আবালবৃদ্ধ বনিতার ভিড় উপচে পড়ছে কাঁথির ঐতিহ্যমণ্ডিত গাঁধী স্মৃতি প্রদর্শনী এবং মেলায়। দুপুর গড়াতে না গড়াতেই কাঁথি শহরের সমস্ত রাস্তারই অভিমুখ দারুয়া ময়দানের দিকে। দারুয়া জনকল্যাণ সঙ্ঘের পরিচালনায় ৮৫তম গাঁধী স্মৃতি প্রদর্শনী হচ্ছে এখানেই। গত ৩ ফেব্রুয়ারি প্রদীপ জ্বালিয়ে প্রদর্শনীর উদ্বোধন করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারী। তিনি বলেন, “মহাত্মা গাঁধীর পদরেণু রঞ্জিত সর্বধর্মের পীঠস্থান ঐতিহাসিক দারুয়া ময়দানে ধারাবাহিক ভাবে এ ধরনের প্রদর্শনীর আয়োজন করে উদ্যোক্তারা জনমানসে সুষ্ঠু সাংস্কৃতিক মানসিকতার বিকাশ ঘটানোর পাশাপাশি দেশের ঐতিহ্যকে যে ভাবে তুলে ধরার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তা প্রশংসার দাবি রাখে।” অনুষ্ঠানে উপস্থিত তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী শতাব্দী রায় মেলার বিশাল আয়তন দেখে বলেন, “গাঁধীর স্মৃতির উদ্দেশ্যে আদর্শ ও জীবনবোধকে তুলে ধরতে যে এত বড় মেলা হতে পারে, তা এখানে না এলে বিশ্বাসই করতে পারতাম না।” |
দারুয়া জনকল্যাণ সঙ্ঘ ও প্রদর্শনী কমিটির সম্পাদক হেরম্ব কুমার দাস জানান, ১৯২৫-এর ৫ জুলাই মহাত্মা গাঁধী দারুয়া ময়দানে এসে জনসমাবেশে বক্তব্য রেখেছিলেন। তা স্মরণ করতে এবং দেশের মানুষকে গাঁধীর আদর্শ ও কর্মধারায় উদ্বুদ্ধ করতে প্রয়াত স্বাধীনতা সংগ্রামী ও জননেতা সুধীরচন্দ্র দাস ১৯২৬ সালে গাঁধী স্মৃতি প্রদর্শনীর আয়োজন করেছিলেন। সেই থেকেই এই প্রদর্শনী হচ্ছে। ১২ দিন ধরে চলবে প্রদশর্নী। ভারতীয় রেল, কোল ইন্ডিয়া, পোর্ট ট্রাস্ট, তথ্য ও সংস্কৃতি দফতর, জেলা পরিষদ, ডিআরডিসি-সহ বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থা স্টল দিয়েছে। নানা প্রদর্শনীর পাশাপাশি হরেক জিনিসের পসরা নিয়ে বসেছে দোকান। |