টুকরো খবর |
একশো দিনের কাজের প্রকল্পে মৎস্য দফতরও |
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
উন্নয়নে গতি আনতে একশো দিনের কাজের প্রকল্পের টাকায় এ বার পুকুর সংস্কার করবে মৎস্য দফতরও। এত দিন ত্রিস্তর পঞ্চায়েতের মাধ্যমেই একশো দিনের প্রকল্পের কাজ হত। কিন্তু রাজ্যের অধিকাংশ জেলাতেই এই প্রকল্পে বরাদ্দ কোটি-কোটি টাকা এসে পড়ে রয়েছে। টাকা খরচ করতে না পারায় কেন্দ্রের কাছে বার বার সমালোচিত হয়েছে রাজ্য। তবু গতি ফেরেনি। এই পরিস্থিতিতে সরকারের বিভিন্ন দফতর এই প্রকল্পের দায়িত্ব নিলে কাজের দিনের সংখ্যা আরও বাড়ার সম্ভবনা রয়েছে বলে মনে করছে প্রশাসন। উপ-মৎস্য অধিকর্তা (পশ্চিমাঞ্চল) উৎপল সর বলেন, “আমরা প্রাথমিক ভাবে দুই মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়াএই চার জেলায় একশো দিনের কাজের প্রকল্পে প্রায় ৬ কোটি টাকার কাজ করার পরিকল্পনা নিয়েছি। ইতিমধ্যেই সংশ্লিষ্ট জেলাশাসকদের সঙ্গে এ নিয়ে বৈঠক হয়েছে। চলতি মাসেই আমরা স্থানীয় পঞ্চায়েত সমিতির সহায়তায় কাজ শুরু করব।” এই জেলাগুলিতে একাধিক সরকারি জলাশয় ও দিঘি রয়েছে, যেগুলি অধিকাংশই সংস্কারের অভাবে মজে গিয়েছে। সরকারি উদ্যোগে এই সব জলাশয়ের সংস্কার হলে এক দিকে যেমন স্থানীয় শ্রমিকেরা কাজ পাবেন, তেমনই জলাশয়গুলিতে বাণিজ্যিক ভাবে মাছ চাষও করা যাবে। জলাশয়গুলির সংস্কার-কাজ শেষ হলে এই সব জেলার যৌথ মালিকানাধীন পুকুরগুলিও সংস্কার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। উৎপলবাবু বলেন, “আমরা এর আগে জঙ্গলমহলে মাছচাষের কাজ শুরু করেছি। কাজ শুরুর আগে পুকুরগুলি চিহ্নিত করতে গিয়ে দেখেছি, বহু পুকুর সংস্কারের অভাবে মজে গিয়েছে। তাই একশো দিনের প্রকল্পের মাধ্যমে পুকুর সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে। ঠিক হয়েছে জলাশয় এবং দিঘিগুলি সংস্কারের পর স্থানীয় বেকারদের অথবা কোনও সংস্থাকে লিজের মাধ্যমে মাছ চাষের দায়িত্ব দেওয়া হবে।” দফতর সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ভাবে পশ্চিম মেদিনীপুর জেলায় ২ কোটি, পূর্ব মেদিনীপুর জেলায় ১ কোটি, বাঁকুড়ায় ২ কোটি এবং পুরুলিয়া জেলায় ৩৪ লক্ষ টাকার কাজ করা হবে।
|
স্কুলপ্রধানের পৃথক ঘরের জন্য বরাদ্দ |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
প্রতিটি মাধ্যমিক ও প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক-শিক্ষিকাদের জন্য আলাদা অফিসঘর তৈরির পরিকল্পনা নিয়েছে জাতীয় সর্বশিক্ষা মিশন। চলতি আর্থিক বছরে এই খাতে পূর্ব মেদিনীপুর জেলার ২১০টি হাইস্কুল ও ১১০টি প্রাথমিক বিদ্যালয়ের জন্য অর্থ বরাদ্দ করা হবে। প্রধান শিক্ষকদের অফিসঘর তৈরির জন্য এই স্কুলগুলিকে প্রায় ৩ লক্ষ ৬৪ হাজার টাকা করে দেওয়া হবে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ দেবব্রত মণ্ডল বলেন, “জেলার বেশ কিছু মাধ্যমিক স্কুলে প্রধান শিক্ষক-শিক্ষিকার অফিসঘর নেই। অধিকাংশ প্রাথমিক বিদ্যালয়েও আলাদা ভাবে প্রধান শিক্ষকের অফিস নেই। এই সব মাধ্যমিক ও প্রাথমিক স্কুলগুলিকে চিহ্নিত করে প্রথম পর্যায়ে জেলার ৩২০টি বিদ্যালয়কে চলতি আর্থিক বছরেই প্রধান শিক্ষকের অফিস তৈরির জন্য অর্থ দেওয়া হবে।” জেলার স্কুলগুলিতে শৌচাগার তৈরির জন্যও অর্থ বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে সর্বশিক্ষা মিশন। এ জন্য চলতি আর্থিক বছরে জেলার ২৮৭টি উচ্চমাধ্যমিক (ছাত্রছাত্রী) ও ১০১টি মাধ্যমিক (ছাত্রছাত্রী) বিদ্যালয়ের প্রতিটিকে ৬০ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া শৌচাগার তৈরির জন্য ‘আপার প্রাইমারি’ ও মাধ্যমিক (ছাত্র) মিলিয়ে ১০৬টি স্কুলের প্রতিটিকে ৫৩ হাজার টাকা করে দেওয়া হবে।
