টুকরো খবর

দ্বন্দ্ব মিটছে
বিধানসভায় ‘গোঁজ প্রার্থী’ তৃণমূলের সঙ্গে কংগ্রেসের বিবাদ পুর নির্বাচনে তা মিটতে চলছে। উত্তর দিনাজপুর জেলায় তৃণমূল প্রার্থীদের বরাদ্দ আসনে ‘গোঁজ’ প্রার্থী দেয় কংগ্রেস। তা নিয়ে দুই দলের বিবাদ এমন স্তরে পৌঁছয় যে তৃণমূলের তরফে রায়গঞ্জের কংগ্রেস সাংসদ দীপা দাশমুন্সিকে বয়কট করার কথা ঘোষণা করা হয়। তৃণমূলের জেলা সভাপতি অসীম ঘোষ বলেন, “রায়গঞ্জে পুরসভার নির্বাচনে সার্বিক জোট হয়েছে।” কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক পবিত্র চন্দ বলেন, “বিধানসভা ভোটে অনেক কিছু হয়েছে। তা না মনে রেখে পুর নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট বেঁধে নির্বাচন করতে চাই। বিরোধীরা একটি আসনও পাবেন না।” আগামী ১০ জুলাই রায়গঞ্জে পুর নির্বাচন। ২৫টি ওয়ার্ডের মধ্যে কংগ্রেস ১৭টি ও তৃণমূল ৮টিতে প্রার্থী দিয়েছে।

রাস্তার কাজ আটকে
সর্বদল বৈঠকে সিদ্ধান্তের পরেও জমি না-মেলায় মালদহে ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাসের তৈরির কাজে নামতে পারছে না জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষ। কমলাবাড়ির কাছে বেনফেডের সামনে থেকে বাইপাস রাস্তা তৈরির সিদ্ধান্তের পর বাসিন্দারা আন্দোলনে নামায় জমি অধিগ্রহণ করতে নামতে পারছে না জেলা ভূমি ও ভূমিসংস্কার দফতরও। ফরাক্কা থেকে ডালখোলা পর্যন্ত জাতীয় সড়ক সম্প্রসরণের কাজ দ্রুত গতিতে চললেও মালদহ শহরে ঢোকার মুখে বাইপাস রাস্তার জমি না মেলায় কাজ থমকে। তিন ফসলি জমি ছাড়তে নারাজ বাসিন্দারা।

মালদহে তদন্ত দল
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও আধিকারিক নিয়োগে দুনীর্তির অভিযোগের তদন্ত করতে উচ্চশিক্ষা দফতরের দল মালদহে আসছে। রবিবার শিশু, নারী ও সমাজ কলাণ মন্ত্রী সাবিত্রী মিত্র এ খবর জানান। মন্ত্রীর অভিযোগ, বিশ্ববিদ্যালয় চালুর পরই নাম-কা-ওয়াস্তে ইন্টারভিউ করে সিপিএম ক্যাডারদের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মী পদে ঢুকিয়েছে।

৪শো কোটি
বন ও লাগোয়া এলাকার বাসিন্দাদের উন্নয়নে ৪০০ কোটি টাকা আর্থিক সাহায্য দেবে জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সি (জাইকা)। আট বছর সময়সীমার ওই প্রকল্পে প্রয়োজনীয় সমীক্ষা জাইকা ও রাজ্য বন দফতরের আধিকারিকরা যৌথ ভাবে শুরু করেছেন। ২১-২৩ জুন যৌথ প্রতিনিধি দল উত্তরবঙ্গের রসিকবিল, রাজাভাতখাওয়া, চালসা, জলদাপাড়া, মরাঘাট, ও মহানন্দা বনাঞ্চল লাগোয়া এলাকায় ঘুরবেন। সবকিছু ঠিকঠাক থাকলে দুই দেশের সরকারি স্তরে চূড়ান্ত চুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। ২০১২-র মার্চের মধ্যে ও টাকায় সুন্দরবন, জঙ্গলমহল ও উত্তরবঙ্গে তিনটি পর্যায়ে প্রকল্পের কাজ শুরু হবে। বনমন্ত্রী হিতেন বর্মন বলেন, “এ জন্য মুখ্যমন্ত্রীর অনুমোদন ও দু’দেশের কেন্দ্রীয় স্তরে অনুমোদন লাগবে। তার পরেই কোথায়, কীভাবে কাজ হবে তা চূড়ান্ত হবে।”

