|
|
|
|
তথ্য মিত্র কেন্দ্র বন্ধ করে দিল ব্লক প্রশাসন |
নিজস্ব সংবাদদাতা • পুড়শুড়া |
চুক্তির শর্ত না মানায় পুড়শুড়া ব্লক অফিস চত্বরে তথ্য মিত্র কেন্দ্রটি বন্ধ রাখার নির্দেশ দিলেন বিডিও। কেন্দ্রটির বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।
প্রশাসন সূত্রের খবর, পুড়শুড়া পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা কিঙ্কর মাইতির অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে ব্লক প্রশাসন। দেখা যায়, সিপিএম নেত্রী তথা পুড়শুড়া পঞ্চায়েত সমিতির তৎকালীন সভাপতি শিপ্রা আদকের মেয়ে ডালিয়া আদকের নামে কেন্দ্রটি লিজের ভিত্তিতে অনুমোদিত হয়েছে। বিডিও ফইয়াজ আহমেদ জানান, ২০০৮ সালের ২ জুন ঘরটি কুড়ি বছরের জন্য লিজে দেওয়া হয়। ভাড়া ধার্য হয় মাসে দেড়শো টাকা। বিদ্যুৎ বিল কেন্দ্রটির নিজেরই মেটানোর কথা। কিন্তু প্রথম থেকে এখনও পর্যন্ত ঘরভাড়া মেটানো হয়নি। বিদ্যুতের বিল নিয়েও গড়মিল আছে বলে অভিযোগ। বিডিও জানিয়েছেন, আগামী সোমবার বৈঠক ডাকা হয়েছে। সেখানেই বকেয়া টাকা পরিশোধের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আপাতত কেন্দ্রটিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।”
গ্রামোন্নয়ন দফতরের সিদ্ধান্ত ছিল, রাজ্যের প্রতিটি পঞ্চায়েত এবং পঞ্চায়েত সমিতির অফিসে গ্রামের মানুষকে কম্পিউটার ও ইন্টারনেট পরিষেবা দেওয়ার ব্যবস্থা করতে ‘তথ্য মিত্র কেন্দ্র’ চালু করা হবে। এখান থেকে পঞ্চায়েত-সংক্রান্ত যাবতীয় তথ্যের পাশাপাশি ফর্ম পাওয়া যাবে। রেলের টিকিট বুকিং হবে। এ ছাড়াও আরও কিছু পরিষেবা মিলবে। পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি কম্পিউটার জানা বেকার যুবক-যুবতীদের বাছাই করে ন্যূনতম ভাড়ায় ঘরের ব্যবস্থা করে দেবে।
কিঙ্করবাবুর অভিযোগ, তৎকালীন সভাপতি শিপ্রাদেবী স্বজনপোষণ করেছেন। এ ব্যাপারে দিন দু’য়েক আগে ব্লক প্রশাসনের কাছে অভিযোগ করেন তিনি। শিপ্রাদেবী এ ব্যাপারে কোনও মন্তব্য করেননি। তাঁর মেয়ে ডালিয়ার বিয়ে হয়ে গিয়েছে। এখন শিপ্রাদেবীর ছেলে উজ্জ্বল আদকই কেন্দ্রটি চালান। তিনি বলেন, “কোনও সুযোগ নিইনি। টাকা মেটানো হবে।” |
|
|
|
|
|