l
Sicily Villas Apartments
l
Freelance Jobs at
Contractedwork.com
l
reise.li
l
Consumer forum
l
storage beds
l
Registrar nombre del dominio
l
Registro de Domínios
l
Russian101domain
l
Domain Registration
পয়লা বৈশাখে বাঙালির পাতে কী কী পড়বে তা নিয়ে প্রচুর রেসিপি পৌঁছেছিল।
বড় দীর্ঘ সে লিস্টি থেকে উপকরণ ও প্রণালীর মাপকাঠিতে প্রকাশ করা হয়েছিল
কিছু সেরা রেসিপি। স্বাদের বিচারে সেরার সেরা কোনটি? তা ঠিক করেছেন
আপনারা। মাঝ-মাসে ‘হট শেফ’ প্রতিযোগিতার ফলাফল-সহ রয়েছে
আপনার রান্নাঘরে আরও রেসিপির সন্ধান। সঙ্গে সংবাদের হাওয়াবদল।
পুলিশের নাছোড় প্রেম, গুলিতে ঝাঁঝরা বধূ
নিজস্ব সংবাদদাতা • কলকাতা
সকালবেলায় ব্যারাকপুরে বায়ুসেনা ছাউনির ফটকের পাশের মাঠ থেকে এলোপাথাড়ি গুলির শব্দ। ছুটে গেলেন এলাকার বাসিন্দারা। মাঠের পাশে পৌঁছে আতঙ্কে চোখ বুজে ফেললেন অনেকে। মাঠের এক ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন দুই মহিলা-সহ মোট তিন জন। স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে তাঁদের ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। আর কাঁধে রাইফেল ঝুলিয়ে গটগটিয়ে আর্দালিবাজারের দিকে চলে যাচ্ছেন উর্দি পরা এক কনস্টেবল। সকাল সাড়ে ৮টার ঘটনা। পুলিশ জানায়, ওই কনস্টেবলের নাম পীযূষকান্তি ঘোষ। নিহতেরা হলেন সর্বাণী পাল (৩০) ও মানবেন্দ্র পাল (৪০) নামে এক দম্পতি এবং মানবেন্দ্রবাবুর দিদি রোহিণী রায় (৪৫)। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, প্রণয়ঘটিত কারণেই এই খুন। নিহতদের পরিবার এবং এলাকার বাসিন্দারা তদন্তকারীদের জানান, সর্বাণীদেবীর সঙ্গে ওই কনস্টেবলের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল।
বিস্তারিত...
বাঁধে বাঁধে ফাটল, বন্যার মুখে
জল না-ছাড়তে আর্জি মমতার
নিজস্ব প্রতিবেদন
একে তিন দিনের প্রবল বর্ষণ। তার উপরে উপচে পড়া বিভিন্ন জলাধার থেকে মাঝেমধ্যেই জল ছাড়তে হচ্ছে। তারও উপরে চাপ বাড়তে থাকায় পাঞ্চেত ও মাইথন জলাধার থেকেও জল ছাড়তে চাইছে ডিভিসি। তিনে মিলিয়ে বন্যা পরিস্থিতির মুখোমুখি পশ্চিমবঙ্গ। দক্ষিণবঙ্গে বিভিন্ন নদীর বাঁধে ফাটল ধরেছে। জলাধারগুলি উপচে পড়ছে। রবিবার সন্ধ্যায় ডিভিসি এ রাজ্যের সেচসচিবকে জানিয়ে দিয়েছে, পাঞ্চেত ও মাইথন জলাধারে জলের চাপ বেড়ে গিয়েছে। তাই তাদের ১০ থেকে ১২ হাজার কিউসেক জল ছাড়তেই হবে। এই অবস্থায় হাওড়া, হুগলি ও বর্ধমান জেলাকে সতর্ক করে দিয়েছে মহাকরণ। ডিভিসি জল ছাড়লে বিশেষ করে ওই তিন জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে সেচ দফতর। পরিস্থিতির মোকাবিলায় কী ব্যবস্থা নেওয়া যেতে পারে, তা ঠিক করতে সেচমন্ত্রী মানস ভুঁইয়া এ দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে গিয়ে তাঁর সঙ্গে বৈঠকে বসেন। সেখানে ঠিক হয়েছে, রাজ্যের উদ্বেগজনক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ডিভিসিকে জল না-ছাড়তে অনুরোধ করবে পশ্চিমবঙ্গ।
বিস্তারিত...