পালাবদলে লাভ
পাট্টা পাওয়া জমি বেদখলের নালিশ থানায় জানিয়েও কাজ হয়নি। কাজ হয়নি পুলিশ সুপারকে জানিয়েও। রাজ্যে রাজনৈতিক পালা বদল হতে এ বার নড়েচড়ে বসল পুলিশ। এমনই অভিজ্ঞতা বৃদ্ধা ক্ষীরবালা সরকারের। কুমারগঞ্জের রামকৃষ্ণপুর পঞ্চায়েতের মামুদপুরের ওই বৃদ্ধার অভিযোগ, মঙ্গল সূত্রধর নামে এক ব্যক্তি তাঁর জমি দখল করে বসবাস করছেন।

পুরস্কৃত চার কৃতী
উচ্চ মাধ্যমিক পরীক্ষার চার কৃতী ছাত্রছাত্রীকে আর্থিক পুরস্কার দিল মহামায়াপাট ব্যায়াম বিদ্যালয় কর্তৃপক্ষ। শনিবার রাতে ওই বিদ্যালয় চত্বরে সংবর্ধনা সভায় উচ্চ মাধ্যমিক পর্ষদের মেধা তালিকায় থাকা দিনহাটা হাই স্কুলের ছাত্র সৌমেন সাহাকে নগদ ৫০০১ টাকা দেওয়া হয়। দিনহাটা সোনিদেবী হাই স্কুলের ছাত্রী পল্লবী কর্মকার এবং নিবেদিতা রায়প্রমাণিককে দেওয়া হল ৩০০১ এবং ২০০১ টাকা পুরস্কার। দিনহাটা হাই স্কুলের জয় সাহাকে দেওয়া হয় ১০০১ টাকা। মহামায়াপাট ব্যায়াম বিদ্যালয়ের সচিব বিভুরঞ্জন সাহা বলেন, “ওদের কৃতিত্বে আমরা খুশি।”

বধূর ঝুলন্ত দেহ
এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দিনহাটার পেটলা এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম অঞ্জলি বিবি (২২)। এ দিন সকালে বাড়ির একটি ঘরে তার ঝুলন্ত দেহ দেখে পরিবারের লোক পুলিশে খবর দেন। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান ওই মহিলা আত্মহত্যা করেছেন।

দলে বিদ্রোহ
মোস্তাক আলমকে জেলা পরিষদের সভাধিপতি না করায় কোতোয়ালির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল উত্তর মালদহের কংগ্রেস। শনিবার হরিশ্চন্দ্রপুর-১ ব্লক তথ্যকেন্দ্রে বৈঠক করে ওই সিদ্ধান্ত নেন তাঁরা। সিদ্ধান্ত অনুযায়ী, কংগ্রেসের মালদহ জেলা সভাপতি আবু হাসেম খান চৌধুরীর ও তাঁর ভাই আবু নাসের খান চৌধুরীর সঙ্গে সম্পর্ক রাখবেন না তাঁরা। লোকসভা ভিত্তিক কমিটি গঠন করা না হলে জেলার কোনও নেতার সঙ্গে সম্পর্ক রাখা হবে না বলেও জানিয়ে দিয়েছেন উত্তর মালদহের নেতৃত্ব। এই লড়াইয়ে তাঁরা গনি পরিবারের সদস্য উত্তর মালদহের সাংসদ মৌসম বেনজির নুরকে পাশে পেতে চাইছেন। মালদহের জেলা কংগ্রেস সভাপতি আবু হাসেম খান চৌধুরীর সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তাঁর দুটি মোবাইলই সুইচ অফ রয়েছে।

