মনু সিঙ্ঘভির বক্তব্য খারিজ রাজ্যের অর্থমন্ত্রীর |
কেন্দ্রীয় সাহায্য সংক্রান্ত বিষয়ে কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভির বক্তব্য খারিজ করল রাজ্য সরকার।
রবিবার প্রদেশ কংগ্রেসের মুখপত্রের উদ্বোধনী অনুষ্ঠানে সিঙ্ঘভি বলেছিলেন, “পরিকাঠামো ও উন্নয়ন প্রকল্পে কেন্দ্র ইতিমধ্যেই রাজ্যকে ৭,৮০০ কোটি টাকা দিয়েছে।” সোমবার মহাকরণে এক সাংবাদিক বৈঠকে সিঙ্ঘভির দেওয়া তথ্য ভুল বলে দাবি করেন রাজ্যের অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি বলেন, “রাজ্যের পিছিয়ে পড়া ১১টি জেলার উন্নয়নে আমরা কেন্দ্র থেকে ৮,১০০ কোটি টাকা পাই। কিন্তু এখনও এক পয়সাও মেলেনি। উল্টে আগের সরকারের ঋণের সুদ মেটাতে হচ্ছে।” অর্থ দফতর জানিয়েছে, আগের সরকার কেন্দ্রের কাছে ২ লক্ষ ৩ হাজার কোটি টাকা ঋণ করে গিয়েছে। তার সুদ বাবদ প্রতি বছর ১৫ হাজার ৯৩ কোটি টাকা এবং আসল বাবদ ৬ হাজার ৯০০ কোটি টাকা মেটাতে হচ্ছে। সেই টাকা কেন্দ্র সরাসরি কেটে নিচ্ছে। অমিতবাবু জানান, সেই টাকা কেটে না নেওয়া হলে ইতিমধ্যেই বেশ কয়েকটি স্কুল, হাসপাতাল তৈরি করা যেত। উন্নয়নের কাজেও গতি আনা যেত।
|
গাফিলতি চিকিত্সায়, অভিযোগ |
বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে এক বালিকার মৃত্যুকে ঘিরে ছড়াল উত্তেজনা। মৃত বালিকার নাম ঋতপ্রভা ঘোষ, বয়স ৬। গত মাসের ২৮ তারিখে শরীরে পোড়া ক্ষত নিয়ে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মারা যাওয়ার প্রায় ঘন্টা দু’য়েক পরে বাড়ির লোকজন অন্য একটি মাধ্যম থেকে খবর পেয়ে হাসাপাতালে পৌঁছায়। খবর না দেওয়ার অভিযোগ তো রয়েইছে, পাশাপাশি ডাক্তারদের মতে ‘মাল্টি অর্গান ফেলিওর’ হলেও পরিবারের কথায় চিকিত্সার গাফিলতিতেই মৃত্যু হয়েছে ঋতপ্রভার। মৃত্যুর পর হাসপাতালের পক্ষ থেকে চিকিত্সার খরচ বাবদ মোটা টাকাও দাবি করা হয়। সব মিলিয়ে হাসপাতাল চত্ত্বরে এই মুহূর্তে তুমুল উত্তেজনা।
|
সুপ্রিম কোর্ট থেকে পৌঁছাল সুশান্ত ঘোষের রায়ের প্রতিলিপি |
বেনাচাপড়া কাণ্ডে অভিযুক্ত সুশান্ত ঘোষের জামিন সংক্রান্ত সুপ্রিম কোর্টের রায়ের প্রতিলিপি পৌঁছাল মেদিনীপুর আদালতে। সুশান্তবাবুর আইনজীবীরা আদালতে বিচারকের সঙ্গে দেখা করেন। বিচাকর জামিনের বন্ড দিলেই প্রাক্তন এই মন্ত্রী তথা বর্তমান বিধায়কের মুক্তির প্রক্রিয়া শুরু হবে বলে জানা গিয়েছে।
|
মুর্শিদাবাদে শিশুকন্যাকে খুন বাবার |
দেড় মাসের কন্যা সন্তান আনোয়ারা খাতুনকে নৃশংসভাবে খুন করল বাবা। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে। শিশুটির মায়ের অভিযোগ, কন্যা সন্তান জন্মানোর পর থেকেই তার উপর অত্যাচার চালাত স্বামী মুজিবর শেখ। আরও অভিযোগ, মদ্যপ অবস্থায় এসে প্রথমে আছাড় মেরে, তার পর গলা টিপে খুন করে শিশুটিকে। ঘটনার পর থেকে পলাতক সে। মুজিবরের খোঁজ শুরু করেছে পুলিশ।
|
অনির্দিষ্টকালের বাস ধর্মঘট পুরুলিয়ায় |
আজ সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট শুরু করল পুরুলিয়ার বেসরকারি বাস মালিক সংগঠন। ফলে, জেলা জুড়ে প্রায় চারশোরও বেশি বাস রাস্তা থেকে তুলে নেওয়া হয়। তাদের অভিযোগ, জেলা প্রশাসন অতিরিক্ত কর ধার্য করছে তাদের কাছ থেকে। মোট তিন দফা দাবি নিয়ে ধর্মঘটে সামিল হয়েছেন বাস মালিকরা। রাস্তায় বাস না থাকয় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন নিত্যযাত্রী ও স্কুল-কলেজ পড়ুয়ারা।
|
হুগলির ডানলপ হিন্দি স্কুলে আজ ভোর ৫ টায় আগুন লাগে। দমকলের ঘন্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্কুলের নিরাপত্তারক্ষীর কথায়, অফিস ঘর থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। দরজা বন্ধ থাকায় ভিতরে ঢোকা যায়নি। আশপাশের বাসিন্দারা দমকলকে খবর দেয়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে পুড়ে গিয়েছে বহু গুরুত্বর্পূণ নথিপত্র। কী কারণে আগুন লেগেছে তা নিয়ে স্পষ্ট ভাবে কিছু জানা যায়নি।
|
গুগল ও ফেসবুকের বিরুদ্ধে মামলার শুনানি |
আজ ফেসবুক ও গুগলের বিরুদ্ধে মামলার শুনানি দিল্লি হাইকোর্টে। এই দুই সংস্থার ওয়েবসাইট থেকে আপত্তিকর বিষয়বস্তু সরানোর নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ যথাযথ কার্যকর হয়েছে কি না তা খতিয়ে দেখার জন্য রিপোর্ট পেশ করতে বলা হয় গুগল, ফেসবুক-সহ অন্যান্যদের। ফেসবুক, ইয়াহু ও মাইক্রোসফট জানিয়েছে, তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়ার কোনও কারণ নেই। অপর দিকে গুগলের অভিমত, তারা আপত্তিজনক অংশগুলি ইতিমধ্যেই সরিয়ে নিয়েছে। |