উত্তর-দক্ষিণ ২৪ পরগনা |
৩০টি ট্রলারের খোঁজ নেই, আজ নামছে নৌবাহিনী |
|
নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ ২৪ পরগনা থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল ৩৩টি ট্রলার। তার মধ্যে ৩০টি ট্রলারের কোনও খোঁজ মিলছে না। সেগুলিকে খুঁজতে বিশাখাপত্তনম থেকে নৌবাহিনীর বিশেষ একটি দল আসছে। হলদিয়া থেকে আসছে উপকূলরক্ষী বাহিনীর একটি দলও। শুক্রবার সন্ধ্যায় মহাকরণে রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের সচিব ইন্দিবর পাণ্ডে বলেন, ৩৩টি ট্রলারই বৃহস্পতিবার সমুদ্রে নিখোঁজ হয়ে গিয়েছিল। মাত্র তিনটির খোঁজ মিলেছে। |
|
দুর্যোগে ক্ষতিগ্রস্ত এলাকায় দ্রুত পাঠানো হচ্ছে ত্রাণ |
নিজস্ব সংবাদদাতা, বসিরহাট ও ডায়মন্ড হারবার: নিম্নচাপের জেরে বৃহস্পতিবার ভোর রাত থেকে টানা বৃষ্টি ও প্রবর ঝোড়ো হাওয়ার দাপটে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার বেশ কিছ এলাকায় ক্ষতি হয়েছে নদীবাঁধের। বিশেষ করে নামখানা, বাসন্তী, গোসাবা, সন্দেশখালিতে বেশ কিছু জায়গায় নদীবাঁধে ফাটল ধরেছে এবং কোনও কোনও জায়গায় নদীবাঁধ বসে গিয়েছে। সেচ দফচরের বাস্তুকারদের অবিলম্বে ক্ষতিগ্রস্ত এলাকায় যাওয়ার জন্য বলা হয়েছে। |
|
|
বৃষ্টি আর বিদ্যুৎ বিভ্রাটে শিল্পাঞ্চলে বিপর্যস্ত জনজীবন |
|
ভুয়ো রেশনকার্ড ও দালালচক্র ভাঙতে ব্যবস্থা নিচ্ছে খাদ্য দফতর |
|
টুকরো খবর |
|
হাওড়া-হুগলি |
ভাসল হাওড়া, রেলের উপরে দায় চাপালেন মেয়র |
|
নিজস্ব সংবাদদাতা, কলকাতা: একটানা বৃষ্টিতে বিস্তীর্ণ এলাকায় জল জমার দায় রেলের ঘাড়ে চাপালেন হাওড়া পুরসভার মেয়র। মেয়র মমতা জয়সোয়াল শুক্রবার অভিযোগ জানান, হাওড়ার মূল নিকাশি রানি ঝিলের উপর নির্ভরশীল। তা পরিষ্কারের দায়িত্ব রেলের। কিন্তু রেল নিয়মিত তা করে না। হাওড়ার তিন দিকে রেললাইনের পাশের নিকাশি খালগুলিও সাফ করেনি তারা। জমা জল না বেরোনোয় বিপর্যস্ত জনজীবন। |
|
ঝড়বৃষ্টিতে জনজীবন, বিপর্যস্ত দু’জেলাতেই |
নিজস্ব প্রতিবেদন: একটানা বৃষ্টি এবং ঝোড়ো আবহাওয়ায় হুগলি ও হাওড়ার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে শুক্রবার। গাছ পড়ে, বাড়ি ভেঙেছে। প্রাণহানি না হলেও মানুষের ভোগান্তি এড়ানো যায়নি। হুগলির আরামবাগ-সহ চারটি মহকুমায় সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে খাদ্যশস্য এবং নৌকা মজুত করে রাখা হয়েছে। পাঠানো হয়েছে ত্রিপল। তবে এ দিন রাত পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে দাবি করেছে প্রশাসন। |
|
|
ন’মাস পরে বেতন
পেলেও সমস্যা ঘনীভূত |
তথ্য মিত্র কেন্দ্র বন্ধ
করে দিল ব্লক প্রশাসন |
|
টুকরো খবর |
|