকারের বাড়িতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে হল বিধানসভার বিরোধী দলনেতা তথা সিপিএমের কেন্দ্রীয় কমিটি সদস্য সূর্যকান্ত মিশ্রকে। রবিবার নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি (এবিপিটিএ)-র একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার ফাঁকে বেলা সাড়ে ৩টে নাগাদ বিরোধী দলনেতা গাজলে ওই আত্মঘাতী কৃষকের বাড়িতে যান। সেখানে তৃণমূল কর্মীরা সূর্যবাবুকে কালো পতাকা দেখানোর পাশাপাশি ‘গো ব্যাক’ ধ্বনি তুলে স্লোগান দেন বলে অভিযোগ। ওই ঘটনায় ক্ষুব্ধ বিরোধী দলনেতা বলেন, “টিভিতে মুখ দেখানোর জন্য তৃণমূল কর্মীরা আমায় কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ করেছেন।” পক্ষান্তরে, গাজল ব্লক তৃণমূল সভাপতি জয়ন্ত ঘোষের বক্তব্য, “কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানোর ব্যাপারে আমাদের দলগত কোনও সিদ্ধান্ত ছিল না। এক জন মাতাল ছেলের সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা করেছে। তাকে কৃষকের আত্মহত্যা বলে সিপিএম চিৎকার করছে। সিপিএমের এই মিথ্যাচারের প্রতিবাদ জানাতে ওই এলাকার তৃণমূল কর্মী-সমর্থকরা স্বতঃস্ফূর্ত ভাবে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ করেছেন।” গাজলে আত্মঘাতী কৃষকের বাড়ি যাওয়ার পাশাপাশি সূর্যবাবু এ দিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া সমালোচনাও করেন। সূর্যবাবুর অভিযোগ, রাজ্য পরিচালনা থেকে দফতরের মন্ত্রী হিসাবে দায়িত্ব পালনসর্বত্রই মুখ্যমন্ত্রী ‘ব্যর্থ’। তাঁর কথায়, “মুখ্যমন্ত্রী ধান, চালের ফারাকই বোঝেন না। কৃষক কী ভাবে চিনবেন! কালীঘাটে বসে কৃষককে জানা যায় না। মুখ্যমন্ত্রী মহাকরণ থেকে সরকার, দল, জোটসবই চালাচ্ছেন।”
বিস্তারিত...
নবি দিবস
পালিত
নিজস্ব সংবাদদাতা • সাঁইথিয়া
যথার্থ মর্যাদার সঙ্গে রবিবার বিশ্ব নবি দিবস পালিত হল সাঁইথিয়া-সহ বীরভূম জেলার বিভিন্ন এলাকায়। নিহারিপট্টি, কসাইপাড়া, ডাঙ্গালপাড়া, দর্জিপাড়া-সহ সাঁইথিয়া শহরের নানা জায়গায় মুসলিম সম্প্রদায়ের মানুষ শোভাযাত্রায় বের হন। শোভাযাত্রায় যোগ দেন সাঁইথিয়ার প্রাক্তন পুরপ্রধান কাজী কামাল হোসেন। তিনি বলেন, “ধনী-দরিদ্র নির্বিশেষে মানুষ শোভাযাত্রায় পা মিলিয়েছিলেন। দেখে খুব ভাল লাগছিল।” সাঁইথিয়ার পুরপ্রধান বীরেন্দ্রকুমার পারখ বলেন, “এ দিনের শোভাযাত্রা ছিল দেখার মতো। শহরের শান্তিস্থাপনের জন্য এই ভ্রাতৃত্ববোধ খুবই গুরুত্বপূর্ণ।” নিহারিপট্টিতে শনিবার অনেক রাত পর্যন্ত ধর্মীয় অনুষ্ঠান হয়। সাঁইথিয়ার মতোই মহা সমারোহে জেলার দুবরাজপুর, সিউড়ি, বোলপুর, রামপুরহাট, নলহাটি, রাজনগর-সহ বিভিন্ন এলাকায় রবিবার নবি দিবস পালিত হয়। এ দিন সকালে দুবরাজপুর শহরের ইসলামপুর-সহ বিভিন্ন মহল্লা মিলে একটি শোভাযাত্রা করে। পরে দুপুরে মোটরবাইকে র্যালি বের হয়। শোভাযাত্রায় ছিলেন দুবরাজপুরের পুরপ্রধান পীযূষ পাণ্ডে-সহ বিশিষ্টজনেরা। রামপুরহাটের নিশ্চিন্তপুর, ভাগাড়পাড়া, সুন্ধিপুর, চামড়াগুদামপাড়া-সহ নানা এলাকার ধর্মপ্রাণ মানুষজন শোভাযাত্রা করে রামপুরহাটের পাঁচ মাথার মোড়ে এ দিন সকালে একত্রিত হয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
বিস্তারিত...
