|
|
|
|
সিপিএম কর্মীর বাড়িতে ভাঙচুরের অভিযোগ |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
সিপিএম কর্মীর বাড়িতে ভাঙচুর ও ভয় দেখানোর অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। শনিবার রাতে জামুড়িয়ার চুরুলিয়ার শ্রীরামকুলি বাউরি পাড়ায় ঘটনাটি ঘটে। স্থানীয় বাসিন্দা তথা সিপিএমের জামুড়িয়া এক নম্বর লোকাল কমিটির সদস্য সন্তোষ বাউরির স্ত্রী যুথিকাদেবী জামুড়িয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি জানান, তৃণমূল নেতা দোদুল বাউরি, পিন্টু মিশ্র-সহ ১৫-২০ জন দুষ্কৃতী তাঁদের বাড়ির সামনে চড়াও হয়। ভয়ে সন্তোষবাবু পিছন দিক দিয়ে বাড়ি ছেড়ে পালান। বাড়ির জানলা, দরজা লক্ষ করে ইট, পাথর ছুঁড়তে থাকে তাঁরা। সাত রাউন্ড গুলি চালানো হয় বলেও অভিযোগ। প্রতিবেশিরা জড়ো হতে শুরু করলে তারা পালায়। সিপিএমের জামুড়িয়া অজয় জোনাল কমিটির সদস্য মনোজ দত্তের অভিযোগ, “ভোটের আগে ওদের বদলা নয়, বদল চাই স্লোগান প্রহসনে পরিণত হয়েছে। ভোটের ফল ঘোষণা হওয়ার পরেই একের পর এক সিপিএম কর্মী-নেতার বাড়িতে হামলা চালাচ্ছে তৃণমূল। শুক্রবার রাতে ৪ নম্বর লোকাল কমিটির সম্পাদক দীপক মণ্ডলের বাড়ি লক্ষ করে গুলি চালানো হয়। কিছুদিন আগে নন্ডীগ্রামে দলের প্রবীণ সদস্য রাসবিহারী বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও ইট, পাথর ছোঁড়ে দুষ্কৃতীরা। সত্তর গ্রামে ডিওয়াইএফ সদস্য প্রতিবন্ধী যুবক দুর্গাদাস বাউরির উপরে হামলা চালানো হয়।”
তৃণমূল এই অভিযোগ অস্বীকার করেছে। দলের বর্ধমান জেলা (শিল্পাঞ্চল) কমিটির কার্যকরী সভাপতি তাপস বন্দ্যোপাধ্যায় জানান, পায়ের তলার মাটি হারিয়ে জনরোষের আতঙ্কে ভুগছে সিপিএম। তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সহানুভূতি আদায়ের চেষ্টা করছে ওরা। পুলিশ জানায়, ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে তল্লাশি শুরু হয়েছে। |
|
|
|
|
|