মাঝনদীতে আটকে পড়ল যাত্রী বোঝাই একটি ভুটভুটি। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি থেকে জনা সত্তর যাত্রী নিয়ে নয়াগ্রাম যাচ্ছিল ওই ভুটভুটি। রবিবার বিকেলের দিকে তেল ফুরিয়ে যাওয়ায় সেটি আটকে পড়ে। কয়েক দিনের বৃষ্টিতে সুবর্ণরেখায় রীতিমতো খরস্রোত। নয়াগ্রাম ও কেশিয়াড়ির মাঝে ভসরাঘাটে ফেয়ার ওয়েদার সেতুও জলমগ্ন। নয়াগ্রামের বিডিও অমলেন্দু সমাদ্দার বলেন, “খবর পেয়েই অন্য নৌকোয় উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তবে অন্ধকারের মধ্যে মাঝনদীতে উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।” রাত পর্যন্ত খবর, দু’টি ছোট নৌকো ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছে। নতুন করে তেল ভরা হয়েছে আটকে পড়া ভুটভুটিতে।
|
কাঁথি লোকসভা কেন্দ্রে সাংসদ তহবিলের টাকায় উন্নয়নমূলক কাজ যাতে যথাযথ হয়, তার জন্য নজরদারি কমিটি গড়ার সিদ্ধান্ত নিল তৃণমূল। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শিশির অধিকারীর সভাপতিত্বে শনিবার কাঁথি সেন্ট্রাল বাসস্ট্যান্ডের সংহতি হলে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্থানীয় বিধায়ক ও ত্রিস্তর পঞ্চায়েতের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় সাংসদ তহবিলের টাকায় উন্নয়নমূলক পরিকল্পনা রচনার পাশাপাশি ত্রিস্তর পঞ্চায়েত ও দলের সঙ্গে সমন্বয় সাধনে জোর দেওয়া হয়। উপকূলের সমুদ্র বাঁধ সংস্কার ও পর্যটন শিল্পের উন্নয়নে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়।
|
পুলিশ অফিসার সেজে প্রতারণা করার অভিযোগে শনিবার এক যুবককে গ্রেফতার করল রামনগর থানার পুলিশ। ধৃতের নাম দীপক প্রধান। বাড়ি রামনগর থানার নরকুলি গ্রামে। দীপক নিজেকে পুলিশ অফিসার পরিচয় দিত। বিভিন্ন মামলায় অভিযুক্তদের গ্রেফতার না করার আশ্বাস দিয়ে টাকা নিত সে।
|
এখনও পুরনো দিঘার রেস্তোরাঁয় পরিচালক দম্পতি ও তাঁদের শিশুসন্তানের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার রহস্যভেদ করতে পারেনি পুলিশ। বছর তিনেক আগে ‘কুসুম’ নামে ওই রেস্তোরাঁটি পাঁচ বছরের জন্য লিজ নিয়েছিলেন কাঁথি থানার অনলবেড়্যা গ্রামের মানস দাস। স্ত্রী প্রিয়াঙ্কা এবং শিশুপুত্র স্নেহাংশুকে নিয়ে রেস্তেরাঁয় থেকেই তিনি ব্যবসা চালাতেন। এ ছাড়াও এক জন কর্মী ছিলেন। ঘটনার পর থেকেই তার কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার থেকে রেস্তোরাঁটি বন্ধ ছিল। শনিবার কটু গন্ধ পেয়ে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। দেহ তিনটি ময়না-তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্তে রবিবার দিঘায় যান জেলার পুলিশ সুপার অশোক প্রসাদ, অতিরিক্ত পুলিশ সুপার হৃষিকেশ মিনা, এসডিপিও তরুণ হালদার প্রমুখ।
|
শান্তিশৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে সম্প্রতি কাঁথি দেশপ্রাণ ব্লকের বসন্তিয়া মক্তবে সভার আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। বক্তাদের মধ্যে ছিলেন দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সভাপতি তরুণ জানা, জেলা সহ-সভাধিপতি মামুদ হোসেন, তুষার পাত্র প্রমুখ। সভায় স্থানীয় সিপিএম নেতা ইনসার আলি খান ও গুল মহম্মদ খানের নেতৃত্বে শ’দুয়েক সিপিএম কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিয়েছেন বলে জানান মামুদ হোসেন।
|
সম্প্রতি নতুন একটি আপার প্রাইমারি স্কুল চালু হল রামনগর-২ ব্লকের কালিন্দী পূর্ববাড় গ্রামে। মা করুণাময়ী আপার প্রাইমারি স্কুলের উদ্বোধন করেন স্থানীয় কালিন্দি ইউনিয়ন হাইস্কুলের প্রধান শিক্ষক পঙ্কজকুমার দাস। ছিলেন জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ দেবব্রত মণ্ডল, রামনগর ২-এর বিডিও কৃষ্ণপদ হালদার প্রমুখ। |