l
Sicily Villas Apartments
l
Freelance Jobs at
Contractedwork.com
l
reise.li
l
Consumer forum
l
storage beds
l
Registrar nombre del dominio
l
Registro de Domínios
l
Russian101domain
l
Domain Registration
পয়লা বৈশাখে বাঙালির পাতে কী কী পড়বে তা নিয়ে প্রচুর রেসিপি পৌঁছেছিল।
বড় দীর্ঘ সে লিস্টি থেকে উপকরণ ও প্রণালীর মাপকাঠিতে প্রকাশ করা হয়েছিল
কিছু সেরা রেসিপি। স্বাদের বিচারে সেরার সেরা কোনটি? তা ঠিক করেছেন
আপনারা। মাঝ-মাসে ‘হট শেফ’ প্রতিযোগিতার ফলাফল-সহ রয়েছে
আপনার রান্নাঘরে আরও রেসিপির সন্ধান। সঙ্গে সংবাদের হাওয়াবদল।
রেশন তুলতে গিয়ে জলের
তোড়ে ভেসে গেলেন যুবক
স্বপন বন্দ্যোপাধ্যায় • সোনামুখী
বৃষ্টি মাথায় বাড়ি থেকে রেশন তুলতে যেতে বারণ করেছিলেন মা। নদীর স্রোতে ডুবে যাওয়া কজওয়ে পেরোতে নিষেধ করেছিলেন গ্রামবাসীরাও। শোনেননি সুমন চট্টরাজ। জলের তোড় সাইকেল শুদ্ধু ভাসিয়ে নিয়ে গেল তাঁকে। রবিবার সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটনাটি ঘটে বাঁকুড়ার সোনামুখীতে, শালি নদীর কজওয়েতে। সকালে ওই ঘটনা ঘটলেও রাত পর্যন্ত অবশ্য সরকারি স্তরে কোনও উদ্ধারকাজই শুরু হয়নি। কেন উদ্ধারকাজ শুরু হয়নি, সে প্রসঙ্গে সোনামুখীর যুগ্ম-বিডিও নিশীথ মাহাতো যুক্তি, “খবর পেয়ে এক কর্মীকে পাঠিয়েছি। কিন্তু এখনও ওদের বাড়ির তরফ থেকে কোনও অভিযোগ পাইনি।” এ ক্ষেত্রে কেন পরিবারের পক্ষে লিখিত অভিযোগের প্রয়োজন হবে, কার বিরুদ্ধেই বা অভিযোগ হবে তার সদুত্তর তিনি দিতে পারেননি। মহকুমাশাসক (বিষ্ণুপুর) সুশান্ত চক্রবর্তী বলেন, “কেন উদ্ধারকাজে দেরি হল, তা বিডিও-র কাছে জানতে চাইব। তা ছাড়া, দুপুর ১২টা পর্যন্ত আমি এই ঘটনার কোনও খবরই পাইনি!”
বিস্তারিত...
রেললাইনের কাছে নামল ধস, আতঙ্ক আসানসোলে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল
রেল লাইনের অদূরে বড় ধস নামল আসানসোলে। রবিবার সকালে আসানসোল ডিভিশনের কালিপাহাড়িতে পূর্ব রেলের গ্র্যান্ড কর্ড লাইনের মাত্র ১৫ মিটার দূরে এই ধস নামে। ফলে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই লাইন দিয়ে প্রায় ঘণ্টাখানেক ট্রেন চলাচল বন্ধ থাকে। পরে ঘণ্টায় ২০ কিলোমিটার বেগে ট্রেন যাতায়াত করেছে। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সমীর গোস্বামী বলেন, “মাটি ফেলে ধস ভরাট করার কাজ চলছে। কেন এমন ধস নেমেছে, তদন্ত করে দেখা হবে।” এই লাইন দিয়ে রাজধানী, শতাব্দী, পূর্বা এক্সপ্রেসের মতো গুরুত্বপূর্ণ ট্রেন-সহ লোকাল ও প্যাসেঞ্জার মিলিয়ে দিনে মোট ১০৭টি ট্রেন যাতায়াত করে। প্রতিদিন প্রায় ২০ লক্ষ যাত্রী এই রেলপথ দিয়ে যান। এ দিন সকাল ৭টা নাগাদ কালিপাহাড়ির সাহেবকুঠি এলাকার বাসিন্দারা বিকট আওয়াজ পান। দেখা যায়, ‘ডাউন স্লো’ লাইনের কাছে প্রায় ৩০ মিটার ব্যাসের, প্রায় ২০ ফুট গভীর গর্ত তৈরি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছে আসানসোলের ডিআরএম জগদানন্দ ঝা বলেন, “লাইন থেকে মাত্র ১৫ মিটার দূরে ধস নেমেছে। বৃষ্টির জল ওই গর্তে পড়ে মাটির নীচে চলে যাচ্ছে। লাইনের নিরাপত্তা নিয়ে চিন্তায় আছি।”
বিস্তারিত...
