বেশিরভাগই আসত দরিদ্র পরিবা থেকে। তাই অনেকেই পারিশ্রমিক দিতে পারত না। বাধ্য হয়েই স্ত্রী আর তিন ছেলের সংসার চালাতে অন্য রাজ্যে ঠিকাশ্রমিকের কাজ করতে চলে যান। বাবার এই কষ্টই আমিনুলকে প্রেরণা দেয়। তাই তাঁর ইচ্ছা আরও ভাল পড়শোনা করে কোনও বড় চাকরি করে সংসারের অভাবব দূর করবে। আই এ এস কিংবা আই পি এস হতে চান আমিনুল। তাঁর কথায়, “সংসারের অভাব ঘোচানোর সঙ্গে সঙ্গে দেশের সেবাও করতে চাই।” কিন্তু ছেলে ভাল ফল করলেও দুশ্চিন্তা কাটেনি বাবা-মায়ের। বাবা আজিজুলের কথায়, “এর পরে পড়াশোনার খরচ কী ভাবে জোগাড় করব বুঝতে পারছি না।” |
বাড়িতে ঢুকে এক শিক্ষককে মারধর করে লক্ষাধিক টাকা নিয়ে পালাল এক দল দুষ্কৃতী। দুষ্কৃতীদের মারে তাঁর মাথা ফেটে যায়। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি থানার কোড়াকাটি গ্রামে। রবিবার সকালে আহত ওই শিক্ষক সন্দেশখালি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর কোড়াকাটি হাইস্কুলে শিক্ষকতা করেন হরষিত মণ্ডল নামে ওই ব্যক্তি। শনিবার সকালে তিনি দু’বিঘা জমি বিক্রি করে এক লক্ষ ২০ হাজার টাকা পান। সেই টাকা তিনি আলমারিতে রেখেছিলেন। রাত ১২টা নাগাদ জনা দশেক দুষ্কৃতীর একটি দল তাঁর বাড়িতে চড়াও হয়। হরষিতবাবু যে ঘরে শুয়েছিলেন সেখানে ঢুকে দুষ্কৃতীরা তাঁর কাছে টাকা চায়। তিনি দিতে অস্বীকার করলে তাঁকে মারধর করে আলমারির চাবি নিয়ে টাকা হাতিয়ে চম্পট দেয়। |
গাড়ি ও অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অটোর এক যাত্রীর। আহত হয়েছেন চারজন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। ওইদিন রাতে সাড়ে ১০টা নাগাদ ক্যানিং থেকে বাড়ি ফিরছিলেন বাসন্তীর ৬ নম্বর ভরতগড়ের বাসিন্দা সাহাবুদ্দিন নস্কর (৩০)। সেই সময় সোনাখালির দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হল অটোর। অটো থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান সাহাবুদ্দিন। আহত অবস্থায় অটোর অন্য চার আরোহীকে বাসন্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। |
খড়দহের মন্দিরপাড়ায় পুকুর থেকে বস্তায় বাঁধা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় চটের বস্তায় বাঁধা দেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুন করে ওই ব্যক্তিকে পুকুরে ফেলে দেয় দুষ্কৃতীরা। |