টি টোয়েন্টি চন্দন রুদ্র: নৈশালোকে খেলা। চিয়ার লিডারদের নাচ। বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা। আতস বাজির প্রদর্শনী। মাঠ ভর্তি দর্শক। সব মিলিয়ে ডুমুরজলা স্পোর্টস কমপ্লেক্সের মাঠে সারা বাংলা টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা জমে উঠেছিল। ফাইনালে কলকাতার মন্থন ব্রডব্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বর্ধমান মিলনী ক্লাব। কলকাতা, হাওড়া, বর্ধমান ও মেদিনীপুরের মোট ১৬টি দলকে নিয়ে ১২ মে থেকে শুরু হয়েছিল এই কুড়ি ওভারের লড়াই। যৌথ ভাবে আয়োজন করেছিল হাওড়া স্পোর্টিং ক্লাব কোচিং সেন্টার ও সাঁতরাগাছি স্বামী বিবেকানন্দ স্পোর্টস ক্লাব। এ বার তৃতীয় বর্ষ। হাওড়া সম্মিলনী, বালি ক্রিকেট কোচিং সেন্টার, সাঁতরাগাছি ক্রিকেট কোচিং সেন্টারের মতো বেশ কয়েকটি হাওড়ার ক্লাব প্রতিযোগিতায় অংশ নিলেও কোনও ক্লাবই সেমিফাইনালে উঠতে পারেনি।
সাপ্তাহিক ক্রোড়পত্র