টুকরো খবর
বাস ধর্মঘটের ডাক নবদ্বীপে
রাস্তা খারাপের অভিযোগ তুলে সোমবার থেকে অনির্দিষ্ট কালের জন্য কৃষ্ণনগর-নবদ্বীপ ভায়া গৌরাঙ্গ সেতু রুটের রাজ্য সড়কে বাস চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন গৌরাঙ্গ সেতু রুট কমিটি। অভিযোগ, কৃষ্ণনগর থেকে ভানুকা পর্যন্ত প্রায় আট কিলোমিটার ওই রাস্তায় লেগেই থাকে দুর্ঘটনা। প্রশাসনের কাছে বারবার আর্জি জানিয়েও কোনও লাভ হয়নি। গৌরাঙ্গ সেতু রুট কমিটির সম্পাদক আশিস সাহা বলেন, “প্রতিদিন প্রাণ হাতে করে বাস চালাতে হচ্ছে। গাড়ির প্রতিটা যন্ত্রাংশের ক্ষতি হচ্ছে, যাত্রীরাও আঘাত পাচ্ছেন। খারাপ রাস্তার কারণে সময় মেপে গাড়ি চালানো যাচ্ছে না। যে কোনও দিন বিরাট দুর্ঘটনা ঘটতে পারে। বার বার জেলা প্রশাসনকে জানিয়েছি। কেউ কোনও সারা দেননি। এমন কী গত ৩১ জানুয়ারিও সমস্যা জানিয়ে আর্জি জানিয়েছি প্রশাসনের বিভিন্ন স্তরে। নিরুপায় হয়ে সোমবার থেকে বাস না চালানোর সিদ্ধান্ত নিয়েছি।” নদিয়া জেলা নিত্যযাত্রী সমিতির সম্পাদক প্রশান্তকুমার দে বলেন, “কৃষ্ণনগর-নবদ্বীপ ভায়া গৌরাঙ্গ সেতু রুটের রাস্তাটি গাড়ি চলাচলের অযোগ্য। যাত্রীদেরও বিপদ রয়েছে প্রতি পদে। তবে হঠাৎ করে বাস বন্ধ করলে তাঁদের দুর্ভোগ আরও বাড়বে।” নদিয়া সদর মহকুমাশাসক পূর্ণেন্দু মাজি বলেন, “ওই রাস্তাটি সংস্কারের জন্য ইতিমধ্যেই টেন্ডারের কাজ শুরু হয়েছে। ওই সব কাজের বিষয়টি রাজ্য সরকারের পূর্ত দফতর সরাসরি দেখে। খুব দ্রুত ওই রাস্তায় কাজ শুরু হয়ে যাবে। এ অবস্থায় বাস বন্ধ করা অযৌক্তিক।”

সম্পত্তি-বিবাদে ভাসুরের হাতে খুন গয়েশপুরে
দুই ভাইয়ের মধ্যে বিবাদে ভাসুরের হাতে খুন হলেন এক মহিলা। কল্যাণীর গয়েশপুর বেদিভবন এলাকায় রবিবার দুপুরে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম প্রীতি রায় (৩৫)। আহত হয়েছেন তাঁর স্বামী শিবু রায়ও। এরপর উত্তেজিত জনতা মারধর করেন প্রীতিদেবীর ভাসুর তপন রায়কে। দুই ভাইকেই কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গয়েশপুর পুরসভার ১৬ নম্বর ওয়াডের্র বাসিন্দা ওই দুই ভাইয়ের মধ্যে সম্পত্তি নিয়ে গণ্ডগোল দীর্ঘদিনের। এ দিন সকাল থেকেই শুরু হয়েছিল চিৎকার চেঁচামেচি। দুপুরে প্রীতিদেবীকে আচমকা দাঁ দিয়ে আঘাত করেন তাঁর ভাসুর। শিবুবাবু বাধা দিলে তাকেও আঘাত করেন তপনবাবু। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয় প্রীতিদেবীকে। জেলা পুলিশ সুপার সব্যসাচীরমণ মিশ্র বলেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই ওই মহিলা খুন হয়েছেন। কিন্তু এখনও পুলিশের কাছে কোনও অভিযোগ হয়নি। ঘটনার তদন্ত শুরু হয়েছে। সব দিক খতিয়ে দেখা হচ্ছে।” গয়েশপুরের পুরপ্রধান সিপিএমের গোপাল চক্রবর্তী বলেন, “এটা নিতান্তই পারিবারিক ব্যাপার। সম্পত্তি নিয়ে ওদের গণ্ডগোল অনেকদিনের। এ দিন তা চরম আকার ধারণ করে।”

নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধার
এক মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে হাঁসখালির মোবারকপুরের মাঠ থেকে তাপসী সর্দার (৩০) নামে ওই মহিলার দেহ মেলে। তাঁর বাড়ি কৃষ্ণগঞ্জের খাতুড়া গ্রামে। প্রথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, শ্বাসরোধ করে তাপসীদেবীকে খুন করা হয়েছে। তাঁর তিনটি সন্তান। শনিবার রাত থেকে তিনি নিখোঁজ ছিলেন। বর্তমানে তিনি নোনাগঞ্জে তাঁর বাপের বাড়িতেই থাকতেন।

ক্রীড়া প্রতিযোগিতা
গয়েশপুর স্টেডিয়ামে মঙ্গলবার একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছিল কল্যাণী জোনাল বিদ্যালয় ক্রীড়া সংস্থা। খেলার ৬৮টি বিভাগে ১৫টি বিদ্যালয়ের প্রায় ২০০ জন পড়ুয়া যোগ দেয়। উপস্থিত ছিলেন গয়েশপুরের পুরপ্রধান গোপাল চক্রবর্তী, ওই ক্রীড়া সংস্থার সম্পাদক অজিতকুমার পাল-সহ বিশিষ্টরা। অজিতবাবু বলেন, “ক্রীড়া প্রতিযোগিতাকে বিদ্যালয়গুলো খুব একটা গুরুত্ব দিচ্ছে না। তারা যদি আরও প্রতিযোগী পাঠাতেন তাহলে খুব ভাল হত।”

অনূধ্বর্র্ ১৪ ফুটবল
শনিবার শেষ হল এএফআই ও কল্যাণী পুরসভার পরিচালিত অনূর্ধ্ব ১৪ জাতীয় ফুটবল প্রতিযোগিতা। দেশের ২৭টি রাজ্য থেকে খেলোয়াড়েরা এতে যোগ দেন। কল্যাণী স্টেডিয়াম ছাড়া শহরের দু’টি মাঠে খেলা হয়। বুধবার খেলার উদ্বোধন করেন রাজ্য খাদ্য ও প্রক্রিয়াকরন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস। উপস্থিত ছিলেন ক্রীড়া মন্ত্রী মদন মিত্র, বনগাঁর সাংসদ গোবিন্দ নস্কর, কল্যাণীর পুরপ্রধান প্রদীপকুমার শূর ও এএফআই এর প্রতিনিধিরা।

আলোচনা চক্র
রক্তের প্রয়োজনীয়তা নিয়ে রবিবার একটি আলোচনা সভার আয়োজন করে রানাঘাট পুরসভা। রানাঘাটের মহাপ্রভুপাড়ায় শ্যামলি ক্লাবের উদ্যোগে ওই অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন কুপার্স নোটিফায়েডের চেয়্যারম্যান নৃপেন্দ্রনাথ হাওলাদার, রানাঘাট পুরসভার কাউন্সিলার কজ্জ্বোল চট্টোপাধ্যায়, নির্মল দাস, প্রদেশ কংগ্রেসের সদস্য দুলাল পাত্র, গৌতম কুণ্ডু, বাচ্চু ঘোষ-সহ বিশিষ্টরা।

ফুটবল ফাইনাল
রমজান আলি ও মুজিবুর রহমান স্মৃতি নক আউট ফুটবলের ফাইনালে উত্তর ২৪ পরগনার বেলঘড়িয়া স্পোর্টিং ৩-২ গোলে হারাল উত্তর ২৪ পরগনার অশোকনগর ফুটবল কোচিং সেন্টারকে। বেলডাঙা যুবক সঙ্ঘের উদ্যোগে শুক্রবার ওই খেলা হয়। ছিলেন বিধায়ক সফিউজ্জামান, হুমায়ুন কবীর ও জেলা পরিষদের সভাধিপতি পূর্ণিমা দাস।

