৫ মাইল দৌড় ঘিরে মেদিনীপুর শহরের মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। রবিবার প্রায় একই সময়ে ৩টি সংস্থার উদ্যোগে ৩টি দৌড় প্রতিযোগিতার আয়োজন হয়। শহরের আবির্ভাব ক্লাব, কেল্লা স্পোর্টিং ও সিপিআইয়ের যুব সংগঠন ‘নিখিল ভারত যুব ফেডারেশন’-এর উদ্যোগে ৫ মাইল দৌড় হয়েছে। রাস্তার দু’ধারে দাঁড়িয়ে প্রতিযোগীদের উৎসাহ দেন এলাকার মানুষ।
এ নিয়ে পঞ্চম বার ৫ মাইল দৌড়ের আয়োজন করল শহরের অলিগঞ্জ এলাকার কেল্লা স্পোর্টিং। সব মিলিয়ে ১৬৫ জন প্রতিযোগী দৌড়ে যোগ দেন। দৌড়ের উদ্বোধন করেন মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বসু। উপস্থিত ছিলেন মহকুমাশাসক সুরজিৎ রায়, প্রাক্তন ফুটবলার স্বরুপ দাস, জাতীয় হকি খেলোয়াড় ইকবার সিংহ প্রমুখ। অবসরপ্রাপ্ত শিক্ষক তথা সমাজসেবী হৃষিকেশ দে ও ক্রীড়াবিদ সুভাষ সরকারকে ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। এ দিনের দৌড়ে প্রথম হয়েছেন জয়দেব দে। দ্বিতীয় ও তৃতীয় হন কালীপদ মাহাতো ও শক্তিপদ বারুই। অন্য দিকে, ক্ষুদিরামনগর আবির্ভাব ক্লাবের ৫ মাইল দৌড় প্রতিযোগিতার এ বার ছিল দ্বিতীয় বর্ষ। দৌড়ের উদ্বোধন করেন মহকুমাশাসক সুরজিৎ রায়। সব মিলিয়ে ৭০ জন প্রতিযোগী যোগ দিয়েছিলেন। প্রথম স্থান পেয়েছেন হারাধন প্রধান। দ্বিতীয় ও তৃতীয় হন যথাক্রমে সঞ্জীব রায় ও অমলেশ মাহাতো। মহিলাদের মধ্যে প্রথম হয়েছেন সঙ্ঘমিত্রা মাহাতো। পুরস্কার বিতরণ সভায় ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক কৃষ্ণদাস পাল প্রমুখ। এ দিকে, সিপিআইয়ের যুব সংগঠন ‘নিখিল ভারত যুব ফেডারেশন’-এর উদ্যোগে অনুষ্ঠিত ৫ মাইল দৌড় শুরু হয় শহরের নিমতলাচক থেকে।
|
মেদিনীপুরে ক্রিকেট টুর্নামেন্ট |
তৃতীয় বর্ষ পঙ্কজ রায় স্মৃতি ক্রিকেটে চ্যম্পিয়ন হল খড়্গপুরের ব্লুস ক্রিকেট কোচিং সেন্টার। রবিবার মেদিনীপুর শহরের অরবিন্দ স্টেডিয়ামে ফাইনাল হয়। ঝাড়গ্রাম ক্রিকেট কোচিং সেন্টারকে ৮২ রানে হারিয়ে চ্যম্পিয়ন হয় ব্লুস ক্রিকেট। প্রতিযোগিতার সেরা খেলোয়াড় হয়েছেন স্বরূপ সিংহ। পশ্চিম মেদিনীপুর স্পোটর্স লাভার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে শুক্রবার থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছিল। যোগ দিয়েছিল ৪টি দল। উদ্বোধন করেন মেদিনীপুরের (সদর) মহকুমাশাসক সুরজিৎ রায়। রবিবার ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৩০ ওভারে ১৭৭ রান করে খড়্গপুরের দলটি। জবাবে ৯৫ রানেই সব উইকেট হারায় ঝাড়গ্রাম। খেলা দেখতে স্টেডিয়ামে ভিড় করেছিলেন বহু উৎসাহী মানুষ। এ দিন পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেদিনীপুরের পুরপ্রধান প্রণব বসু, প্রাক্তন ক্রিকেটার তপনকুমার পালধি প্রমুখ।
|
স্মল সেভিংস এজেন্টস ইউনিয়নের প্রথম পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন অনুষ্ঠিত হল মেদিনীপুর শহরে। রবিবার শহরের শ্যাম সঙ্ঘে অনুষ্ঠিত এই সম্মেলনে উপস্থিত ছিলেন মেদিনীপুরের বিধায়ক মৃগেন মাইতি, বাবলু গঙ্গোপাধ্যায়, প্রকাশ ভারতী প্রমুখ। সব মিলিয়ে ৪২৫ জন এজেন্ট সম্মেলনে যোগ দেন। আলোচনা শেষে ৪১ জনের জেলা কমিটি গঠন করা হয়। সম্পাদক ও সভাপতি হন যথাক্রমে তপন দে ও কালাচাঁদ রাউৎ।
|
কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আংশিক সময়ের অধ্যাপক সমিতি ‘কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল’-এর পশ্চিম মেদিনীপুর জেলা সম্মেলন হয়েছে। শনিবার মেদিনীপুর শহরের কমার্স কলেজের রবীন্দ্র শতবার্ষিকী হলে এই সম্মেলনে জেলার ২৪টি কলেজের প্রতিনিধিরা যোগ দিয়েছিলেন। সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক গৌরাঙ্গ দেবনাথ, শ্রীদাম ঘোষ, ঈপ্সিতা মুখোপাধ্যায় প্রমুখ। আলোচনা শেষে ৩০ জনের জেলা কমিটি গঠন করা হয়। কমিটির সম্পাদক ও সভাপতি হয়েছেন শুভেন্দু জানা ও মঙ্গল নায়েক।
|
সাংস্কৃতিক সংস্থা ‘দিশা’র উদ্যোগে গড়বেতার দলদলিতে চিত্র প্রদর্শনী, ক্যুইজ-সহ নানা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। শনি ও রবিবার, দু’দিন ধরে নানা কর্মসূচি হয়। শনিবার স্বামী বিবেকানন্দের উপর এক চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। পরে ছৌ নাচ পরিবেশিত হয়। রবিবার বিতর্ক সভা, ক্যুইজ, নাটক প্রভৃতি হয়।
|
বিশ্ব নবি দিবস উপলক্ষে মেদিনীপুর শহরে এক মোটর সাইকেল র্যালির আয়োজন করা হয়েছিল। মেদিনীপুর টাউন মুসলিম কমিটির উদ্যোগে রবিবার সকালে শহরের রাস্তায় র্যালি হয়। পাশাপাশি, রক্তদান শিবিরেরও আয়োজন ছিল। |