দিনহাটা কাণ্ডের রিপোর্ট লোপাটে
নতুন কমিশনের দাবি অশোকের
নিজস্ব সংবাদদাতা • দিনহাটা
দিনহাটা-কাণ্ডে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের রিপোর্ট ‘লোপাট’ হয়ে যাওয়ার ঘটনায় নতুন তদন্ত কমিশন গড়ার দাবি তুলল ফরওয়ার্ড ব্লক। অবসরপ্রাপ্ত বিচারপতি নারায়ণচন্দ্র শীলের কমিশন বিগত বাম জমানার শেষ দিকে যে রিপোর্ট মহাকরণে জমা দিয়েছিল, তা খুঁজে পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রেক্ষাপটেই মুখ্যমন্ত্রীর কাছে ফ ব-র দাবি, ওই ফাইল হারানোর ঘটনায় নতুন একটি বিচার বিভাগীয় কমিশন গড়া হোক। দিনহাটার ঘটনায় তৃণমূল নেত্রী মমতা কেন ক্ষমতায় এসে প্রতিশ্রুতি পূরণ করছেন না, সেই প্রশ্ন তোলার পাশাপাশিই সিপিএম নেতৃত্বকেও এক হাত নিয়েছেন বাম শরিক নেতৃত্ব। কোচবিহারের দিনহাটায় ফ ব-র আইন অমান্য আন্দোলনে পুলিশের গুলিচালনায় ৫ জন কর্মী-সমর্থকের মৃত্যুর ঘটনার চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে রবিবার এক স্মরণসভায় দলের সাধারণ সম্পাদক অশোক ঘোষ বলেছেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো বলেন, তিনি পারেন না, এমন কোনও কাজ নেই! ওই রিপোর্ট কেন প্রকাশিত হল না? শুনছি, রিপোর্ট লোপাট হয়ে গিয়েছে মহাকরণ থেকে! কার আমলে হল? এ দিক-ও দিক হয়ে থাকলে তদন্ত কমিশন করুন। সেটাও বিচার বিভাগীয় কমিশন হোক।” অশোকবাবুর বক্তব্য, বাম সরকারের শরিকের আন্দোলনে দিনহাটায় গুলি চলার পরে তৎকালীন বিরোধী দল তৃণমূল নেতৃত্ব মন্তব্য করেছিলেন, এর পরেও ফ ব কেন মন্ত্রিসভা বা বামফ্রন্টে আছে! সেই সময় ‘বাম রাজনীতিকে হেয়’ করার জন্য ওই কথা বলার পরেও সরকারে এসে ৮ মাস পেরিয়ে গিয়েছে। অথচ তৃণমূলের নেতৃত্বাধীন সরকার কেন শীল কমিশনের রিপোর্ট প্রকাশ করেনি, প্রশ্ন তুলেছেন অশোকবাবু।
বিস্তারিত...
এক নজরে
•
হলদিয়া নিয়ে শুভেন্দু কনভেনশন ডাকছেন
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
শরিক সমালোচনায় ফব
সচেতনতায় প্রচার বস্তিতে
দক্ষিণবঙ্গ
পানীয়ে ঘুমের ওষুধ
মিশিয়ে ছিনতাইয়ের চেষ্টা
বাস-মালিকের ভূমিকা
খতিয়ে দেখতে বললেন মন্ত্রী
বর্ধমান
তৃণমূল নেতা খুনে আদালতে
আত্মসমর্পণ অভিযুক্তের
একশো দিনের কাজ নিয়ে
বিবাদ, জখম তৃণমূলের ৫
পুরুলিয়া
ঝাড়খণ্ড ছেড়ে তৃণমূলে
এলেন পঞ্চায়েত প্রধান
সংস্কার নেই, বিপজ্জনক কাশীপুর-সুপুর রাস্তা
মুর্শিদাবাদ
পুলিশের ফোন পেয়ে মাকে
ঘরে ফেরাল ছেলে
তথ্যের অধিকার নিয়ে
সচেতনতা বাড়ুক: প্রণব
মেদিনীপুর
মাওবাদী-তৃণমূল ‘সংস্রব’
প্রসঙ্গও ফের প্রতিবেদনে
গাঁধী স্মৃতি মেলায়
উপচে পড়ছে ভিড়
কলকাতা
২৯.৮/১৪.২
আজকের দিনে
•
ভারতীয় পেস বোলার
শ্রীসন্থের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
আজকের জন্য
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.