|
বিশ্বব্যাঙ্কের টাকায় সেচের উন্নয়ন |
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
বিশ্বব্যাঙ্কের আর্থিক সহায়তায় সেচ ব্যবস্থার উন্নয়নে উদ্যোগী হল রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন জেলা মিলিয়ে ৪ হাজার ৬৬০টি সেচ প্রকল্প রূপায়ণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এর মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় ২২২টি প্রকল্প রূপায়িত হবে। জেলা উন্নয়ন ও পরিকল্পনা আধিকারিক প্রণব ঘোষ বলেন, “দ্রুত প্রকল্প রূপায়ণের জন্য পদক্ষেপ করা হচ্ছে।” রাজ্যের বিভিন্ন জেলাতেই এখনও সেচের উপযুক্ত পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হয়নি। ফলে বর্ষার মরসুম ছাড়া অন্য সময়ে চাষের জন্য সমস্যায় পড়তে হয় কৃষকদের। যদিও একশো দিনের কাজের প্রকল্পে কিছু বাঁধ তৈরি করা হয়েছে। তবুও পশ্চিম মেদিনীপুর জেলার বহু এলাকা এখনও সেচসেবিত নয়। সেই সব এলাকায় সেচের পরিকাঠামো গড়তে বিশ্বব্যাঙ্কের টাকায় এ বার রিভার লিফট ইরিগেশন, খাল খনন, নলকূপ তৈরি, কুঁয়ো খনন করে যন্ত্রের মাধ্যমে জল তোলা-সহ বিভিন্ন ধরনের প্রকল্প রূপায়ণে উদ্যোগী হচ্ছে প্রশাসন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এই টাকায় পশ্চিম মেদিনীপুর জেলায় বিদ্যুৎ চালিত ১০১টি ও ডিজেল চালিত ১৫টি রিভার লিফট ইরিগেশন প্রকল্প তৈরি করা হবে। নলকূপ, সেচ খালও তৈরি করা হবে। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এক-একটি প্রকল্পে কোথাও ৩০ হেক্টর, কোথাও ২০ হেক্টর আবার কোথাও বা ১০০ হেক্টর জমিতে সেচের সুবিধা করে দেওয়া যাবে। ইতিমধ্যেই প্রকল্প তৈরি করে রিপোর্ট পাঠানোর জন্য সংশ্লিষ্ট ব্লকগুলিকে নির্দেশ পাঠিয়েছে জেলা প্রশাসন।
|
ধর্ষণের দায়ে ১০ বছর জেল |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
কিশোরীকে ধর্ষণের দায়ে ১০ বছরের কারাদণ্ড হয়েছে এক ব্যক্তির। পূর্ব মেদিনীপুর জেলা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক শনিবার এই নির্দেশ দেন। সাজাপ্রাপ্ত অনুপ হাইত ময়না থানা এলাকার বাসিন্দা। পেশায় মাছ ব্যবসায়ী। ময়না থানা সংলগ্ন বাজারের কাছেই বাড়ি ওই কিশোরীর। তাঁর মা পরিচারিকার কাজ করেন। সরকারী আইনজীবী সুব্রত মাইতি জানান, ২০১০ সালের জুন মাসের এক দিন ওই কিশোরীকে একা পেয়ে বাড়িতে ঢুকে ধর্ষণ করে পালিয়ে যায় অনুপ। পরে ওই কিশোরীকে উদ্ধার করে ময়না ব্লক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করানো হয়। কিশোরীর অভিযোগের ভিত্তিতে ঘটনার পরদিনই অনুপকে গ্রেফতার করে তার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ। সুব্রতবাবু জানান, অনুপকে ১০ বছরের কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ২ বছর কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
|
কৃষকসভার সিদ্ধান্ত |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
