টুকরো খবর

দেহ উদ্ধার
এসএসবি’র এক মহিলা কনস্টেবলের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়েছে। রবিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে খড়িবাড়ি থানার অনন্তরামজোত এলাকার এসএসবি ক্যাম্পে। নিহতের নাম রামাইয়া আইয়ার (২২)। তাঁর বাড়ি কেরালায়। গুলিবিদ্ধ অবস্থায় মহিলা জওয়ানকে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে রাইফেল উদ্ধার করেছে পুলিশ। শলিগুড়ির অতিরিক্ত পুলিশ সুপার গৌরব শর্মা বলেন, “মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করা হচ্ছে।” এ দিন এসএসবি রানিডাঙ্গার অনন্তরামজোতের আত্মারাম ক্যাম্পে রামাইয়ার গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। তিনি ওই ক্যাম্পে চার মাস ছিলেন। তাঁর বুকের বা দিকে গুলির চিহ্ন ছিল। এসএসবি কর্মীরা তাঁকে নকশালবাড়ি হাসপাতালে নিয়ে যান। ঘটনার তদন্তে সেখানে যান শিলিগুড়ির অতিরিক্তর পুলিশ সুপার, বাগডোগরা সার্কেলের সিআই গৌতম ঘোষাল, এসএসবি রাণীডাঙ্গার সেকেন্ড ইন কম্যান্ড মনোজ কুমার। সেকেন্ড ইন কম্যান্ড বলেন, “দেহ হাসপাতালে রয়েছে। আমি সেখানেই রয়েছি। এই মুহূর্তে কিছু বলা সম্ভব নয়।” প্রাথমিক তদন্তের পরে পুলিশের ধারণা, ওই মহিলা কনস্টেবল নিজের রাইফেল থেকে গুলি করে আত্মহত্যা করছে।

আদায় সাড়ে ৪ লক্ষ
লোক আদালতে ৪ লক্ষ ৭৬ হাজার ৯০০ টাকা আদায় হল। রবিবার শিলিগুড়ি আদালত চত্বরে ওই লোক আদালতে মোবাইল সংস্থার ২২টির মধ্যে ১৬টির ও অর্থ লগ্নিকারী সংস্থার ৩৮টির মধ্যে ৩০টি মামলার নিষ্পত্তি হয়। মোট আদায় হয় ৪ লক্ষ ৭৬৯০০ টাকা। বিচারক ছিলেন পুলক কুণ্ডু, মনোজ শর্মা, আইনজীবী অশোক বসু, সুবল বণিক প্রমুখ।

দলবদল
দেড়শো অনুগামী নিয়ে সিপিএমের এক পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগ দিলেন। রবিবার ওই দলবদলের ঘটনাটি ঘটে ফুলবাড়ি-২ পঞ্চায়েতের পশ্চিম ধনতলা সংসদে। তাঁর নাম পরেশচন্দ্র রায়। গত পঞ্চায়েত ভোটে তিনি ওই সংসদ এলাকা থেকে নির্বাচিত হন। এই উপলক্ষে তৃণমূল একটি সভা করে পরেশবাবুকে বরণ করে বলে তৃণমূলের ফুলবাড়ি-২ অঞ্চল সভাপতি মতিন রায় দাবি করেছেন। দলবদলের কথা স্বীকার করে পরেশবাবু বলেন, “সর্বত্র সিপিএমে ভাঙন, নেতৃত্বদের স্বজনপোষণ এবং এলাকার উন্নয়ন না হওয়া ইত্যাদি কারণেই তৃণমূলে যোগ দিয়েছি।” সিপিএমের ফুলবাড়ি-২ লোকাল কমিটির সম্পাদক তফিজুল ইসলাম বলেন, “মনে হচ্ছে তাঁকে ভুল বুঝিয়ে চাপ দিয়ে দল ছাড়াতে বাধ্য করানো হয়েছে। বিষয়টি দেখা হচ্ছে।”

