স্থগিত আজকের বৈঠক
‘সৌজন্য’ রীতিতেই মমতার মাকে দেখে এলেন সূর্যকান্ত
রাজ্য রাজনীতিতে ফের ‘সৌজন্যে’র নজির। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অসুস্থ মা গায়ত্রী বন্দ্যোপাধ্যায়কে হাসপাতালে গিয়ে দেখে এলেন বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র। দেখা করে এলেন বৃহস্পতিবারই হাসপাতালে ভর্তি-হওয়া রাজ্যের শিল্পমন্ত্রী তথা পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গেও। শুধু তা-ই নয়, মমতার মা এবং পরিষদীয় মন্ত্রীর অসুস্থতার প্রেক্ষিতে আজ, শুক্রবার মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের কর্মসূচিও স্থগিত রেখেছেন সূর্যবাবুরা।
মুখ্যমন্ত্রী মমতাও এই ‘সৌজন্যে’র জন্য বিরোধী দলনেতাকে ‘ধন্যবাদ’ জানিয়েছেন। বিরোধীরা যখন ফের তাঁর সঙ্গে দেখা করার সময় চাইবেন, তখন তিনি তা বিবেচনা করবেন বলেও ‘আশ্বাস’ দিয়েছেন মুখ্যমন্ত্রী। সূর্যবাবুও বলেছেন, মুখ্যমন্ত্রীর সাক্ষাৎ এমন কিছু ‘জরুরি’ নয় যে, এই পরিস্থিতিতেই তা করতে হবে। সেই জন্যই বিষয়টি তাঁরা নিজেরাই পিছিয়ে দিতে চেয়েছেন।
কৃষকদের সমস্যা-সহ একগুচ্ছ বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চেয়ে আজ, শুক্রবার মহাকরণে যাওয়ার কথা ছিল সূর্যবাবুর নেতৃত্বে বামফ্রন্টের পরিষদীয় দলের। তবে যখন তাঁরা মুখ্যমন্ত্রীর সময় চেয়েছিলেন, তখনও মমতার মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হননি। বিধানসভার শীতকালীন অধিবেশন শুরু হওয়ার দিনও তখন ঘোষিত হয়নি। এরই মধ্যে মগরাহাটে পুলিশের গুলিচালনার মতো ঘটনা ঘটেছে। বিধানসভার অধিবেশনে ওই বিষয়গুলি নিয়ে বিরোধী শিবিরকে সরব হতেই হবে। বাম সূত্রের ব্যাখ্যায়, এর মধ্যে আর মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখোমুখি আলোচনা ‘খুব জরুরি’ নয় বলেই ফ্রন্ট নেতৃত্বের মনে হয়েছে। ‘সৌজন্যে’র বাতাবরণে তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ পিছিয়ে দেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর মাকে দেখতে হাসপাতালে বিরোধী নেতা সূর্যকান্ত মিশ্র।-নিজস্ব চিত্র
মুখ্যমন্ত্রীর মায়ের অবস্থা সঙ্কটজনক হওয়ার দিন থেকেই হাসপাতালে খোঁজখবর নিয়েছেন বিরোধী দলনেতা তথা প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সূর্যবাবু। আলিমুদ্দিনে এ দিন সিপিএমের রাজ্য কমিটির বৈঠক ছিল। দ্বিতীয়ার্ধে সেই বৈঠক ছেড়ে বেরিয়েই মুখ্যমন্ত্রীর মাকে দেখতে হাসপাতালে যান সূর্যবাবু। সঙ্গে ছিলেন প্রাক্তন মন্ত্রী, সিপিএমের আনিসুর রহমান, আরএসপি-র সুভাষ নস্কর, ডিএসপি-র প্রবোধ সিংহ, ফরওয়ার্ড ব্লকের পরেশ অধিকারী প্রমুখ বামফ্রন্টের বিভিন্ন পরিষদীয় দলের নেতারাও। আলাদা করে এসএসকেএমে গায়ত্রীদেবীকে দেখতে যান ফ ব-র প্রবীণ সাধারণ সম্পাদক অশোক ঘোষ। মুখ্যমন্ত্রী মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে আমন্ত্রণ এবং তাঁর উপস্থিতি, সিপিএমের বিধায়ক মোস্তাফা বিন কাশেমের অস্বাভাবিক মৃত্যুতে ঘটনাস্থলে মুখ্যমন্ত্রীর ছুটে যাওয়া এবং পরিবারের পাশে দাঁড়ানো, কলকাতা চলচ্চিত্র উৎসবে বুদ্ধবাবুকে মমতার আমন্ত্রণ জানানো সাম্প্রতিক কালে রাজ্য রাজনীতিতে ‘সৌজন্যে’র যে বাতাবরণ তৈরি হয়েছে, এ দিনের ঘটনা তারই অনুসারী বলে রাজনৈতিক শিবিরের একাংশের ব্যাখ্যা।
পরে একটি বেসরকারি হাসপাতালে গিয়ে পার্থবাবুকে দেখে আসেন বিরোধী দলনেতা। ‘পরিবর্তিত’ পরিস্থিতিতে তাঁরা যে আজ মহাকরণে যাচ্ছেন না, তা জানাতেই মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রী তাঁকে বলেন, বিরোধীরাই দেখা করতে চেয়ে সময় চেয়েছিলেন। সেইমতোই সময় দেওয়া হয়েছিল। পরবর্তী কালে তাঁরা আবার সময় চেয়ে যোগাযোগ করলে বিবেচনা করা হবে। একই সঙ্গে তাঁর মাকে দেখতে যাওয়ার জন্য বিরোধী দলনেতাকে ‘ধন্যবাদ’ও জানান মুখ্যমন্ত্রী। পরে সূর্যবাবু বলেন, “কিছু বিষয় নিয়ে আলোচনার জন্য দেখা করার কথা ছিল। সেগুলি এখনই করতে হবে, এমন জরুরি নয়। তাই কাল (শুক্রবার) আমরা যাচ্ছি না।” এই ‘সৌজন্যে’র আবহের মধ্যেই এ দিন বিধানসভায় সূর্যবাবুর নেতৃত্বেই বিরোধী শিবিরের একটি প্রতিনিধিদল আলোচনা করতে গিয়েছিল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আগাম প্রস্তুতির সুযোগ না-দিয়ে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক ডাকা, বিধানসভায় উত্থাপিত প্রশ্নের লিখিত উত্তর সময়মতো বিরোধী বিধায়কদের কাছে না পৌঁছনো, বিরোধীদের জন্য আরও ঘরের ব্যবস্থা করা এই রকম বেশ কিছু বিষয়ে স্পিকারের সঙ্গে কথা বলেন তাঁরা। বিরোধী দলনেতা অবশ্য ওই বৈঠকের বিষয়ে প্রকাশ্যে মুখ খুলতে চাননি। তবে স্পিকার বিমানবাবু বলেন, “কিছু বিষয় নিয়ে আলোচনা করতে ওঁরা এসেছিলেন, অভিযোগ করতে নয়। কার্য উপদেষ্টা কমিটির বৈঠক ডাকার আগে সময় নিয়ে জানিয়ে দেওয়ার ব্যাপারটি মাথায় রাখব বলেছি।” আগামী সোমবার অধিবেশন শুরুর আগে রীতিমাফিক আজ বিধানসভায় সর্বদল বৈঠক ডেকেছেন স্পিকার।
 
 
 


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.