এক ব্যবসায়ীর বাড়িতে চড়াও হয়ে গয়না এবং টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে শনিবার রাতে হুগলির বলাগড়ের লোকেশপুর। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, ওই রাতে ৮-১০ জন দুষ্কৃতী লোকেশপুরের বাসিন্দা গদাধর নায়েকের নাম ধরে ডাকে। বাড়ির লোক দরজা খুলতেই লাঠিসোটা নিয়ে ভিতরে ঢুকে পড়ে। গদাধরবাবু পুলিশকে জানিয়েছেন, দুষ্কৃতীরা আলমারির চাবি চাইলে ভয়ে তাঁরা দিয়ে দেন। এর পরে আলমারি খুলে কয়েক ভরি সোনা এবং কয়েক হাজার টাকা নিয়ে তারা চম্পট দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবার রাত পর্যন্ত ওই ঘটনায় জড়িত কেউ গ্রেফতার হয়নি। অন্য দিকে, ওই রাতে আরামবাগের বিক্রমপুরে বিশালাক্ষী মন্দিরের বাসনপত্র এবং বিগ্রহের সোনার গয়না চুরি হয়। স্থানীয় লোকজন মন্দিরের তালা ভাঙা এবং আলমারি বাইরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। |
সম্প্রতি হাওড়া জেলার উলুবেড়িয়ার জগদীশপুরের শতমুখীতে প্রথম বছরের রক্ষাকালী পুজো হয়ে গেল। পুজোকে ঘিরে এলাকার বাসিন্দাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। পুজো উপলক্ষে বিশেষ ভোগের আয়োজন করা হয়। |
বিদ্যুতের দাবিতে উলুবেড়িয়ার কাশ্যপপুর গ্রামের কাছে রবিবার সন্ধ্যায় মুম্বই রোড অবরোধ করেন বাসিন্দারা। ঘণ্টাখানেক পরে পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কাশ্যপপুর এবং মাধবপুর এই দু’টি গ্রামে গত চার দিন ধরে বিদ্যুৎ নেই। ফলে গ্রামবাসীরা জল, আলো কিছুই পাচ্ছেন না। অবিলম্বে বিদ্যুতের দাবিতে এই দু’টি গ্রামের বাসিন্দারা সন্ধ্যা ৬টা নাগাদ মুম্বই রোড অবরোধ করেন। রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার সঙ্গে কথা বলা হবে এই মর্মে পুলিশ প্রতিশ্রুতি দেওয়ার পরে সন্ধ্যা ৭টা নাগাদ অবরোধ উঠে যায়। |
ডানকুনির মেথডিস্ট স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান হল গত শনিবার। অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার প্রদান করেন বিদ্যালয়ের অধ্যক্ষ নোটন ইমানুয়েল এবং মিশেল ইমানুয়েল। |
চুঁচুড়া থানার সাব-ইন্সপেক্টর পার্থসারথি মজুমদারের বিরুদ্ধে সম্মানহানি ও তাঁকে মারধরের লিখিত অভিযোগ দায়ের করলেন হুগলি-চুঁচুড়া পুরসভার ভাইস চেয়ারম্যান তৃণমূলের অমিত রায়। গত ১৪ মে সন্ধ্যায় ওই থানায় বচসায় জড়িয়ে পড়ে অমিতবাবু পার্থসারথিবাবুর চোখে ঘুষি মারেন বলে অভিযোগ। চিকিৎসার কারণে পার্থসারথিবাবু ছুটিতে আছেন। ঘটনার পরেই চুঁচুড়া থানায় অমিতবাবুর বিরুদ্ধে তিনি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অবশ্য উপ-পুরপ্রধানের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। গত শনিবার ডাকযোগে থানায় ওই অভিযোগ পাঠান অমিতবাবু। |