টুকরো খবর


আইএএস হওয়াই লক্ষ্য আমিনুলের

নিজস্ব চিত্র।
বাবা ঠিকাশ্রমিকে কাজে বাইরে থাকেন। মা বাড়িতে গরু, মুরগি পালন করে দুধ, ডিম বিক্রি করে সংসার চালান। তবু বন্ধ হতে দেননি ছেলের পড়াশোনা। নিত্য সংসারের চরম অভাব-অনটনের মধ্যেই লেখাপড়া করে উচ্চ মাধ্যমিকে এ বার সবাইকে চমকে দিয়েছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবার রাঙাবেলিয়া হাইস্কুলের ছাত্র লস্কর আমিনুল ইসলাম। বিদ্যুতের আলো এখনও আমিনুলের বাড়িতে স্বপ্ন। বাবা আজিজুল লস্কর বি এ পাশ করলেও কোনও চাকরি পাননি। তাই গৃহশিক্ষকতাকেই পেশা হিসাবে বেছে নিয়েছিলেন। কিন্তু ছাত্রছাত্রীদের
বেশিরভাগই আসত দরিদ্র পরিবা থেকে। তাই অনেকেই পারিশ্রমিক দিতে পারত না। বাধ্য হয়েই স্ত্রী আর তিন ছেলের সংসার চালাতে অন্য রাজ্যে ঠিকাশ্রমিকের কাজ করতে চলে যান। বাবার এই কষ্টই আমিনুলকে প্রেরণা দেয়। তাই তাঁর ইচ্ছা আরও ভাল পড়শোনা করে কোনও বড় চাকরি করে সংসারের অভাবব দূর করবে। আই এ এস কিংবা আই পি এস হতে চান আমিনুল। তাঁর কথায়, “সংসারের অভাব ঘোচানোর সঙ্গে সঙ্গে দেশের সেবাও করতে চাই।” কিন্তু ছেলে ভাল ফল করলেও দুশ্চিন্তা কাটেনি বাবা-মায়ের। বাবা আজিজুলের কথায়, “এর পরে পড়াশোনার খরচ কী ভাবে জোগাড় করব বুঝতে পারছি না।”


লক্ষাধিক টাকা ডাকাতি, মারে জখম শিক্ষক
বাড়িতে ঢুকে এক শিক্ষককে মারধর করে লক্ষাধিক টাকা নিয়ে পালাল এক দল দুষ্কৃতী। দুষ্কৃতীদের মারে তাঁর মাথা ফেটে যায়। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট মহকুমার সন্দেশখালি থানার কোড়াকাটি গ্রামে। রবিবার সকালে আহত ওই শিক্ষক সন্দেশখালি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর কোড়াকাটি হাইস্কুলে শিক্ষকতা করেন হরষিত মণ্ডল নামে ওই ব্যক্তি। শনিবার সকালে তিনি দু’বিঘা জমি বিক্রি করে এক লক্ষ ২০ হাজার টাকা পান। সেই টাকা তিনি আলমারিতে রেখেছিলেন। রাত ১২টা নাগাদ জনা দশেক দুষ্কৃতীর একটি দল তাঁর বাড়িতে চড়াও হয়। হরষিতবাবু যে ঘরে শুয়েছিলেন সেখানে ঢুকে দুষ্কৃতীরা তাঁর কাছে টাকা চায়। তিনি দিতে অস্বীকার করলে তাঁকে মারধর করে আলমারির চাবি নিয়ে টাকা হাতিয়ে চম্পট দেয়।


পথ দুর্ঘটনায় মৃত ১
গাড়ি ও অটোর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অটোর এক যাত্রীর। আহত হয়েছেন চারজন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। ওইদিন রাতে সাড়ে ১০টা নাগাদ ক্যানিং থেকে বাড়ি ফিরছিলেন বাসন্তীর ৬ নম্বর ভরতগড়ের বাসিন্দা সাহাবুদ্দিন নস্কর (৩০)। সেই সময় সোনাখালির দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হল অটোর। অটো থেকে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান সাহাবুদ্দিন। আহত অবস্থায় অটোর অন্য চার আরোহীকে বাসন্তী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।


পুকুরে বস্তাবন্দি দেহ
খড়দহের মন্দিরপাড়ায় পুকুর থেকে বস্তায় বাঁধা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে। রবিবার সন্ধ্যায় চটের বস্তায় বাঁধা দেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, খুন করে ওই ব্যক্তিকে পুকুরে ফেলে দেয় দুষ্কৃতীরা।
Previous Story South Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.