|
|
|
|
|
|
|
শীর্ষ শিরোনাম...
সন্ধ্যে ৮.১৪ |
হাসপাতালে ভয়াবহ আগুন |
• ভয়াবহ আগুন লাগল ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে।
• বৃহস্পতিবার রাত দু’টো নাগাদ হাসপাতালের নতুন ভবনের বেসমেন্টে আগুন লাগে।
• দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। ঘটনার পিছনে হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতিকেই দায়ী করা হচ্ছে।
বেসমেন্ট থেকে এখনও বের হচ্ছে ধোঁয়া।
• আগুন নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ২৫টি ইঞ্জিন।
• জানলার কাচ ভেঙে বের করা হয় কিছু রোগীকে। এখনও পর্যন্ত ৯০ জনকে উদ্ধার করা হয়েছে।
• সরকারি মতে মৃতের সংখ্যা ৮৯। তবে সংখ্যা আরও বাড়তে পারে।
• এসএসকেএম-এ রাখা হয়েছে অন্তত ৪২টি মৃতদেহ। রাখা হয়েছে হাসপাতালের সামনের পার্কেও। এছাড়াও বাঙুর, মুকুন্দপুরের হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে মৃতদেহ।
• ঘটনাস্থলে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী।
• দমকলের অভিযোগের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ফৌজদারি মামলা
দায়ের করেছে পুলিশ।
• মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্যের আশ্বাস দিল হাসপাতাল কর্তৃপক্ষ।
• আত্মসমর্পণ করলেন হাসপাতালের কর্ণধার শ্রবণকুমার তোদী। আত্মসমর্পণ আর এস গোয়েঙ্কারও।
• এখনও পর্যন্ত গ্রেফতার শ্রবণকুমার তোদী-সহ হাসপাতাল পরিচালন সমিতির ৬ সদস্য।
• এদের সকলকেই জামিন অযোগ্য ধারায় গ্রেফতার করা হয়েছে।
• ধৃতদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন ও অনিচ্ছাকৃত খুনের চেষ্টার অভিযোগ দায়ের।
• হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছে।
• উদ্ধারকার্য এখনও চলছে। • অগ্নিকাণ্ডের ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষকেই দায়ী করলেন সিপিআই সাংসদ গুরুদাস দাশগুপ্ত।
• অন্যদিকে বামেদের দুষছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাঁর কথায় ‘সিপিএমের আমলে তৈরি এই হাসপাতাল বাম-ঘনিষ্ঠদের’।
• অপর দিকে রাজ্য সরকারের গাফিলতির দিকে আঙুল তুলেছেন সিপিএমের বাসুদেব আচারিয়া।
হেল্পলাইন: ৯৯৩২২১৫২৯৬/৯৮৩১২২৫০৬৭ |
|
সবার উপরে সহবাগ |
এই বীরুকেই তো চাই অস্ট্রেলিয়ায় |
দীপ দাশগুপ্ত |
বীরুর ২১৯ বারবার আমাকে এগারো বছর আগের ব্লুমফন্টেনে নিয়ে যাচ্ছিল। মনে পড়ছিল, সে বারের দক্ষিণ আফ্রিকা সফরে ব্লুমফন্টেনের প্রথম টেস্টে অভিষেক হয়েছিল বীরুর। আমারও। ওর টেস্ট ক্যাপের নম্বর ছিল ২৩৮ আর আমার ২৩৯। সচিন বা অন্য কারও থেকে প্রথম বার ক্যাপ পাওয়ার যে রেওয়াজ এখন চালু হয়েছে, সেই টেস্টটায় সে রকম কিছু ছিল না। একে অপরের টেস্ট ক্যাপ নম্বরটা আমরা কখনও ভুলিনি। অর্থাৎ আমি ওর কাছে এখনও ২৩৯ নম্বর! মজা করে বলেও সেটা মাঝে মাঝে। ওই টেস্টের আগে দলীপ ট্রফিতে খেলেছিলাম ওর বিরুদ্ধে, কিন্তু কোনও আন্তর্জাতিক সফরে সেই প্রথম। জীবনের প্রথম টেস্টেই সেঞ্চুরি করেছিল, কিন্তু নিশ্চিত ছিলাম না ওর গ্রেটনেস নিয়ে। সে দিনের ডাকাবুকো ছেলে আজ বীরেন্দ্র সহবাগ হয়েছে। কিন্তু তখন যেটা ছিল, আজও আছে। বিস্তারিত... |
|
ভোট এড়াতেই খুচরো নিয়ে
সিদ্ধান্ত স্থগিত, দাবি প্রণবের |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