নদীবাঁধ ভেঙে ভাসল গ্রাম
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
দুর্যোগ পুরোপুরি না কাটলেও তিন দিন পরে রবিবার রোদ উঠল আকাশে। পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গা থেকে জল নামতেও শুরু করেছে। তবে কংসাবতী নদীর বাঁধ ভেঙে জলমগ্ন হয়েছে ডেবরা ব্লকের বেশ কয়েকটি গ্রাম। প্রায় পাঁচশো মানুষ জলবন্দি। কেশিয়াড়ি ও নয়াগ্রামের মধ্যে সংযোগকারী ভসরাঘাটের ফেয়ার ওয়েদার সেতুও জলের তলায় চলে গিয়েছে। এ দিন সকাল থেকেই ডেবরায় কংসাবতীর বাঁধে ভাঙন শুরু হয়। দুপুরের পর রায়পুরের কাছে বাঁধ ভেঙে যায়। কিছুক্ষণের মধ্যে আরও একশো মিটার দূরে অন্য একটি জায়গায় ভাঙন দেখা দেয়। বাঁধের আরও একটি অংশ দুর্বল অবস্থায় রয়েছে। ভাঙনের ফলে সত্যপুর ও ষাঁড়-লোয়াদা পঞ্চায়েতের সত্যপুর, রায়পুর, রাধাকান্তপুর, ষাঁড়-লোয়াদা, বড়চিল্লি শালডহরি-সহ প্রায় ১০-১২টি গ্রাম বন্যার কবলে পড়েছে। এ দিন ঘটনাস্থলে গিয়েছিলেন স্থানীয় বিধায়ক রাধাকান্ত মাইতি-সহ প্রশাসনিক কর্তারা।
বিস্তারিত...
দুর্নীতিতে নাম জড়াল প্রাক্তন উপাচার্যেরও
কিশোর সাহা • শিলিগুড়ি
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতির মামলায় জড়িয়ে গেল প্রাক্তন উপাচার্য পীযূষকান্তি সাহার নামও। ইতিমধ্যেই ওই মামলায় তাঁর বিরুদ্ধে চার্জশিট পেশের প্রক্রিয়া শুরু হয়েছে। তার প্রস্তুতি হিসেবে পুলিশের তরফে তদন্তকারী অফিসার তথা শিলিগুড়ির ডি এস পি সীতারাম সিংহ বর্তমান উপাচার্য অরুণাভ বসু মজুমদারকে চিঠি দিয়েছেন। তাতে উপাচার্যকে বলা হয়েছে, ১৯৮৮ সালের দুর্নীতি দমন আইনের ১৯ ধারায় কোনও পদস্থ সরকারি কর্তার বিরুদ্ধে চার্জশিট দিতে গেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়া বাধ্যতামূলক। চিঠিতে প্রাক্তন উপাচার্য পীযূষকান্তিবাবু ও রেজিস্ট্রার দিলীপ সরকারের বিরুদ্ধে ওই ধারায় ‘চার্জশিট’ দিতে হলে কার অনুমতি নিতে হবে তা জানতে চেয়েছেন। জেলা পুলিশ সুপার দেবেন্দ্র প্রকাশ সিংহ বলেন, “বিশ্ববিদ্যালয়ের আর্থিক দুর্নীতির মামলার তদন্ত প্রায় শেষের পথে। চার্জশিট তৈরির প্রক্রিয়া জোরকদমে চলছে।” পুলিশ সুপার জানিয়ে দেন, যত দ্রুত সম্ভব চার্জশিট পেশের নির্দেশও দেওয়া হয়েছে।
বিস্তারিত...
