|
|
|
|
‘মোস্ট ওয়ান্টেড’ ভারতীয় চিকিৎসক, খুঁজছে এফবিআই |
সংবাদসংস্থা • শিকাগো |
বড়সড় জালিয়াতির অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত এক ডাক্তারকে হন্যে হয়ে খুঁজছে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। গৌতম গুপ্ত নামে ওই চিকিৎসক বিভিন্ন মার্কিন বিমা সংস্থাকে ঠকিয়ে গত এক দশকে প্রায় আড়াই কোটি মার্কিন ডলার হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ। যার জেরে এফবিআইয়ের ‘মোস্ট ওয়ান্টেড’ অপরাধীদের তালিকায় উঠে গিয়েছে গৌতম গুপ্তের নাম।
এফবিআই সূত্রের খবর, গৌতম চিকিৎসার ভুয়ো প্রমাণ দেখিয়ে ইলিনয়ের একটি বিমা সংস্থার থেকে টাকা আদায় করেছেন। উপরন্তু, নিম্ন আয়ের পরিবারগুলির জন্য ‘মেডিকেড’ নামে মার্কিন সরকারের যে স্বাস্থ্য পরিষেবা রয়েছে, একই রকম জালিয়াতি করে গৌতম তারও বহু টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। গৌতমের বিভিন্ন রোগীর সঙ্গে কথা বলে এফবিআই গোয়েন্দারা জেনেছেন, বহু রোগীকে কোনও রকম চিকিৎসা ছাড়াই বিভিন্ন পরীক্ষা করার নির্দেশ দিতেন ওই চিকিৎসক। অনেক ক্ষেত্রে প্রয়োজন না থাকলেও দু’এক সপ্তাহ অন্তর রোগীদের ফের আসতে বলতেন। এবং এই সমস্ত কিছুর জন্যই বিমা সংস্থার থেকে টাকা আদায় করতেন তিনি। এই সমস্ত তথ্যের ভিত্তিতেই গৌতমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে এফবিআই।
সংস্থার মুখপাত্র আজ বলেন, “গৌতম আপাতত ফেরার। বাড়ি বা ক্লিনিক কোথাও তাঁকে পাওয়া যায়নি।” ইলিনয়ের পুলিশ তাঁর খোঁজ চালাচ্ছে। গৌতম ভারতে পালিয়ে যেতে পারেন, এই আশঙ্কায় সতর্ক করা হয়েছে ইন্টারপোলকেও। এর আগে ১৯৯৯ এবং ২০০৮ সালেও চিকিৎসাক্ষেত্রে বিভিন্ন অনিয়মের অভিযোগে সমস্যায় পড়েছিলেন গৌতম। |
|
|
|
|
|