কাজে নামার আগে নিজেদের দলটাকেই কেন প্রস্তুত করা হয়নি, খুচরো ব্যবসায় বিদেশি লগ্নি নিয়ে এখন সেই প্রশ্ন সামলাতে হচ্ছে মনমোহন সিংহের সরকারকে। যে কারণে এই বিষয়ে পিছু হঠার কথা ঘোষণা করার ২৪ ঘণ্টা না কাটতেই, অর্থমন্ত্রী আজ জানিয়ে দিয়েছেন, বহু ব্র্যান্ডের খুচরো ব্যবসায় প্রত্যক্ষ বিদেশি লগ্নির সিদ্ধান্তে কোনও ভুল হয়নি। তবু সিদ্ধান্ত স্থগিত রাখতে হয়েছে অসময়ে নির্বাচন এড়ানোর জন্যই। সরকার পড়ে যাওয়ার অস্বস্তিকর আশঙ্কার কথা এ ভাবে স্বীকার করে নিয়েও প্রণব মুখোপাধ্যায় এ দিন বোঝাতে চেয়েছেন, খুচরো ব্যবসার বিদেশি লগ্নির বিষয়টি এখানেই থমকে যাচ্ছে না। বরং সরকার বিষয়টি নিয়ে এগোবেই। সব দলের সম্মতি পাওয়ার চেষ্টাও চালিয়ে যাবে সরকার। সন্দেহ নেই এ ক্ষেত্রে নিজেদের দলেই যে প্রশ্নগুলি উঠছে সবার আগে তার উত্তরই দিতে হচ্ছে মনমোহন সিংহ, প্রণববাবুদের। বিস্তারিত... |
|
চিদম্বরমের বিরুদ্ধে কোর্টের
নির্দেশকেও অস্ত্র করছে বিজেপি |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
প্রায় দু’সপ্তাহ পরে সংসদ ফের স্বাভাবিক কাজকর্ম শুরু করলেও চিদম্বরমকে বয়কট এবং তাঁর বিরুদ্ধে প্রচারের ব্যাপারে অনড় থাকারই সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। এই সূত্রে সরকারের বিরুদ্ধে দুর্নীতি-বিরোধী প্রচারও নতুন করে সংসদে শুরু করতে চায় তারা। গত কাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি বিল পেশের সময় বিজেপি হট্টগোল করে। আর আজ চিদম্বরমের ইস্তফার দাবিতে দুপুর দু’টো পর্যন্ত সংসদের দুই কক্ষই অচল রাখে তারা। দুর্নীতি-বিরোধী প্রচারে তাদের অক্সিজেন জোগায় টু-জি মামলা নিয়ে আদালতের একটি নির্দেশ। এ দিন টু-জি মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে প্রমাণ পেশের জন্য জনতা পার্টির সভাপতি সুব্রহ্মণ্যম স্বামীকে অনুমতি দেয় বিশেষ সিবিআই আদালত। শুধু তাই নয়, কর্নাটকে অবৈধ খননে দুর্নীতির অভিযোগে বিদেশমন্ত্রী তথা সে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে রাজ্যের লোকায়ুক্ত পুলিশ। কংগ্রেসেরই রাজ্যের আর এক প্রাক্তন মুখ্যমন্ত্রী ধর্ম সিংহ ও জেডি(এস)-এর কুমারস্বামীর বিরুদ্ধেও একই অভিযোগ তোলা হয়েছে। বিস্তারিত... |
|
‘সৌজন্য’ রীতিতেই মমতার
মাকে দেখে এলেন সূর্যকান্ত |
নিজস্ব সংবাদদাতা • কলকাতা |
রাজ্য রাজনীতিতে ফের ‘সৌজন্যে’র নজির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থ মা গায়ত্রী বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে গিয়ে দেখে এলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। দেখা করে এলেন বৃহস্পতিবারই হাসপাতালে ভর্তি-হওয়া রাজ্যের শিল্পমন্ত্রী তথা পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও। শুধু তা-ই নয়, মমতার মা এবং পরিষদীয় মন্ত্রীর অসুস্থতার প্রেক্ষিতে আজ, শুক্রবার মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কর্মসূচিও স্থগিত রেখেছেন সূর্যবাবুরা। মুখ্যমন্ত্রী মমতাও এই ‘সৌজন্যে’র জন্য বিরোধী দলনেতাকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন। বিরোধীরা যখন ফের তাঁর সঙ্গে দেখা করার সময় চাইবেন, তখন তিনি তা বিবেচনা করবেন বলেও ‘আশ্বাস’ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূর্যবাবুও বলেছেন, মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ এমন কিছু ‘জরুরি’ নয় যে, এই পরিস্থিতিতেই তা করতে হবে। সেই জন্যই বিষয়টি তাঁরা নিজেরাই পিছিয়ে দিতে চেয়েছেন। বিস্তারিত... |
|