জয় টাইব্রেকারে
বেলাকোবা কিশোর স্পোর্টিং অ্যান্ড কালচারাল ক্লাবের পরিচালনায় ফুটবল লিগ প্রতিযোগিতার ফাইনাল খেলা হল রবিবার। স্থানীয় হাই স্কুল মাঠে ওই খেলা হয়। এ দিন ফাইনাল খেলা হয় মান্তাদারি বনাম রাজগঞ্জ এমএন হাই স্কুল। খেলাটি ৪-৪ ড্র হয়। টাইব্রেকারে মান্তাদারি হাই স্কুল ৩-১ গোলে রাজগঞ্জ এমএন হাই স্কুলকে পরাজিত করে। ১ জুন খেলা শুরু হয়েছিল। রাজগঞ্জ ও সদর ব্লকের মোট ৮টি হাই স্কুল অংশ নিয়েছিল। এ দিনের খেলায় হাজির ছিলেন জলপাইগুড়ির সাংসদ মহেন্দ্র রায় ও রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় ছাড়াও বিশিষ্ট ফুটবলারেরা।

চিকিৎসকের মৃত্যু
মাথায় রক্তক্ষরণজনিত কারণে মারা গেলেন বিশিষ্ট নেফ্রোলজিস্ট পূর্ণেন্দু চট্টোপাধ্যায়। রবিবার ভোরে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১ বছর। স্ত্রী চিকিৎসক গীতা চট্টোপাধ্যায় বিজেপি নেত্রী। মৃত্যুকালে তিনি স্ত্রী ছাড়াও পুত্র, পুত্রবধূ এবং দুই নাতনি রেখে গিয়েছেন। বিজেপি নেতা নন্দন দাস তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন।

নয়া সংগঠন
জলপাইগুড়ি জেলা হাসপাতালের আম্বুল্যান্স চালকদের নিয়ে সংগঠন তৈরি করল আইএনটিইউসি। রবিবার জেলা হাসপাতাল চত্বরে বিধায়ক সুখবিলাস বর্মা, আইএনটিইউসি-র জেলা সাধরণ সম্পাদক পরিমল মালোদাস ও জলপাইগুড়ি লোকসভা ক্ষেত্রের যুব কংগ্রেসের সভাপতি সৈকত চট্টাপাধ্যায়ের নেতৃত্বে নতুন কমিটি গঠন করা হয়। ৭৪ জন অ্যাম্বুল্যান্স চালককে নিয়ে কমিটি তৈরি হয়েছে। আইএনটিইউসি সূত্রে জানা গিয়েছে, এর আগে আম্বুল্যান্স চালকদের নিয়ে তাদের সংগঠন ছিল না। জলপাইগুড়ি লোকসভা ক্ষেত্রের যুব কংগ্রেসের সভাপতি সৈকতবাবু বলেন, “বামপন্থী সংগঠন ছেড়ে অ্যাম্বুল্যান্স চালকরা আইএনটিইউসি ছাতার তলায় এসেছেন। বাসিন্দাদের সুবিধার্থে আম্বুল্যান্স ভাড়ার তালিকা টাঙানো হবে। রোগী ও আম্বুল্যান্স চালকের স্বার্থে এ কাজ করা হবে।”

জখম ৩ শ্রমিক
কংগ্রেস ও তৃণমূলের শ্রমিক সংগঠনের সংঘর্ষে ৩ জন জখম হন। রবিবার সকালে ঘটনাটি ঘটে নিউ জলপাইগুড়ি পুলিশ ফাঁড়ির স্টেশন সংলগ্ন এলাকায়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাজ্যে পালাবদলের পর এনজেপিতে সিটুর হকার সংগঠনের বেশ কিছু সদস্য কংগ্রেস ও তৃণমূলের শ্রমিক সংগঠনে যোগ দিয়েছে। তা নিয়েও আইএনটিইউসির অভিযোগ, শ্রমিকদের জোর করে নিজেদের সংগঠনে যোগ দেওয়ানোর চেষ্টা করছে তৃণমূলের শ্রমিক সংগঠন। কিন্তু শ্রমিকরা তা মানতে না চাওয়াতেই হামলা চালানো হয়েছে।

নতুন কমিটি গঠন
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির ফাঁসিদেওয়া সার্কেলের নয়া কমিটি গঠিত হল। শনিবার প্রাথমিক স্কুল মাঠে সংগঠনের অনুষ্ঠিত একটি সভায় ওই কমিটি গঠন করা হয়। সভাপতি ও সম্পাদক পঞ্চানন সিংহ ও প্রভাতচন্দ্র রায়। কোষাধ্যক্ষ হন শুভজিৎ ঝা। হাজির ছিলেন জেলা সভাপতি মিহিরকুমার দত্ত, বিভাস চক্রবর্তী, কলিন্দ্রনাথ রায় প্রমুখ।

