পর্ষদ-সংসদ মিলিয়ে
হোক একটি সংস্থা |
সাবেরী প্রামাণিক, কলকাতা: প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পুরো স্কুলশিক্ষা এখন পরিচালনা করে তিনটি সংস্থা। এ বার সেটাকে দু’টি সংস্থার হাতে দেওয়ার সুপারিশ করেছে কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (আইআইএম)। ‘পশ্চিমবঙ্গে স্কুলশিক্ষার পুনর্বিন্যাস’ কেমন হওয়া উচিত, সেই ব্যাপারে পরামর্শ দেওয়ার জন্য ২০১০ সালের অগস্টে আইআইএম-কে দায়িত্ব দিয়েছিল তৎকালীন বামফ্রন্ট সরকার। আইআইএমের ছ’জন শিক্ষক এই বিষয়ে রিপোর্ট তৈরি করে সম্প্রতি পেশ করেছেন রাজ্য সরকারের কাছে। তাতেই পুরো স্কুলশিক্ষা ব্যবস্থাকে দু’টি সংস্থার আওতায় আনার কথা বলা হয়েছে। |