টুকরো খবর
ট্রেনের ধাক্কায় মৃত্যু ছাত্রের
ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল অষ্টম শ্রেণির এক ছাত্রের। রবিবার সকালে ঘটনাটি ঘটে বসিরহাটের মালতিপুর স্টেশনের কাছে। পুলিশ জানায়, সাকিল আহমেদ (১৭) নামে ওই কিশোরের বাড়ি বারাসতের কাজিপাড়ায়। বসিরহাটের মালতিপুর মাদ্রাসার আবাসনে থেকে পড়াশোনা করত সে। রবিবার পৌনে ৭টা নাগাদ আপ হাসনাবাদ লোকালের ধাক্কায় মারা যায় ছেলেটি। তার দেহ উদ্ধার করে ময়না-তদন্তে পাঠিয়েছে রেল পুলিশ। সাকিলের পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের হয়নি থানায়। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। বসিরহাটের এসডিপিও আনন্দ সরকার জানান, গোটা ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মৃত ছাত্রের সহপাঠীদের একাংশের দাবি, এক শিক্ষকের জুতো চুরির অভিযোগ উঠেছিল সাকিলের বিরুদ্ধে। শিক্ষকেরা তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। সেই ‘অপমানেই’ আত্মঘাতী হয়েছে ওই কিশোর। অন্য দিকে, মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য, শনিবার রাতে ছেলেটিকে ডেকে জুতো-প্রসঙ্গে কথা বলা হয়েছিল ঠিকই। কিন্তু কোনও রকম বকাবকি করা হয়নি। কথাবার্তার ফাঁকে সাকিল ঘর থেকে ছুটে বেরিয়ে যায়। রাতে মাদ্রাসায় ফেরেনি। মাদ্রাসার শিক্ষক তথা পরিচালন কমিটির সম্পাদক রফিকুল ইসলাম মণ্ডল বলেন, “রাতে অনেক খোঁজাখুঁজি করেও সাকিলের সন্ধান মেলেনি। এ দিন সকালে দুর্ঘটনার খবর আসে।”

দুঃস্থ পড়ুয়াদের বই বিতরণ
সম্প্রতি হাসনাবাদের টাকি ও হিঙ্গলগঞ্জের যোগেশগঞ্জে দুঃস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের মধ্যে বই বিতরণ করে দু’টি সংস্থা। এই উপলক্ষে এক অনুষ্ঠানে গুণিজন সংবর্ধনা, নাটক, শিক্ষামূলক ম্যাজিকের আয়োজন করা হয়। টাকি এলাকার ৯টি স্কুলের ১৫০ জন দুঃস্থ, মেধাবী পড়ুয়ার হাতে পাঠ্যপুস্তক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাকি রামকৃষ্ণ মিশনের স্বামী সত্যভরানন্দ, বসিরহাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নারায়ণ মুখোপাধ্যায় প্রমুখ। অন্যদিকে, যোগেশগঞ্জ হাইস্কুলের প্রাক্তন ছাত্রদের সংগঠনের তরফে স্কুলের প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের মধ্যে মেধা পুরস্কার দেওয়া হয়। ৮১ জন দুঃস্থ, মেধাবী পড়ুয়ার হাতে পাঠ্যপুস্তক দেওয়া হয়। এই উপলক্ষে গ্রামের গরিব মানুষদের জন্য স্বাস্থ্য পরীক্ষার আয়োজন করা হয়েছিল। আয়োজন করা হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। স্কুলের প্রাক্তন শিক্ষক সুভাষ গাইন, গোকুল ভৌমিক এবং ধীরা মৃধাকে সংবর্ধনা দেওয়া হয়।

স্বামীজির জন্ম সার্ধশতবর্ষ পালন
স্বামী বিবেকানন্দের জন্মের ১৫০ বছর পূর্তিতে সম্প্রতি উত্তর ২৪ পরগনার বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রম-এর উদ্যোগে যুব সম্মেলন অনুষ্ঠিত হল। স্বামীজির বাণী পাঠের মধ্যে দিয়ে সেবাশ্রমের মাঠে অনুষ্ঠানের সূচনা হয়। শিশু ও কিশোরদের মধ্যে স্বামী বিবেকানন্দ সম্পর্কিত যেমন খুশি ছবি আঁকা থেকে ক্যুইজ, গল্পপাঠ, আবৃত্তি-সহ নানা সাংস্কৃতিক বিষয়ের উপরে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন সেবাশ্রমের সভাপতি কমলেশ কুমার ভদ্র। দিনভর ধর্ম বিষয়ক নানা আলোচনায় অংশে নিয়েছিলেন বিশিষ্ট ব্যক্তিরা।

ছাত্রের মৃত্যু
বসিরহাটের মালতীপুর স্টেশনের কাছে ট্রেনে কাটা পড়ে মৃত্যু হল বারাসতের এক ছাত্রের। রবিবার সকালের ঘটনা। পুলিশ জানায়, সাকিল আহমেদ (১৭) নামে অষ্টম শ্রেণির ওই ছাত্র মালতীপুর মাদ্রাসার আবাসনে থেকে পড়ত। রবিবার পৌনে ৭টা নাগাদ আপ হাসনাবাদ লোকালের ধাক্কায় মারা যায় সে। মৃত ছাত্রের সহপাঠীদের একাংশের অভিযোগ, এক শিক্ষকের জুতো চুরি করেছে এই সন্দেহে শিক্ষকেরা সাকিলকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন। সহপাঠীদের অভিযোগ, এই ঘটনার জেরেই অপমানে আত্মঘাতী হয়েছে ওই কিশোর।

বকখালিতে সমুদ্রে তলিয়ে গেলেন ছাত্র
স্নান করতে নেমে বকখালির সমুদ্রে তলিয়ে গেলেন বছর একুশের এক ছাত্র। রবিবার সকালের ঘটনা। নিখোঁজ দীপরাজ ছেত্রীর বাড়ি সিকিমে। তিনি বিধাননগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব হোমিওপ্যাথি কলেজের তৃতীয় বর্ষের ছাত্র। শনিবার ওই কলেজের ১০ জন ছাত্র বকখালিতে বেড়াতে গিয়ে একটি হোটেলে ওঠেন। এ দিন সকালে সবাই সৈকতে যান। পুলিশ জানায়, এক বন্ধুকে নিয়ে স্নান করতে নামেন দীপরাজ। বন্ধুদের দাবি, দীপরাজ সাঁতার জানতেন না। হঠাৎই তিনি তলিয়ে যান।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.