এক গৃহবধূকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগ উঠল কয়েকজন গ্রামবাসীর বিরুদ্ধে। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনরা বসিরহাট মহকুমার বাদুড়িয়ার শায়েস্তানগর গ্রামে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ওই মহিলার নাম রোশেনারা বিবি (২৭)। এই ঘটনার পর মৃত রোশেনারার স্বামীর্ আহমেদ দফাদার, মিজানুর দফাদার, আমিরুল দফাদার, রাকেশ দফাদার, আলেয়া বিবি, লুৎফরউন্নেশা, দারাজুল দফাদার এবং সাহিদা বিবি নামে এক মহিলার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০১ সালে বসিরহাটের উত্তর গুলাইচণ্ডী গ্রামের বাসিন্দা রোশেনারা বিবির সঙ্গে বিয়ে হয় বাদুড়িয়া থানার শায়েস্তানগরের বাসিন্দা আয়ুব আলি দফাদারের। অভিযোগ, গত কয়েক মাস ধরেই তাঁদের প্রতিবেশী আহমেদ আলি দফাদার নানা ভাবে রোশেনারাকে উত্ত্যক্ত করছিল। এমনকী স্বামীর অনুপস্থিতিতে তাঁকে কুপ্রস্তাবও দেয়। শনিবার রাতে আয়ুব আলি বাজারে গেলে সেই সুযোগে আহমেদ তাঁদের বাড়িতে ঢোকে। সেই সময় রোশেনারা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। আহমেদকে ধরে ফেলে মারধর করেন বাসিন্দারা। এমন আর হবে না বলে ক্ষমা চেয়ে এলাকা ছেড়ে চলে যায় আহমেদ। আয়ুব আলির অভিযোগ, শনিবার গভীর রাতে তাঁরা যখন ঘুমোচ্ছিলেন সেই সময় আহমেদ কয়েকজনকে নিয়ে তাঁদের বাড়িতে চড়াও হয়। ঘর থেকে স্ত্রী রোশেনারাকে টেনে হিচঁড়ে বাইরে নিয়ে গিয়ে মারধর করতে থাকে ওরা। তিনি বাঝা দিতে গেলে তাঁকে প্রচণ্ড মারধর করা হয়। মারের চোটে জ্ঞান হারান তিনি। পরে জ্ঞান ফিরলে বারান্দায় বাঁশের খুঁটিতে গলায় দড়ি দেওয়া অবস্থায় স্ত্রীর ঝুলন্ত মৃতদেহ দেখতে পান। গ্রামবাসীরা রোশেনারাকে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ দেহটি ময়না তদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠিয়েছে। যদিও যাঁদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাঁদের পরিবারের তরফে বলা হয়েছে, মৃত ওই মহিলার সঙ্গে প্রতিবেশী এক যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। তা নিয়েই গণ্ডগোল। তাঁদের লোকজনের বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা ঠিক নয়। |