|
|
|
|
চন্দ্রি পরিদর্শনে তৃণমূল নেতারা |
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
জনগণের কমিটির হামলার জেরে সন্ত্রস্ত ঝাড়গ্রামের চন্দ্রি অঞ্চল পরিদর্শন করলেন তৃণমূল নেতৃত্ব। রবিবার দুপুরে তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা সভাপতি দীনেন রায়ের নেতৃত্বে এক প্রতিনিধি দল চন্দ্রির মাঝিপাড়ায় ও বিড়া-নয়াগ্রামে দু’টি পাড়া বৈঠক করে এলাকাবাসীর অভিযোগ শোনে। ঘুরে দেখে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি। অভিযোগ শোনার পর দীনেনবাবু জনগণের কমিটির নাম না-করে বলেন, “সিপিএমের ‘অভিযুক্ত’ নেতা-কর্মীদের বিচার হবে আইনের পথে। আইন নিজের হাতে তুলে নেবেন না। খুন-সন্ত্রাসের রাজনীতি করে সিপিএম আজ মানুষের সমর্থন হারিয়েছে। হিংসার পথ পরিহার করে এলাকার উন্নয়নে সামিল হন।” নির্মল ঘোষ ও প্রদ্যোৎ ঘোষের মতো তৃণমূলের জেলা নেতারা বাসিন্দাদের বলেন, “এলাকা না ছেড়ে একজোট হয়ে গ্রামে থাকুন। জঙ্গলমহলের উন্নয়ন স্তব্ধ করার জন্য নানা চক্রান্ত হচ্ছে। আমরা পাশে আছি।”
এ দিন স্থানীয় বাসিন্দারা দীনেনবাবুদের জানান, গত বৃহস্পতিবার জনগণের কমিটির নেতৃত্বে একটি মিছিল থেকে বেছে-বেছে কিছু বাড়িঘর ও দোকানে ভাঙচুর-লুঠ চালানো হয়। শনিবার ঝাড়গ্রাম ব্লক প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে ত্রাণ সামগ্রী দেওয়া হয়। এরপরই শনিবার রাতে ফের জনগণের কমিটির লোকজন আগুইবনি অঞ্চলের একতাল গ্রামে ঢুকে ওই গ্রামে জোর করে কমিটির শাখা-কমিটি গঠন করে। অন্য কোনও দল করা যাবে না বলে ফতোয়া দিয়েছে কমিটি। আতঙ্কে একতাল ও পার্শ্ববর্তী চন্দ্রির অনেক বাসিন্দা সপরিবারে গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছেন। এ দিন চন্দ্রি এলাকায় ঢোকার সময় দেখা যায় দলে দলে মানুষজন গ্রাম ছেড়ে চলে যাচ্ছেন। বিধানসভা নির্বাচনের আগে পর্যন্ত সিপিএমের ‘লালদুর্গ’ চন্দ্রি এলাকায় এখন চারিদিকেই তৃণমূলের দলীয় পতাকা। দীনেনবাবুরা অবশ্য বৈঠকে বলেন, “দলমত নির্বিশেষে আমরা সমস্ত মানুষের অভিযোগ শুনতে এসেছি।” এলাকায় অবিলম্বে পুলিশ ক্যাম্প করার দাবি জানান বাসিন্দারা। ফেরার পথে চন্দ্রির ফুলসুন্দরি গ্রামে সিপিএম নেতা গোপাল পাতরের ভাঙচুর হওয়া বাড়ি দেখেন দীনেনবাবুরা। কথা বলেন ওই সিপিএম নেতার আত্মীয়দের সঙ্গে। তৃণমূলের ওই প্রতিনিধি দলে ছিলেন জেলা তৃণমূল নেতা প্রদ্যোৎ ঘোষ, নির্মল ঘোষ, গোপীবল্লভপুরের বিধায়ক চূড়ামণি মাহাতো, শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো, ঝাড়গ্রামের তৃণমূল নেতা দুর্গেশ মল্লদেব, প্রশান্ত রায় প্রমুখ। একতাল গ্রামে অবশ্য যাননি কেউই। |
|
|
|
|
|