সংস্কৃতি যেখানে যেমন


সব পেয়েছির আসরের বাৎসরিক অনুষ্ঠান মাহেশে
মাহেশে ‘নবারুণ সব পেয়েছির আসর’-এর ৪৯ তম বাৎসরিক অনুষ্ঠান গত ১১ এবং ১২ জুন অনুষ্ঠিত হয়ে গেল। আসর এবং মাহেশ দেবদূত সঙ্ঘ প্রাঙ্গণে ওই অনুষ্ঠান হয়। সংগঠকেরা জানান, ১১ তারিখ সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। শোভাযাত্রা বেরোয়। সন্ধ্যায় ব্যায়াম, ব্রতচারী, ড্রিল, নাচ-সহ বিভিন্ন প্রদর্শনীতে যোগ দেয় আসরের শিক্ষার্থীরা। অভিনীত হয় নাটক ‘পেটে ও পিঠে’। পরের দিন সকালে অঙ্কন প্রতিযোগিতা নাচ, গান পরিবেশিত হয়। মঞ্চস্থ হয় নাটক ‘বিবেকানন্দ’। এ ছাড়াও পরিবেশিত হয় নাটক ‘গরুর গাড়িতে ভূত’। নাটকে অভিনয় করে আসরের শিক্ষার্থীরা।

পরিবেশ দিবস পালন করল আইএমএ এবং এনএসএস
সম্প্রতি ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের (আইএমএ) শ্রীরামপুর শাখার ভবনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়। ওই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উদ্যোক্তা আইএমএ-র শ্রীরামপুর শাখা এবং শ্রীরামপুর কলেজের এনএসএস বিভাগ। অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রীরামপুর কলেজের উপাধ্যক্ষ অমলকুমার দত্ত। চিকিৎসক সংগঠনটির সম্পাদক প্রদীপ দাস বলেন, “অরণ্যকে নির্বিচারে ধ্বংস নয়, গাছ লাগানোর মাধ্যমে অরণ্যের অধিকার ফিরিয়ে দেওয়া আশু প্রয়োজন। সেই সঙ্গে প্রকৃতি-বান্ধব পরিবেশ তৈরি করতে হবে যাতে প্রকৃতি ও পরিবেশের মধ্যে ভারসাম্য বজায় থাকে।” এনএসএসের সদস্যদের নিয়ে বৃক্ষরোপন অনুষ্ঠান হয়। আলোচনাসভায় আলোচ্য বিষয় ছিল ‘বৃক্ষরোপণ আমাদের পরিবেশকে প্রকৃতি-বান্ধব রাখতে সাহায্য করে’। বক্তব্য রাখেন অমলকুমার দত্ত, এনএসএস-এর প্রোগ্রাম অফিসার সৌভিক দাশগুপ্ত, প্রদীপকুমার দাস-সহ অন্য চিকিৎসকেরা।

রবীন্দ্রজয়ন্তী পালিত চুঁচুড়ায়
সম্প্রতি চুঁচুড়ার ময়নাডাঙায় প্রগতিপল্লি উন্নয়ন কমিটির উদ্যোগে রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫১ তম জন্মদিবস পালিত হল। অনুষ্ঠানে শিশু ও কিশোরদের নিয়ে রবীন্দ্রনাথের কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হয়। তিনটি বিভাগে প্রথম স্থান অধিকার করে অরিত্রি রায়, সীমান্ত মিদ্দে এবং সৃষ্টি চক্রবর্তী। কবি সোমনাথ চক্রবর্তীর পরিচালনায় ও আবৃত্তিতে অনুষ্ঠানটি অন্য মাত্রা পায়। এ ছাড়াও, সঙ্গীত পরিবেশিত হয়। ছিল স্বরচিত কবিতা পাঠের আসর। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্পী কালীপ্রসাদ ভট্টাচার্য। তিনি ছাড়াও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Previous Story South Next Item



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.