চাল চুরিতে ধৃত প্রধান শিক্ষক
মিড-ডে মিলের চাল চুরির অভিযোগে স্কুলের প্রধান শিক্ষক-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার ঘটনাটি ঘটেছে ধুবুলিয়ার গাবরকুলি মাধ্যমিক শিক্ষাকেন্দ্রে। পুলিশ জানিয়েছে, ধৃতেরা হল স্কুলের প্রধান শিক্ষক শিবশঙ্কর দাস, স্থানীয় কংগ্রেস নেতা তুষারকান্তি বিশ্বাস ও মধু ঘোষ। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রধান শিক্ষক ও তুষারকান্তিবাবু স্কুলের মিড-ডে মিলের চাল চুরি করে বাইরে বিক্রি করতেন। ওই দিন দুপুরে স্কুল থেকে চাল বের করে নিয়ে যাওয়ার সময়ে স্থানীয়রা তাঁদের হাতে নাতে ধরে ফেলেন। তিন জনকেই স্কুলের ভিতরে আটকে রেখে শুরু হয় বিক্ষোভ। পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। পরে তাদের গ্রেফতার করা হয়। কংগ্রেসের কৃষ্ণনগর-২ ব্লক সভাপতি রঞ্জিত গুহ বলেন, “তুষারকান্তি বিশ্বাস আমাদের দলের কর্মী। কিন্তু আইন তার নিজের পথেই চলুক।”

বোমায় জখম
বোমা ফেটে জখম হয়েছে এক বালক। শনিবার বেলডাঙার সরুলিয়া অঞ্চলে একটি সকেট বোমা ফেটে দুর্ঘটনাটি ঘটে। জখম বালকের নাম আলমগির শেখ (৬)। বাড়ি সরুলিয়ার খাঁ পাড়ায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আলমগির ওই বোমাটিকে খেলনা ভেবে খেলতে গেলে আচমকা তা ফেটে যায়। তাকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভস্মীভূত বাড়ি
রান্নার গ্যাসের সিলিন্ডার ফেটে রবিবার দুপুরে ভগবানগোলার দু’টি বাড়ি ভস্মীভূত হয়ে যায়। যদিও ওই ঘটনায় কেউ হতাহত হয়নি। পুলিশ জানায়, তাহাজুল হকের বাড়ির গ্যাস সিলিন্ডার থেকে ওই আগুন লাগে। প্রতিবেশী আবদুল বারি’র বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা স্যালো মেশিনের সাহায্যে জল ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু তার আগেই ঘরের জিনিষপত্র পুড়ে যায়। সেই সময়ে ওই দুটি বাড়িতে কেউই ছিলেন না।

দুর্ঘটনায় মৃত্যু
লরির ধাক্কায় মৃত্যু হল রেশমা খাতুন (৫) নামে এক বালিকার। রবিবার নওদার পাটিকাবাড়িতে রাধানগরঘাট-আমতলা রাজ্য সড়কে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, লরিটি পাটিকাবাড়ি থেকে আমতলার দিকে যাওয়ার সময় ধাক্কা মারে রেশমাকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এর পর বিক্ষুব্ধ জনতা লরি ও ড্রাইভারকে ঘিরে বিক্ষোভ দেখায়। পুলিশ লরিচালককে গ্রেফতার করেছে। লরিটিও আটক করা হয়েছে।

আলোচনা চক্র
রক্তের প্রয়োজনীয়তা নিয়ে রবিবার একটি আলোচনা সভার আয়োজন করে রানাঘাট পুরসভা। রানাঘাটের মহাপ্রভুপাড়ায় শ্যামলি ক্লাবের উদ্যোগে ওই অনুষ্ঠান হয়। উপস্থিত ছিলেন কুপার্স নোটিফায়েডের চেয়্যারম্যান নৃপেন্দ্রনাথ হাওলাদার, পুরসভার কাউন্সিলার কজ্জ্বোল চট্টোপাধ্যায়, নির্মল দাস, প্রদেশ কংগ্রেস সদস্য দুলাল পাত্র, গৌতম কুণ্ডু, বাচ্চু ঘোষ প্রমুখ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.