পাহাড়-জঙ্গলমহলের সাহায্য দেবে কেন্দ্র
জয়ন্ত ঘোষাল • নয়াদিল্লি
এক দিকে জঙ্গলমহল, অন্য দিকে দার্জিলিং। এই দুই এলাকার অনুন্নয়ন দূর করতে এ বার পশ্চিমবঙ্গকে বড় অঙ্কের অর্থসাহায্য দিতে চলেছে কেন্দ্র। আগামিকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নয়াদিল্লি আসার কথা। তিনি এলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠকে এই নিয়ে সিদ্ধান্ত হবে। মাওবাদী এলাকার উন্নয়নে কেন্দ্রের কাছে পাঁচশো কোটি টাকার একটি বিশেষ যোজনা দাবি করছে রাজ্য। এই টাকা বাঁকুড়া, পুরুলিয়া ও পশ্চিম মেদিনীপুরের মতো মাওবাদী অধ্যুষিত জেলার উন্নয়নে কাজে লাগানো হবে। গত বছর বিহারকে ‘অনগ্রসর এলাকা অনুদান তহবিল’ থেকে একটি বিশেষ প্যাকেজ দেওয়া হয়েছিল। এ বার সেই তহবিল থেকেই মাওবাদী এলাকা উন্নয়নে অর্থ চাইছে পশ্চিমবঙ্গ।
বিস্তারিত...
অনুপ্রেরণা সিঙ্গুর, জমি
ফেরানোর দাবি বর্ধমান, শিলিগুড়িতে
নিজস্ব প্রতিবেদন
সিঙ্গুরে জমি ফেরতের সিদ্ধান্ত ‘একেবারে আলাদা’। রাজ্য সরকার অন্য জমির ক্ষেত্রে এ ধরনের মনোভাব নিচ্ছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারেবারে এ কথা বলছেন। কিন্তু সর্বত্র সে ‘বার্তা’ যে পৌঁছচ্ছে না, রবিবার তার দৃষ্টান্ত মিলল রাজ্যের উত্তর এবং দক্ষিণে। শিলিগুড়ির উপকন্ঠে প্রস্তাবিত কাওয়াখালি উপনগরী এলাকায় এ দিন একটি বেসরকারি হাসপাতালের কাজ বন্ধ করে দেন জমিহারাদের একাংশ। তাঁদের অভিযোগ, তাঁদের ইচ্ছার বিরুদ্ধে প্রস্তাবিত উপনগরীর জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। তাঁরা চান, ‘সিঙ্গুর-মডেলে’ অনিচ্ছুক ব্যক্তিদের জমি ফেরত দেওয়া হোক। আর এ দিনই বর্ধমানের গোদা মৌজায় প্রস্তাবিত স্বাস্থ্য-উপনগরীর জন্য জমিহারা ৮৪ জন কৃষক বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়ের কাছে নিজেদের জমি ফিরিয়ে দেওয়ার দাবি জানান। রাজ্য সরকার অবশ্য কোনও ভাবেই সিঙ্গুরের সঙ্গে রাজ্যের অন্য কোনও জায়গাকে এক করে দেখার পক্ষপাতী নয়। শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কথায়, “সিঙ্গুরের কৃষকদের আন্দোলনের সঙ্গে অন্য কোনও জায়গার দাবির তুলনা চলতে পারে না। বিধানসভায় বিলও পাশ হয়েছে সিঙ্গুরের জন্য নির্দিষ্ট ভাবে।
বিস্তারিত...
লোকপালে নয় প্রধানমন্ত্রী,
আজ জানাবে কংগ্রেস
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি
লোকপাল বিলের আওতায় প্রধানমন্ত্রীকে রাখা নিয়ে আন্না হাজারেদের দাবি কোনও ভাবেই মানবে না কংগ্রেস। শনিবার দলের কোর গ্রুপের বৈঠকের পরে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে, কোনও অবস্থাতেই প্রধানমন্ত্রীকে লোকপালের আওতায় আনা হবে না। এ ব্যাপারে নাগরিক সমাজের কোনও চাপের কাছেই মাথা নোয়াবে না দল। লোকপাল নিয়ে বিতর্ক মেটাতে নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে গঠিত কমিটির সঙ্গে আগামিকালের মহা-গুরুত্বপূর্ণ বৈঠকে নিজেদের এই মনোভাব স্পষ্ট করে দেবে সরকার। লোকপালে প্রধানমন্ত্রীকে না রাখার কড়া সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি সামগ্রিক ভাবেই আন্নাদের সম্পর্কে অবস্থান কঠোর করার ইঙ্গিত দিয়েছে কংগ্রেস। আজ আন্না হাজারেকে লেখা কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর চিঠিতেও তা স্পষ্ট হয়েছে।
বিস্তারিত...