কথা রাখলেন মমতা
পূর্বতন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য কথা দিয়েও তা রাখতে পারেননি। কিন্তু কথা রাখলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেবকে পাঠিয়ে রবিবার কুমারগ্রামের দুঃস্থ ও মেধাবী ছাত্রী অনিতা মুণ্ডার হাতে দ্বিতীয় দফায় এক বছরের পড়ার খরচ ৩৬ হাজার টাকা তুলে দিলেন। অনিতার স্বামী বিকলুকে উঃবঙ্গ উন্নয়ন পর্ষদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন গৌতমবাবু। অনিতা নাগরাকাটা একলব্য বিদ্যালয় থেকে ৬৫ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন। ২৭ অক্টোবর তাঁকে সংবর্ধনা ও পড়াশোনার খরচ দেওয়ার প্রতিশ্রুতি দেয় বাম সরকার।

লিগে জয়ী
শিলিগুড়ি মহকুমা ক্রীড়া পরিষদ পরিচালিত সুপার ডিভিশন ফুটবল লিগের খেলায় রবিবার জয়ী হল এসএসবি। এ দিন তারা কিশোর সঙ্ঘকে ৪-১ গোলে হারিয়েছে। প্রথম ডিভিশনের ম্যাচে এ দিন নবীন সঙ্ঘ ৫-০ গোলে হারিয়েছে দাদাভাই ক্লাবকে। অপর ম্যাচে এনএনসি ১-০ গোলে জিতেছে বিধান স্পোর্টিংকে হারিয়ে।

সেরা শিশুডাঙি ক্লাব
মাটিগাড়ার মায়াদেবী ক্লাবের সহায়তায় আশ্চর্য গ্রুপের ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল নিউ জলপাইগুড়ির শিশুডাঙি ক্লাব। ১৬ দলকে নিয়ে দুই দিনের ওই ক্রিকেটে এ দিন ফাইনালে তারা শিবমন্দিরের টিসিসি ক্লাবকে ২৮ রানে হারিয়েছে। প্রথম ব্যাট করতে নেমে নির্ধারিত ৭ ওভারে ৬১ রান তোলে শিশুডাঙি। টিসিসি ৩৩ রানে অল আউট হয়।

গুলিতে খুন
শহরের ব্যস্ত রাস্তায় এক বক্তিকে গুলি চালিয়ে খুন করে পালিয়ে গেল দুষ্কৃতীরা। রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ ঘটনাটি ঘটে দার্জিলিংয়ের জেলাশাসকের দফতরের সামনের রাস্তায়। পুলিশ জানিয়েছে, গুলিতে নিহত ওই ব্যক্তির নাম নবীন গুরুঙ্গ (৩৭)। বাড়ি শহরে কাছারি রোড এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, নবীন গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থক ছিলেন। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানিয়েছে, রাতে কাজ সেরে তিনি বাড়ির দিকে ফিরছিলেন। সেই সময়ে এক দল দুষ্কৃতী তাকে লক্ষ করে গুলি চালিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় নবীন গুরুঙ্গের। পরে পুলিশ সেখানে গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে দিয়েছে। দার্জিলিংয়ের পুলিশ সুপার দেবেন্দ্রপ্রকাশ সিংহ এ দিন এই প্রসঙ্গে বলেছেন, “ওই ঘটনায় পুলিশের তরফে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে।”

পাহাড়ে বৃষ্টি
রাতভর বৃষ্টি ও ঝড়ো হাওয়ার দাপটে বিপর্যস্ত দার্জিলিং। রবিবার কার্যত সাধারণ মানুষ থেকে পর্যটকদের ঘরবন্দি হয়ে থাকতে হয়। সারাদিন বিদ্যুৎ না থাকায় বন্ধ থাকে বেশ কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান। সন্ধ্যার মধ্যে বন্ধ হয়ে দার্জিলিংয়ের বাজার।, শনিবার রাতে বৃষ্টির দাপটে দার্জিলিংয়ের চকবাজার, চৌরাস্তা সহ বেশ কয়েক জায়গায় বিদ্যুতের খুঁটি, তার পড়ে যায়। শহরের বিভিন্ন জায়গায় থাকা হোর্ডিং ভেঙ্গে মাটিতে পড়ে যায়। গ্রামের দিকে বেশ কিছু কাঁচা বাড়ির চাল উড়ে যায়। এই অবস্থায় এ দিনও সকাল থেকে বৃষ্টি হতে থাকে। বিদ্যুৎ দফতরের কর্মীরা কাজে যেতে পারেননি। বৃষ্টি থামার পর সন্ধ্যায় পরিষেবা স্বাভাবিক হয়।