কেমো-রেডিয়েশনে লক্ষ্যভেদের
অস্ত্র দিলেন দুই বাঙালি |
সোমা মুখোপাধ্যায় • কলকাতা |
কেমোথেরাপি বা রেডিওথেরাপি-র আগে একটা ইঞ্জেকশন! সেটাই হয়তো হয়ে উঠতে পারে ক্যানসারের চিকিৎসাকে কার্যকর করার অন্যতম গুরুত্বপূর্ণ ধাপ। এমনটাই দাবি করছেন দুই বাঙালি চিকিৎসা-বিজ্ঞানী। ক্যানসারের মতো মারণ রোগের চিকিৎসায় ‘ডোপামিন’ নামে ওই রাসায়নিক যৌগ কতটা কার্যকরী ভূমিকা নিতে পারে, সে সম্পর্কে তাঁদের গবেষণাপত্রটি চলতি সপ্তাহে আমেরিকার প্রসিডিংস অফ দ্য ন্যাশনাল অ্যাকাডেমি ফব সায়েন্সেস (পিএনএএস)-এ প্রকাশিত হয়েছে। শুধু তা-ই নয়, যে কোনও ক্ষত নিরাময়ে ডোপামিনের কার্যকারিতাও সামনে এনেছেন তাঁরা। যে বিষয়ে তাঁদের গবেষণা প্রকাশিত হয়েছে নেচার ইন্ডিয়া পত্রিকায়। এই গবেষণার সূচনা আদতে কলকাতার চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউট (সিএনসিআই)-এ। যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত বিজ্ঞানী পার্থসারথি দাশগুপ্ত। এবং সেখানেই দীর্ঘ দিন মেডিক্যাল অঙ্কোলজি-র প্রধান হিসেবে কাজ করেছেন সুজিত বসু। আশির দশকের শেষে তিনি যোগ দেন ওহিও স্টেট ইউনিভার্সিটিতে। বিস্তারিত... |
|
পর্ষদ-সংসদ মিলিয়ে হোক একটি সংস্থা |
সাবেরী প্রামাণিক • কলকাতা |
প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পুরো স্কুলশিক্ষা এখন পরিচালনা করে তিনটি সংস্থা। এ বার সেটাকে দু’টি সংস্থার হাতে দেওয়ার সুপারিশ করেছে কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম)। তারা বলছে: • মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে মিলিয়ে দিয়ে একটি সংস্থা গড়া হোক। • অবলুপ্তি ঘটানো হোক প্রাথমিক শিক্ষা পর্ষদের। প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পঠনপাঠন তদারকির দায়িত্ব ন্যস্ত করা হোক রাজ্য শিক্ষা গবেষণা ও প্রশিক্ষণ পরিষদ (এসসিইআরটি)-এর উপরে। ‘পশ্চিমবঙ্গে স্কুলশিক্ষার পুনর্বিন্যাস’ কেমন হওয়া উচিত, সেই ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য ২০১০ সালের অগস্টে আইআইএম-কে দায়িত্ব দিয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকার। আইআইএমের ছ’জন শিক্ষক এই বিষয়ে রিপোর্ট তৈরি করে সম্প্রতি পেশ করেছেন রাজ্য সরকারের কাছে। তাতেই পুরো স্কুলশিক্ষা ব্যবস্থাকে দু’টি সংস্থার আওতায় আনার কথা বলা হয়েছে। বিস্তারিত... |
|
কোম্পানির মুখেই ‘অঙ্ক’ বুঝতে চান সিঙ্গুরের চাষি |
গৌতম বন্দ্যোপাধ্যায় • সিঙ্গুর |
ওয়ালমার্ট বা টেসকো-র নাম ওঁদের জানার কথা নয়। তবে বড় সংস্থাকে ফসল বিক্রি নিয়ে চারদিকের শোরগোলের আঁচ ওঁদের কানেও পৌঁছেছে। যা শুনে ওঁরা বলছেন, “ফড়ের হাতে এমনিতেই তো মার খাচ্ছি। বড় কোম্পানিকে সরাসরি খেতের ফসল বেচলে লাভের মুখ দেখব কি না, সেটা কোম্পানির লোকই এসে বলুক না!” ওঁরা সিঙ্গুরের চাষি। সেই সিঙ্গুর, কৃষকের জমিরক্ষার আন্দোলনের সুবাদে যা শিরোনামে উঠে এসেছিল। সেখানকার কাশীনাথ দাস-দিলীপ দাসের মতো কৃষকেরা জানেন না, ওই সব বড় কোম্পানিকে সরাসরি খেতের সব্জি বিক্রি করলে লোকসানের হিসেব লাভে বদলে যায় কি না। কিন্তু ফড়ে-রাজের দাপটে এখনও লাভ-লোকসানের হিসাব মেলাতে পারছেন না তাঁরা। সিঙ্গুরের বেড়াবেড়িতে টাটাদের পরিত্যক্ত কারখানার পাঁচিলের গা ঘেঁষে কাশীনাথবাবুর জমি। টাটাদের প্রকল্প-এলাকার মধ্যে জমি না-পড়ায় সে সময়ে নিজের অদৃষ্টকে ধন্যবাদ জানিয়েছিলেন তিনি। বিস্তারিত... |