টুকরো খবর
ওমরের সঙ্গে যোগাযোগ করেছে ওবামা প্রশাসন, দাবি
তালিবান শীর্ষস্থানীয় নেতা মোল্লা ওমরের সঙ্গে ওবামা প্রশাসন যোগাযোগ করতে পেরেছে বলে দাবি করল একটি মার্কিন পত্রিকা। আফগানিস্তানে শান্তি ফেরাতে দীর্ঘ সময় ধরেই সেখানকার তালিবান নেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে আমেরিকা। ওই পত্রিকার দাবি, ২০০৭ সালে আমেরিকার হাতে ধরা পড়া তালিবানের অন্যতম প্রধান মুখপাত্র আব্দুল হাকিক ওরফে মহম্মদ হানিফের মাধ্যমেই ওমরের সঙ্গে যোগাযোগ স্থাপন করা গিয়েছে। আফগানিস্তানকে তালিবানি সন্ত্রাস থেকে মুক্ত করতে এবং বিদেশি সেনা সরিয়ে নেওয়ার ব্যাপারেই তালিবান নেতার সঙ্গে ওবামা প্রশাসনের কথা হবে বলে দাবি করা হয়েছে। এর আগে আমেরিকার তরফে একাধিক বার তালিবান নেতৃত্বকে দক্ষিণ আফগানিস্তানে কর্তৃত্ব বজায় রেখে দেশের বাকি অংশ থেকে সরে যাওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। কিন্তু তালিবান নেতারা তাতে সম্মত হননি। প্রাক্তন আইএসআই প্রধান হামিদ গুলের কথায়, “ওই প্রস্তাব মানলে আফগানিস্তানের উপর সার্বিক কর্তৃত্বের সুযোগ হারাবে তালিবানেরা। এটা তারা মানবে না।”

ব্রহ্মপুত্র নিয়ে আশ্বাস চিনের
নদীর জল নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবে চিন। তিব্বতে ব্রহ্মপুত্র নদের উপরে বাঁধ তৈরি করা নিয়ে চিনের কাছে রিপোর্ট চেয়েছে ভারত। তার পরেই এই মন্তব্য করেছে বেজিং। ওই বাঁধের সাহায্যে ব্রহ্মপুত্রের জল চিন অন্য পথে ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করেছে বলে প্রচারমাধ্যমে প্রকাশ। চিনা বিদেশ মন্ত্রক জানিয়েছে, যে সব নদী একাধিক দেশের মধ্য দিয়ে বয়ে গিয়েছে সেগুলির জল নিয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করবে চিন। এই বিষয়ে অন্য দেশের উদ্বেগকে গুরুত্ব দিয়ে বিচার করা হবে। এই ধরনের আশ্বাস অবশ্য আগেও দিয়েছে চিন।

মহিলাকে নগ্ন করে ঘোরানো হল রাস্তায়
উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার-পাখতুনখাওয়া প্রদেশের এক মহিলার স্বামী কর্মসূত্রে লাহৌরে থাকেন। ওই মহিলা গর্ভবতী হয়ে পড়লে তাঁর স্বামী গ্রামের উপজাতি পরিষদে অভিযোগ করেন। মহিলা জানান, গ্রামের দুই ছেলে তাঁকে ধর্ষণ করায় গর্ভবতী হয়ে পড়েছেন। পরিষদের সালিশি সভায় ঠিক হয়, স্বামীকে ত্যাগ করতে হবে তাঁকে। ধর্ষণে অভিযুক্ত এক ব্যক্তির ‘অপকর্ম’-এর শাস্তি দেওয়া হবে তার মাকে। অভিযুক্তের মাকে প্রচণ্ড মারধর করে নগ্ন করে গ্রামের বাজারের মধ্যে ঘোরানো হয়। পুলিশ তিন জনকে গ্রেফতার করেছে।

ভারতের ভুল মানচিত্র তুলে নিল অস্ট্রেলিয়া
ওয়েবসাইট থেকে ভারতের ভুল মানচিত্র তুলে নিল অস্ট্রেলিয়া। জম্মু-কাশ্মীর ও অরুণাচল প্রদেশ বাদ দিয়ে ভারতের মানচিত্র প্রকাশ হয়েছিল অস্টেলিয়ার অভিবাসন দফতরের ওয়েবসাইটে। অস্ট্রেলিয়ার ভারতীয়দের নিয়ে গঠিত ‘অভিবাসন ও নাগরিকত্ব মঞ্চ’ (ডায়াক)-এর মুখপাত্র জানান, মানচিত্রটি রাষ্ট্রপুঞ্জ থেকে দেওয়া হয়েছিল। কোনও রকম সূত্র নির্দেশ ছাড়াই তা ভুলবশত ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এমআইটিতে বিভাগীয় প্রধান এক ভারতীয়
‘ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজির’ (এমআইটি) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কম্পিউটার সায়েন্সের (ইইসিএস) বিভাগীয় প্রধানের দায়িত্ব পেলেন ভারতীয় বংশোদ্ভূত শিক্ষাবিদ অনন্ত চন্দ্রকাসান। আগামী ১ জুলাই থেকে তিনি কাজ শুরু করবেন। এর আগে এই দায়িত্বে ছিলেন এরিক গ্রিমসন, যিনি সম্প্রতি এমআইটির চ্যান্সেলর পদে নিযুক্ত হয়েছেন।

পেন্টাগনের কাছে গ্রেফতার এক
মার্কিন প্রতিরক্ষা সদর পেন্টাগনের এক সমাধিক্ষেত্রের কাছেই গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন এক কৃষ্ণাঙ্গ মার্কিন। সন্দেহ হওয়ায় পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করে। তল্লাশি চালিয়ে মিলেছে বিস্ফোরক তৈরির উপাদান অ্যামোনিয়াম নাইট্রেট, তালিবান ও আল কায়দা সংক্রান্ত কাগজও। তাঁকে গ্রেফতার করা হয়েছে।
Previous Story Bidesh First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.