নন্দীগ্রাম কাণ্ডে অভিযুক্ত অশোক গুড়িয়া এখন ‘পলাতক’ থাকায় সিপিএমের কৃষকসভার জেলা সম্পাদকের দায়িত্ব আপাতত সঁপা হল সংগঠনের জেলা সহ-সম্পাদক নিরঞ্জন সিহিকে। রবিবার দলের জেলা কার্যালয়ে কৃষকসভার জেলাকমিটির বর্ধিত সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কৃষকসভার রাজ্য সহ-সভাপতি বিনয় কোঙারও উপস্থিত ছিলেন ওই সভায়। ঠিক হয়, সরকারি সহায়ক মূল্যে ধান কেনা, একশো দিনের কাজে গতি আনা, বন্ধ হয়ে যাওয়া কৃষি পেনশন, মৎস্যজীবী পেনশন শুরু করার দাবিতে ৬-১৩ ফেব্রুয়ারি জেলার বিভিন্ন ব্লক অফিসের সামনে জমায়েত করা হবে ও ব্লক প্রশাসনকে স্মারকলিপি দেওয়া হবে।
|
পর্যটকের অপমৃত্যু |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
পুরাতন দিঘার একটি হোটেলে অস্বাভাবিক মৃত্যু হল এক পর্যটকের। মৃত যুবকের নাম শুভেন্দু পোড়ে (৩৬)। বাড়ি কলকাতার নিমতায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ৩০-৩৫ জনের দল বেড়াতে এসে পুরাতন দিঘার একটি হোটেলে ওঠে। রাতে একটি ঘরে তিন-চার জনের সঙ্গে ঘুমোতে যান শুভেন্দু। রবিবার সকালে সঙ্গীরা দেখেন বিছানায় ঠান্ডা হয়ে পড়ে রয়েছে শুভেন্দুর দেহ। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়না-তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে।
|
শিক্ষক সম্মেলন |
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
ওয়েস্ট বেঙ্গল এমএসকে অ্যান্ড এসএসকে টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রথম বর্ষের পূর্ব মেদিনীপুর জেলা সম্মেলন হল রবিবার। কাঁথির বীরেন্দ্র স্মৃতি সৌধে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী শিশির অধিকারী। স্বাগত ভাষণ রাখেন সংগঠনের জেলা সভাপতি বিকাশ কুমার বারিক। সম্পাদকীয় প্রতিবেদন পড়েন সম্পাদক অশোক দাস। বক্তব্য রাখেন বিধায়ক দিব্যেন্দু অধিকারী, অর্ধেন্দু মাইতি, বনশ্রী মাইতি, জেলার সহ-সভাধিপতি মামুদ হোসেন, আরিফ আহম্মদ খান, হাবিবুর রহমান প্রমুখ।
|
তৃণমূলের মিছিল |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
নন্দীগ্রাম ‘নিখোঁজ-কাণ্ডে’ অভিযুক্ত সিপিএমের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠ ও তাঁর স্ত্রী পুরপ্রধান তমালিকা পণ্ডা শেঠকে গ্রেফতারের দাবিতে মিছিল করল তৃণমূল। রবিবার হলদিয়ার পদ্মপুকুর থেকে গাঁধীনগরে পৌঁছয় এই মিছিল। তৃণমূল কর্মী-সমর্থকদের দাবি, শুধু নন্দীগ্রাম-খেজুরি নয় হলদিয়ারও বহু নেতা-কর্মী ২০০৭-এর ১০ নভেম্বরে হামলার ঘটনায় জড়িত। অবিলম্বে তাঁদের নামেও চার্জশিট তৈরি করতে হবে। এ দিন অন্তত ৮০০ কর্মী-সমর্থক এই মিছিলে পা মেলান।
|
সাইকেল বিলি |
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
|
হলদিয়ায় সাইকেল বিলি করছেন শুভেন্দু অধিকারী |
প্রায় একশো দুঃস্থ-মেধাবী ছাত্রছাত্রীকে সাইকেল দিল আনন্দ মেলা কমিটি। শনিবার সন্ধ্যায় চৈতন্যপুরের কালীনগরে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ‘আনন্দ মেলায়’ শনিবার সাইকেল-বিলির আয়োজন করা হয়েছিল। মেলা চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত।
|
স্কুলের শতবর্ষপূর্তি |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পাঁশকুড়া ব্রাডলিবার্ট হাইস্কুলের শতবর্ষপূর্তি উৎসব শুরু হয়েছে শনিবার। উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে ছিলেন বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতক শোভনদেব চট্টোপাধ্যায় এবং বিধায়ক দেবশ্রী রায়। এ দিন পাঁশকুড়া পুরাতন বাজারে স্কুলের শোভাযাত্রায় যোগ দেয় স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকেরা। |
|