আত্মঘাতী
এক গৃহবধূ আত্মঘাতী হয়েছেন। শুক্রবার রাজগঞ্জ থানার রাজগঞ্জ বন্দরের সুভাষপল্লিতে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, নাম আলো দাস (২৫)। এ দিন শ্বশুরবাড়িতে তিনি গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন। তিনি অবসাদে ভুগছিলেন বলে পুলিশ তদন্তের পরে জানিয়েছে।

বিজয় মিছিল
রবিবার দুপুরে নকশালাবড়ি জাবরা ডিভিশনে কংগ্রেস বিধায়ক শঙ্কর মালাকারকে নিয়ে একটি বিজয় মিছিল হয়। এই মিছিলে বিধায়ক শঙ্করবাবু ছাড়াও নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুনীল ঘোষ, অলক মিত্র-সহ অন্যরা উপস্থিত ছিলেন।

স্মারকলিপি
বিভিন্ন দাবি পূরণে শুক্রবার ফুলবাড়ি-২ পঞ্চায়েতে স্মারকলিপি দিল এসইউসি ফুলবাড়ি ২ লোকাল কমিটি। দাবিগুলির মধ্যে রয়েছে পরিস্রুত জলের ব্যবস্থা, বিদ্যুদয়ন, ভূমিহীনদের বাস্তুভিটার পাট্টা, ১০০ দিনে কাজের সুনিশ্চিত, নিকাশি ব্যবস্থা, বার্ধক্যভাতা ইত্যাদি।

বিপর্যয়ে বন্ধ সিকিমের রাস্তা
টানা বৃষ্টির জেরে ফের ধস পড়ে রাস্তা বন্ধ হয়ে যাওয়ায় বিচ্ছিন্ন সিকিম। রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ কালিম্পংয়ের কাছে রিয়াংয়ের বিরিকধারায় ৩১ (এ) জাতীয় সড়কে ধস পড়ে। বিরিকধারার দুই পাশে গাড়ির লম্বা লাইন পড়ে গিয়েছে। বৃষ্টির জন্য সীমান্ত সড়ক বাহিনী ধস সরানোর কাজ শুরু করতে পারেনি। বৃষ্টি না কমলে ধস সরানোর কাজ শুরু করা সম্ভব নয়। পুলিশ জানিয়েছে, সন্ধ্যা থেকেই বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যেই ধস পড়ে রাস্তা বন্ধ হয়ে যায়। শুক্রবার ভোরে রম্ভি ফাঁড়ির কাছে ২৭ মাইলে চার মাইলের ব্যবধানে দুই জায়গায় ধস পড়ে দুপুর পর্যন্ত রাস্তা বন্ধ থাকে। ওই দিন রাতেই ফের ধস পড়ে রম্ভি এলাকায়। শনিবার দুপুর পর্যন্ত যাবাহন চলাচল বন্ধ থাকে ৩১ (এ) জাতীয় সড়কে।

শহিদকে শ্রদ্ধা
ভারত ছাড়ো আন্দোলনে শহিদ শঙ্কর মাহালিকে শ্রদ্ধা জানাল অখিল ভারতীয় মাহালি সঙ্ঘ। রবিবার কালচিনিতে একটি অনুষ্ঠানে শ্রদ্ধা জানান কয়েকশো মানুষ। সঙ্ঘের কোষাধ্যক্ষ বাবুল টোপ্পো জানান, ১৯৪২-এ ভারত ছাড়ো আন্দোলনে সামিল হন শঙ্কর মাহালি। পরে তাঁকে ইংরেজরা গ্রেফতার করে মহারাষ্ট্রের নাগপুর জেলা পাঠান। পরের বছর ১৯৪৩ সালে ১৯ জুন তাঁকে ফাঁসি দেওয়া হয়।”
Previous Story Uttarbanga First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.