|
|
|
|
বসিরহাটে যুবককে মারধর করে পুলিশে দিল জনতা |
পানীয়ে ঘুমের ওষুধ মিশিয়ে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
চলন্ত ট্রেনে পানীয় জলে ঘুমের ওষুধ মিশিয়ে ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে এক যুবককে মারধর করে পুলিশে দিলেন সহযাত্রীরা। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে শিয়ালদহ-হাসনাবাদ শাখার আপ ট্রেনে।
রেল পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুপুর ২টো ৫২ মিনিটের হাসনাবাদ লোকালে শিয়ালদহ স্টেশন থেকে উঠেছিলেন বছর পঁয়ষট্টির এক বৃদ্ধ। ট্রেন ছাড়ার পরে জল তেষ্টা পেয়েছে বলায় তাঁকে পাশে বসে থাকা দুলাল সেন নামে এক যুবক জলের বোতল এগিয়ে দেন। খানিকটা জল খান বৃদ্ধ। ট্রেন দমদম স্টেশন ছাড়ার পর থেকেই অসুস্থ বোধ করতে থাকেন তিনি। কিছু ক্ষণের মধ্যেই সংজ্ঞা হারিয়ে ফেলেন। দুলাল এবং আরও কয়েক জন দাবি করেন, তাঁরা ওই বৃদ্ধকে চেনেন। মাথায় জল ছিটিয়ে বৃদ্ধকে ‘সুস্থ’ করে তোলার চেষ্টা শুরু করেন তাঁরা। কিন্তু তাঁদের হাবেভাবে অন্য সহযাত্রীদের সন্দেহ হয়। কয়েক জন সহযাত্রীর দাবি, ট্রেনে ওঠার পরে কথায় কথায় ওই বৃদ্ধ বলেছিলেন তিনি বসিরহাটের দিকে যাবেন। কিন্তু দুলাল ও তাঁর সঙ্গীরা বারাসতের কড়েয়া কদম্বগাছি স্টেশনে তাঁকে নামানোর তোড়জোড় শুরু করেন।
আশপাশের কয়েক জনের চোখে তা সন্দেহজনক ঠেকে। কয়েক জন জিজ্ঞাসাবাদ শুরু করলে দুলালের সঙ্গীরা পরে পড়েন। তাতে সন্দেহ আরও দৃঢ় হয়। কয়েক জন যাত্রী দুলাল ও ওই বৃদ্ধকে বসিরহাটের কাঁকড়া মির্জানগর স্টেশনে নামান। তখনও পর্যন্ত জ্ঞান ফেরেনি বৃদ্ধের। দুলালকে গাছে বেঁধে শুরু হয় মারধর। ওই সহযাত্রীদের দাবি, জলে ঘুমের ওষুধ মিশিয়ে বৃদ্ধের মালপত্র ছিনতাইয়ের উদ্দেশ্য ছিল দুলালদের। খবর দেওয়া রেল পুলিশ ও বসিরহাট থানার পুলিশকে। পুলিশ গ্রেফতার করে দুলালকে।
ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। বৃদ্ধকে ভর্তি করা হয়েছে বসিরহাট মহকুমা হাসপাতালে। তাঁর পকেট থেকে দু’টি টিকিট মিলেছে। একটি রানিগঞ্জ-হাওড়া এবং অন্যটি শিয়ালদহ মালতিপুরের। পুলিশের প্রাথমিক অনুমান ছিল, বৃদ্ধ রানিগঞ্জ থেকে আসছিলেন। তবে রবিবার রাতে জ্ঞান ফেরার পরে তিনি নিজের নাম বলেছেন ভীম মণ্ডল। বসিরহাটের টাউন হল এলাকায় বাড়ি। ছেলের নাম সুবল। তাঁর খোঁজ করছে পুলিশ। |
|
|
|
|
|