কেন্দ্রীয় সরকারের উন্নয়ন পরিকল্পনার সুফল দেশের সর্বত্র পৌঁছে দেওয়া যায়নি। সব মানুষকে যে ১০০ দিনের কাজের সুযোগও করে দেওয়া যায়নি, তা রবিবার স্বীকার করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। এই দিন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের উমরপুরে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের শ্রমিক শিক্ষা পর্ষদের এক অনুষ্ঠানে তিনি বলেন, “দেশের আম আদমির কাছে কেন্দ্রের উন্নয়ন পরিকল্পনার সুফল এখনও পৌঁছে দেওয়া যায়নি। কাজের অধিকার, শিক্ষার অধিকার এবং তথ্য জানার অধিকার সম্পর্কেও সাধারণ মানুষকে এখনও এ সম্পর্কে সচেতন করে তোলা যায়নি।” |
একশো দিনের কাজ প্রকল্প নিয়েও যে তিনি সন্তুষ্ট নন, তা পরিষ্কার করে বলে দেন প্রণববাবু। তাঁর কথায়, “এ রাজ্যে সব মানুষকে ১০০ দিনের কাজের সুযোগ করে দিতে পারিনি আমরা। কাজ না পেয়ে ভাতা চেয়ে অনেকেই আবেদন জমা দিয়েছেন। কিন্তু তাঁদের সে আবদনও মঞ্জুর করা হয়নি। ৬০ বছর ধরে বহু পরিকল্পনা করা হয়েছে। দেশও এগিয়েছে। কিন্তু উপকৃত হননি আম আদমি।” গ্রামের মানুষকে তাঁদের অধিকার সম্পর্কে ওয়াকিবহাল করতে প্রণববাবুর নির্বাচনী কেন্দ্রে ৫টি প্রশিক্ষণ কেন্দ্র করা হয়েছে। সেখানে ১৪০০ গ্রামবাসীকে তাঁদের অধিকার সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তিনি বলেন, “দেশের প্রতিটা বুথ পর্যায়ে গ্রামীণ ক্ষেত্রে এই ধরণের প্রশিক্ষণ গড়ে তুলতে হবে।” |
প্রণববাবুর পুত্র কংগ্রেসের বিধায়ক অভিজিৎ মুখোপাধ্যায়ও অভিযোগ করেন, “কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্পে এ রাজ্যকে টাকা দিচ্ছে, অথচ তার কৃতিত্ব নিচ্ছে রাজ্য সরকার। আবার বহু ক্ষেত্রে বরাদ্দ অর্থ ঠিক মতো খরচ করতে পারছে না রাজ্য সরকার। সরকারি কর্মীরাও এ ব্যাপারে তাঁদের দায়িত্ব পালনে সেভাবে সচেষ্ট নন বলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।” |