এক গৃহবধূকে পুড়িয়ে মারার দায়ে তাঁর স্বামী, শাশুড়ি, এক দেওর এবং জা-কে ১২ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। শুক্রবার উলুবেড়িয়ার ফাস্ট ট্র্যাক কোর্ট (১)-এর অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অসীমকুমার দাস এই রায় দেন। সাজাপ্রাপ্তেরা হল, স্বামী শেখ মোস্তাকিন, দেওর শেখ আজিজুল, শ্বাশুড়ি জুবেদা বিবি এবং জা পাকিজা বিবি। এ ছাড়াও ওই বধূকে নির্যাতনের দায়েও বিচারক ওই চারজনকে তিন বছর করে সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে ৩ মাস করে অতিরিক্ত সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন বলে মামলার সরকারি আইনজীবী সুদীপ ঘোষ জানিয়েছেন। পুলিশ জানায়, নিহত বধূর নাম মাওজুদা বেগম। তাঁর বাপের বাড়ি উলুবেড়িয়ার চেঙ্গাইলে। উলুবেড়িয়ারই তেহট্ট-বটতলা গ্রামের বাসিন্দা মোস্তাকিনের সঙ্গে তাঁর বিয়ে হয়। পেশায় ওই ব্যক্তি ছিল জরির কারিগর। মোস্তাকিনের আগেও দু’বার বিয়ে হয়েছিল বলে পুলিশ জানায়। তার অত্যাচারে দু’জন স্ত্রীই তাকে ছেড়ে পালিয়ে যান বলে গ্রামবাসীদের দাবি। তৃতীয়বার সে বিয়ে করে মাওজুদাকে। বিয়ের মাত্র ছ’মাসের মধ্যে ২০০৮ সালের ২৯ ফেব্রুয়ারি শ্বশুরবাড়িতে থাকাকালীন মাওজুদার গায়ে আগুন লাগানো হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। সেখান থেকে পাঠানো হয় কলকাতার এনআরএস হাসপাতালে। সেখানেই ৪ মার্চ তিনি মারা যান। মৃত্যুকালীন জবানবন্দিতে তিনি জানিয়ে দেন, স্বামী, শাশুড়ি, দেওর এবং জা তাঁর গায়ে আগুন ধরিয়েছে। মাওজুদার বাবা মহম্মদ আলি সানা মেয়ের স্বামী-সহ সাত জনের বিরুদ্ধে এফআইআর করেন। কয়েক দিনের মধ্যেই পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। তদন্তে নেমে পুলিশ জানতে পারে জুবেদা, আজিজুল এবং পাকিজা মাওজুদার হাত-পা চেপে ধরে রেখেছিল। মোস্তাকিন স্ত্রীর গায়ে কেরোসিন ঢেলে দেশলাই দিয়ে আগুন ধরিয়ে দেয়। মেয়ের অগ্নিদগ্ধ হওয়ার খবর মহম্মদ আলি সানা জানতে পারেন গ্রামবাসীদের কাছ থেকে।
|
বৃহস্পতিবার সন্ধ্যায় গোঘাটের উজলচক গ্রামের একটি পুকুর পাড় থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার করল পুলিশ। স্থানীয় তৃণমূল কর্মীদের অভিযোগের ভিত্তিতে গোঘাট ২ বিডিও অনির্বাণ সোমের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে একটি মাসকেট এবং ২টি হাতকামান উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
|
শুক্রবার সকালে আরামবাগের কীর্তিচন্দ্রপুরে এক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু ঘটেছে। পুলিশ জানায়, মৃতের নাম অশোক মুর্মু (৫০)। পারিবারিক অশান্তির জেরে তিনি বিষপান করে আত্মঘাতী হয়েছেন বলে মনে করছে পুলিশ। |