মুম্বই থেকে হিরে ও সোনার গয়না চুরি করে পালিয়ে আসার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। শনিবার মুম্বই ও কালনা থানার পুলিশ যৌথ অভিযান চালিয়ে বিল্টু আসরফ শেখ নামে ওই ব্যক্তিকে ধরে। ধৃতের বাড়ি কালনা ২ ব্লকের কৈখালি গ্রামে। রবিবার কালনা মহকুমা আদালতে তোলা হলে ধৃতকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। কালনা থানা সূত্রে জানানো হয়, বিল্টুকে ২৪ জুন মুম্বই আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে জানা যায়, মুম্বইয়ের আন্ধেরি এলাকায় বছরখানেক আগে একটি গয়নার দোকানে কাজ করতে শুরু করেন বিল্টু। মাস দু’য়েক আগে সে বহু মূল্যবান একটি হিরে ও কিছু সোনা চুরি করে চম্পট দেয় বলে দোকান মালিক অভিযোগ দায়ের করেন। দিন পঁচিশ আগে মুম্বই পুলিশ ঘটনার তদন্তে কালনা থানার সাহায্য চায়। পুলিশ বিল্টুর বাড়িতে তল্লাশি চালিয়ে হিরে উদ্ধার করে। পুলিশ জানতে পারে, বিল্টু ও তার কয়েক জন সঙ্গী কিছু চোরাই মালপত্র ইতিমধ্যে বিক্রি করেছে। শুক্রবার মুম্বই পুলিশের এক ইন্সপেক্টর-সহ চার জনের একটি দল সোনার দোকানের মালিককে নিয়ে কালনায় আসে। এ বার পুলিশ বিল্টুকে হাতেনাতে ধরে ফেলে। পুলিশ জানায়, বাকি মালপত্রের খোঁজে তল্লাশি চলছে।
|
শুক্রবার থেকে নিখোঁজ এক যুবক। রানিগঞ্জের কাঁকরডাঙায় ঘটনাটি ঘটে। নিখোঁজ ব্যক্তির দাদা এ দিন রাতে রানিগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ জানায়, নিখোঁজ মিন্টু গোপের খোঁজে তল্লাশি চলছে। মিন্টুবাবুর দাদা অশোক গোপ জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ তাঁর ভাই ওষুধ কিনতে যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরোন। তারপর সাড়ে ৯টা নাগাদ ভাগ্নে তপন ঘোষের সঙ্গে তাঁর টেলিফোনে কথা হয়। তারপর থেকে আর কোনও যোগাযোগ করা যায়নি। তিনি রাতে রানিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন। রানিগঞ্জের ওসি শঙ্কর ঘড়ুই জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সংলগ্ন থানা, হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, রেল পুলিশকে বিষয়টি জানানো হয়েছে। সবক্ষেত্রেই যোগাযোগ রাখা হচ্ছে।
|
শনিবার ভোর রাতে দুর্গাপুর বাজারে এসবি মোড়ের কাছে দু’টি দোকানে আগুন লেগে যায়। দমকলের তিনটি ইঞ্জিন আধঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্বে আনে। ভোররাতে এলাকার বাসিন্দারা দেখেন দু’টি দোকান জ্বলছে দাউ দাউ করে। দোকানের মালিক জয়া ভদ্র থাকেন দোকানের পিছনেই। তাঁকে খবর দেওয়া হয়। তিনি দমকলে খবর দিলে দ্রুত দমকলের তিনটি ইঞ্জিন চলে আসে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, শর্ট শার্কিটের ফলেই আগুন লেগেছে। |