রাহুলের জন্মদিনে বিতর্ক উস্কে দিলেন দিগ্বিজয়
প্রেমাংশু চৌধুরী • নয়াদিল্লি
রাহুল গাঁধীকে প্রধানমন্ত্রীর আসনে বসানোর জন্য তাঁর জন্মদিনেই আবার সরব হলেন দিগ্বিজয় সিংহ। রাহুলের একচল্লিশে পা দেওয়ার দিনে দিগ্বিজয়ের স্পষ্ট কথা, রাহুলের এ বার প্রধানমন্ত্রী হওয়ার সময় হয়ে গিয়েছে। কংগ্রেসের নবীন নেতার প্রবীণ অনুগামীরা যা-ই বলুন না কেন, রাহুল নিজে কিন্তু মনমোহন সিংহকে সরিয়ে প্রধানমন্ত্রীর পদে বসতে চান না। কংগ্রেস সূত্রে জানা যাচ্ছে, রাহুল এ বিষয়ে তাঁর মতামত দলের নবীন-প্রবীণ নেতাদের স্পষ্ট ভাষায় জানিয়েও দিয়েছেন। তিনি বলেছেন, চলতি বছরের শেষে বা আগামী লোকসভা নির্বাচনের আগে মনমোহনকে সরিয়ে প্রধানমন্ত্রীর পদে বসার কোনও ইচ্ছাই তাঁর নেই। সেটা তাঁর পক্ষে যথেষ্ট অসম্মানজনক বলেই মনে করছেন রাহুল। দিগ্বিজয়ও অবশ্য মনমোহনকে সরিয়ে রাহুলের প্রধানমন্ত্রী হওয়ার কথা বলছেন না। তাঁর বক্তব্য, এ বিষয়ে রাহুল নিজেই সিদ্ধান্ত নেবেন।
বিস্তারিত...
দ্বিতীয় সংস্করণ
কলকাতা
প্লাস্টিক ও মেডিক্যাল বর্জ্যে
রুদ্ধ চৌবাগা পাম্পিং
ফের ভারী বর্ষণের বার্তা
পেয়েই জল-যুদ্ধের প্রস্তুতি
রাজ্য
নিম্নচাপ গেল ঝাড়খণ্ডে,
তবু বৃষ্টির আশঙ্কা আজও
ফ ব-য় দায়িত্ব হস্তান্তর
করতে চলেছেন অশোক
দেশ
আস্থাবর্ধক পদক্ষেপেই
জোর দেবেন নিরুপমা
সত্য সাই ট্রাস্টের
গাড়িতে সন্ধান
মিলল ৩৫ লক্ষ টাকার
বিদেশ
‘মোস্ট ওয়ান্টেড’
ভারতীয় চিকিৎসক,
খুঁজছে এফবিআই
ব্যবসা
বর্ষার দিকেই
তাকিয়ে বাজার
খেলা
ফিডেলের হুঙ্কার, বিজয়ের
চোটে ওপেনারহীন ভারত
সুব্রতর স্বপ্ন, ফুটবলের
সংসারপুর হচ্ছে সোদপুর
স্বাস্থ্য
পরিষেবা উন্নতিতে নানা
দাওয়াই স্বাস্থ্য অধিকর্তার
শ্লীলতাহানিতে
অভিযুক্ত কর্মী
জীবজগত্
লাগামহীন দূষণ,
দুঃসহ স্মৃতিও তাড়া
করে বেড়ায় শিলিগুড়িকে
সম্পাদকীয়
কঠোরতাই কাম্য
আষাঢ়ের দ্বিতীয় দিবসে
কলকাতা
৩১.৬/২৬.৮
আজকের দিনে
•
১৯৬৭:
মার্কিন অভিনেত্রী
নিকোল কিডম্যানের জন্ম।
•
১৯৭৮:
ইংল্যান্ড ফুটবলার
ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
শ্রেণিবদ্ধ
আজকের জন্য
পাক্ষিক
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.