মৃত্যু জলে, বাজে
দিনভর বৃষ্টির জেরে নাকাল হন দক্ষিণ দিনাজপুরের বাসিন্দারা। শুক্রবার থেকে নিম্নচাপের জেরে দফায় দফায় বৃষ্টি চলছে জেলায়। রবিবার সকাল থেকে টানা বৃষ্টির জেরে বেহাল হয়ে পড়ে নিকাশি ব্যবস্থা। আত্রেয়ী নদীর জল বাড়তে থাকে। সকালে নদীতে প্রাতঃকৃত্য করতে গিয়ে পা পিছলে পড়ে মারা যান এক যুবক। পুলিশ জানায়, তাঁর নাম নীরেন বর্মন (৩৫)। দুপুরে বালুরঘাটের ডাঙায় বজ্রপাতে মিনতি সরকার (৩৫) নামে এক মহিলার মৃত্যু হয়। জেলা পরিষদের অতিথি নিবাসের রাস্তার পাশাপাশি কাছারি রোড, বিশ্বাসপাড়া, বঙ্গি বাদুরতলা, খাদিমপুরে জলমগ্ন হয়।

যুবক গ্রেফতার
রায়গঞ্জ জেলা হাসপাতালের সরকারি আবাসনে চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। রবিবার হাসপাতাল সংলগ্ন এলাকা থেকে তাকে ধরা হয়। পুলিশ জানায়, ধৃতের নাম সানি জমাদার। ওই এলাকাতেই তার বাড়ি। শনিবার দুপুরে হাসপাতালের চতুর্থ শ্রেণির কর্মীর আবাসনে চুরি হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কৃতীর পাশে
এলাকার দুঃস্থ এক ছাত্রীর স্নাতক স্তরের পড়াশোনোর দায়িত্ব নিলেন কোচবিহারের নাটাবাড়ির বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ। রবিবার তুফানগঞ্জ মহকুমার দেওচড়াই হাইস্কুল চত্বরে রবীন্দ্রনাথবাবুকে সংবর্ধনা জানান দুই শতাধিক মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। ওই সভাতেই দেওচড়াই হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পাশ ছাত্রী বিজলি বর্মনের আর্থিক দুর্বস্থার কথা দলের কর্মীর কাছে জানতে পারেন। বক্তব্যের সময় তিনি বিজলির পড়ার খরচ চালানোর কথা ঘোষণা করেন। বিধায়ক বলেন, “বিজলির বাবা দিন মজুরের কাজ করেন। চরম অভাবের মধ্যে এবারে সে ভাল ফল করেছে। অর্থাভাবে তাঁর পড়াশোনায় যাতে সমস্যা না হয় সে জন্য ওর খরচের দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” উচ্চ মাধ্যমিকে কলাবিভাগে তিনি ৪২৭ পান। বাংলায় ৮০, ইংরেজিতে ৬৬, ভূগোলে ৯৬, দর্শনে ৯৭ ও সংস্কৃতে ৮৮ পেয়েছেন বিজলি।

প্রশ্ন মন্ত্রীর
সংবর্ধনা সভা থেকে বেরিয়ে চাঁচল হাসপাতালের পরিষেবা খতিয়ে দেখলেন রাজ্যের শিশু, নারী ও সমাজকল্যাণ মন্ত্রী সাবিত্রী মিত্র। রবিবার স্থানীয় নাগরিক মঞ্চের পক্ষ থেকে চাঁচলের রবীন্দ্র মঞ্চে সংবর্ধনা সভায় আয়োজন করা হয়। সেখান থেকে বার হয়ে শিশু, নারী ও সমাজ কল্যাণ মন্ত্রী চাঁচল হাসপাতালে গিয়ে পরিষেবার মান দেখে ক্ষোভ প্রকাশ করেন। ওয়ার্ডের বেডে কেন চাদর নেই সে প্রশ্ন তোলেন তিনি। রোগীরা কেন ওষুধ পান না তারও লিখিত ব্যাখ্যা দাবি করেন বিএমওএইচের কাছে। রোগীদের পরিবারও মন্ত্রীকে সামনে পেয়ে ক্ষোভ উগড়ে দেন।
Previous Story Uttarbanga Next Story



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.