পলকা বাঁধ রাতের ঘুম কেড়েছে বহু মানুষের
পীযূষ নন্দী • আরামবাগ
বর্ষার শুরুতেই ত্রাহি ত্রাহি রব আরামবাগ মহকুমায়। দ্বারকেশ্বর নদীতে সবে মাত্র ২৫ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে কংসাবতী ব্যারাজ থেকে। কিন্তু তাতেই বাঁধ ভাঙার উপক্রম প্রায় ১৪টি জায়গায়। এই বাঁধটি দেখভালের দায়িত্ব সেচ দফতরের। আরামবাগ ব্লকের মোবারকপুর, রায়পুর, সালেপুর, মানিকপাট, বসন্তবাটি, ভাবাপুর, শেখপুর, রাংতাখালি, বেড়াবেড়ে এবং ডহরকুণ্ডু গ্রাম ছুঁয়ে এই নদীটি খানাকুলের পশ্চিমের গ্রামগুলির পাশ দিয়ে রূপনারায়ণে মিশেছে। আরামবাগ ব্লকের নদী-সংলগ্ন গ্রামগুলির বাঁধের পলকা অংশ থেকে যে সব জায়গায় জল চোঁয়াচ্ছে, সেখানে সেচ দফতর বালির বস্তা ফেলছে। কিন্তু রায়পুরের দীর্ঘ বছর ধরে অকেজো স্লুইস গেট কাজ না করায় প্রচুর জল ঢুকছে রায়পুরের মাঠে। গ্রাম ডুবে যাওয়ার আশঙ্কা করে বিক্ষোভও দেখান মানুষ। প্রশাসনের কর্তারা এবং সেচ দফতরের বিশেষজ্ঞেরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেন।
বিস্তারিত...
একটানা বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন
নিজস্ব প্রতিবেদন
সকাল থেকে ঝিরঝিরে। কখনও বা মুষল ধারায়। রবিবার সকাল থেকেই মুর্শিদাবাদ জেলায় বৃষ্টির চালচিত্র গত তিন দিনের মতই একই। এর ফলে মুর্শিদাবাদের জনজীবন দারুণ ভাবে ব্যাহত হয়েছে। বৃহস্পতিবার বিকেল থেকে শনিবার গভীর রাত পর্যন্ত এক টানা বৃষ্টিতে শহরের পথঘাট প্যাচপেচে কাদায় ভরে গিয়েছে। বিশেষ করে বহরমপুর বাসস্ট্যান্ড চত্বরে জল-কাদায় মাখামাখি হয়ে বাসে ওঠানামা করতে হচ্ছে যাত্রীদের। বহরমপুর-সহ জেলার সাতটি পুরসভা এলাকার বিভিন্ন ওয়ার্ড কম-বেশি জলমগ্ন হয়েছে। একটানা বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু রাস্তাঘাট। পিচের চাদর উঠে গিয়ে গর্ত সৃষ্টি হওয়ায়, যানবাহন চলাচলে অসুবিধার সৃষ্টি হওয়ার পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কাও তৈরি হয়েছে। অতিবৃষ্টির কারণে বাজারে সব্জির পাশাপাশি রিকশা ভাড়াও অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। এর মধ্যেই অতিবৃষ্টির কারণে তিলপাড়া, দেউচা ও বৈধরা ব্যারেজ থেকে জল ছাড়া শুরু হয়েছে।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
দ্বন্দ্ব মিটছে
দেহ উদ্ধার
দক্ষিণবঙ্গ
গৃহবধূকে পিটিয়ে
মারার অভিযোগ
শান্তি-শৃঙ্খলা ফেরাতে
সর্বদল বৈঠক আরামবাগে
বর্ধমান
বোমা উদ্ধার
সিপিএম কর্মীর বাড়িতে
ভাঙচুরের অভিযোগ
পুরুলিয়া
দুর্যোগে বিপর্যস্ত জনজীবন,
ব্যাহত পরিষেবা
নাগাড়ে বৃষ্টি, জেলা
জুড়ে ব্যাহত জনজীবন
মুর্শিদাবাদ
বর্ষামুখর রবিবারে
বাজারও ঊর্ধ্বমুখী
কোথায় কত পরিমাণ
মেদিনীপুর
চন্দ্রি পরিদর্শনে
তৃণমূল নেতারা
সিপিএম-তৃণমূল
সংঘর্ষ চন্দ্রকোনায়
কলকাতা
৩১.৬/২৬.৮
আজকের দিনে
•
১৯৬৭:
মার্কিন অভিনেত্রী
নিকোল কিডম্যানের জন্ম।
•
১৯৭৮:
ইংল্যান্ড ফুটবলার
ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের জন্ম।
সাপ্তাহিক ক্রোড়পত্র
শ্রেণিবদ্ধ
আজকের জন্য
পাক্ষিক
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.