|
|
|
|
উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
পুলিশের নাছোড় প্রেম, গুলিতে ঝাঁঝরা বধূ |
|
নিজস্ব সংবাদদাতা,কলকাতা: সকালবেলায় ব্যারাকপুরে বায়ুসেনা ছাউনির ফটকের পাশের মাঠ থেকে এলোপাথাড়ি গুলির শব্দ। ছুটে গেলেন এলাকার বাসিন্দারা। মাঠের পাশে পৌঁছে আতঙ্কে চোখ বুজে ফেললেন অনেকে। মাঠের এক ধারে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন দুই মহিলা-সহ মোট তিন জন। স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে তাঁদের ঝাঁঝরা করে দেওয়া হয়েছে। আর কাঁধে রাইফেল ঝুলিয়ে গটগটিয়ে আর্দালিবাজারের দিকে চলে যাচ্ছেন উর্দি পরা এক কনস্টেবল। |
|
নিজস্ব সংবাদদাতা, ক্যানিং: এক গৃহবধূকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল কয়েকজন গ্রামবাসীর বিরুদ্ধে। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনরা বসিরহাট মহকুমার বাদুড়িয়ার শায়েস্তানগর গ্রামে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ওই মহিলার নাম রোশেনারা বিবি (২৭)। এই ঘটনার পর মৃত রোশেনারার স্বামীর্ আহমেদ দফাদার, মিজানুর দফাদার, আমিরুল দফাদার, রাকেশ দফাদার, আলেয়া বিবি, লুৎফরউন্নেশা, দারাজুল দফাদার এবং সাহিদা বিবি নামে এক মহিলার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। |
গৃহবধূকে পিটিয়ে
মারার অভিযোগ |
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
পলকা বাঁধ রাতের ঘুম কেড়েছে বহু মানুষের
পীযূষ নন্দী আরামবাগ: বর্ষার শুরুতেই ত্রাহি ত্রাহি রব আরামবাগ মহকুমায়। দ্বারকেশ্বর নদীতে সবে মাত্র
২৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে কংসাবতী ব্যারাজ থেকে। কিন্তু তাতেই বাঁধ ভাঙার উপক্রম প্রায়
১৪টি জায়গায়। এই বাঁধটি দেখভালের দায়িত্ব সেচ দফতরের। আরামবাগ ব্লকের মোবারকপুর, রায়পুর,
সালেপুর, মানিকপাট, বসন্তবাটি, ভাবাপুর, শেখপুর, রাংতাখালি, বেড়াবেড়ে এবং ডহরকুণ্ডু গ্রাম ছুঁয়ে
এই নদীটি খানাকুলের পশ্চিমের গ্রামগুলির পাশ দিয়ে রূপনারায়ণে মিশেছে। আরামবাগ ব্লকের
নদী-সংলগ্ন গ্রামগুলির বাঁধের পলকা অংশ থেকে যে সব জায়গায় জল
চোঁয়াচ্ছে, সেখানে সেচ দফতর বালির বস্তা ফেলছে। |
|
শান্তি-শৃঙ্খলা ফেরাতে এ বার সর্বদল বৈঠক আরামবাগে |
|
টুকরো খবর |
|
|
|
চিত্র সংবাদ |
|
|
|
|
|
|
|