১ রাজ্য-রাজনীতিতে পরিবর্তনের হাওয়া
প্রথম ঘনীভূত হয়েছিল যেখানে।
৩ বজ্রপাত।
৫ দেওয়ালিতে রাত্রে সারা আকাশ
এ আলোকিত করে।
৮ বিশৃঙ্খল, বিপর্যস্ত।
৯ স্বরলিপির বই।
১১ শ্বেতপদ্ম, শালুক।
১২ ‘ভজ মন রাম’।
১৪ তেইশ সংখ্যা।
১৬ খনিজ।
২০ ‘ও সেইচপলচরণ সোনার হরিণ চাই’।
২২ বাঁকা, কুটিল, দৃষ্টি।
২৩ সংগীতে বাদ্যযন্ত্রে তিন বার আঘাত।
২৪ পেন্সিলের লেখা মুছতে লাগে।
২৫ বোনের মেয়ে।
২৭ চন্দননগরের পূর্বনাম।
২৮ জাঁক, আড়ম্বর।
৩০ সমক্ষে, মুখোমুখি।
৩২ পশুবৎ, জন্তুসম্বন্ধীয়।
৩৫ ভীত, শঙ্কাপ্রাপ্ত।
৩৬ কলকাতার প্রাণকেন্দ্র।
৩৮ চৈত্র ও বৈশাখ মাস।
৪০ বিরতি নেই এমন।
৪১ নানা রকম রঙ্গ।
৪২ যেখানে ন’জনের প্রাণ
নিল হার্মাদবাহিনী। |
|
১ প্রাসাদের প্রধান ফটক।
২ হিজরির সপ্তম মাস।
৩ দীপ্তেন্দ্র সান্যাল সম্পাদিত এক সময়ের
জনপ্রিয় সাময়িক পত্রিকা।
৪ নিজের, স্বীয়।
৫ গচ্ছিত, জমা, টাকা।
৬ যে রোগে বিছানায় শুলে কাঁটা
বেঁধে বলে মনে হয়।
৭ ধুয়া, তোলা।
১০ কোনও রাষ্ট্রের অন্য দেশ সম্পর্কিত নীতি।
১৩ মন্দিরসম মন।
১৫ শিঙের তৈরি বাদ্য।
১৭ রাং-এর প্রলেপ।
১৮ বেল্ট আটকানোর আংটাওয়ালা খিল।
১৯ ‘অন্তর মম বিকশিত করোহে’।
২১ পশুপাখির ডাক নকল করতে পারে এ।
২৩ তিনরঙা পতাকা।
২৬ শ্রীনগরের নদী।
২৭ গৌরবর্ণ।
২৯ রুপোর উজ্জ্বলতা।
৩১ শ্রাদ্ধের পরের অনুষ্ঠান।
৩৩ ভারতের প্রথম সহকারী প্রধানমন্ত্রী
পটেল, ‘লৌহমানব’ নামে খ্যাত।
৩৪ বিদ্বান নয়।
৩৫ সুরা, মদ।
৩৭ দরিদ্র।
৩৯ বেতন। |