|
|
|
|
মাটির বাড়ি ধসল কাঁকসা ও ফরিদপুরে |
নিজস্ব সংবাদদাতা • দুর্গাপুর |
টানা বৃষ্টিতে বেশ কিছু মাটির বাড়ি ধসে গিয়েছে কাঁকসার বাবনাবেড়া, কেটেন প্রভৃতি এলাকায়। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ডাঙ্গালপাড়াতেও কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতুরিয়া-অঙ্গদপুর শিল্পাঞ্চলের বাসিন্দারা জমা জল সরাতে নিজেরাই রাস্তা কেটে দিয়েছেন। মহকুমা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, সব ক্ষেত্রেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার রাত থেকে টানা বৃষ্টিতে কাঁকসা ও দুর্গাপুর-ফরিদপুর ব্লকের গ্রামীণ এলাকাগুলিতে বাসিন্দারা মাটির বাড়ি ধসে যাওয়ার আশঙ্কা করছিলেন। শুক্রবার পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও শনিবার সন্ধ্যায় কাঁকসা ও ফরিদপুরে বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার খবর আসে। প্রশাসন অবশ্য আগে থেকেই পরিস্থিতির দিকে নজর রেখেছিল। তাই ক্ষতিগ্রস্তদের হাতে দ্রুত ত্রিপল পৌঁছে যায়। তবে কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি জনার্দন চট্টোপাধ্যায় জানান, সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে অতিরিক্ত ত্রিপলের জন্য মহকুমা প্রশাসনকে জানানো হয়েছে। শনিবার রাতে দুর্গাপুর-ফরিদপুর ব্লকের ডাঙ্গালপাড়াতেও কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। তবে কোথাও কোনও হতাহতের খবর নেই বলে জানিয়েছে মহকুমা প্রশাসন।
এক টানা বর্ষণে জল জমতে শুরু করেছিল দুর্গাপুরের রাতুরিয়া-অঙ্গদপুর শিল্পাঞ্চলের তেঁতুলতলা কলোনি এলাকায়। এমনিতেই এলাকাটি নিচু। বৃষ্টির পরিমাণ বেশি হলেই জল জমে যায়। এ দিন অবশ্য ঝুঁকি নেননি এলাকার বাসিন্দারা। দ্রুত রাস্তা কেটে জল যাওয়ার ব্যবস্থা করে নেন। ক্ষতিগ্রস্ত রাস্তাটি দ্রুত মেরামত করে ফেলা হবে বলে মহকুমা প্রশাসন সূত্রে জানানো হয়েছে। |
|
|
|
|
|