l
Bengali Magazines
l
Puja Barshiki Magazines
l
Bengali Movies
l
Bengali Food Recipes
l
Bangla Blogs
l
Bengali Online Radio
l
Sicily Villas
l
Registrar nombre del dominio
l
Domain Registration
আজকের শিরোনাম
•
বিশ্বচ্যাম্পিয়ন হলেন আনন্দ
• দাম বাড়ছে বিদ্যুতের
•
অগ্নিকাণ্ড দিল্লির মধুবিহার এবং শালিমারে
বিস্তারিত...
Content on this page requires a newer version of Adobe Flash Player.
ভোটের মুখে ‘দূষণ’ নেই নেতাদের মুখে
অর্পিতা মজুমদার • দুর্গাপুর
সরকার যায়। সরকার আসে। দুর্গাপুরের বাতাস ছেয়ে থাকে ভারী বিষকণায়। জলসঙ্কট ছাড়া আর যে সমস্যা শহরের মানুষকে ধীরে-ধীরে শেষ করছে, তা দূষণ। অথচ পুরভোটের চার দিন আগেও কোনও দল সে ভাবে দূষণের বিরুদ্ধে ‘সোচ্চার’ নয়। ২০০১ সাল থেকে দুর্গাপুরে যখন একের পর এক বেসরকারি কারখানা গড়ে উঠতে শুরু করেছিল, তখন উন্নয়ন ও কর্মসংস্থানের কথা শহরবাসী যত ভেবেছিলেন, দূষণ নিয়ে কেউ তেমন মাথা ঘামাননি। সে সময়ে বিধানসভা নির্বাচনের প্রচারে তৃণমূল প্রার্থী অপূর্ব মুখোপাধ্যায় কয়েক বার এই নিয়ে সরব হন। কিন্তু শ্রোতারা তত ‘আগ্রহ’ না দেখানোয় তিনিও আর বেশি উচ্চবাচ্য করেননি। অপূর্ববাবুর দল এখন রাজ্যে ক্ষমতায়। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদও (এডিডিএ) তাঁদেরই হাতে। কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি। গত এক দশকে একের পর এক গড়ে ওঠা যে স্পঞ্জ আয়রন কারখানাগুলি অধিক মুনাফার লোভে দূষণ নিয়ন্ত্রক যন্ত্র ব্যবহার করে না বলে অভিযোগ, সেগুলি বহাল তবিয়তেই চলছে।
বিস্তারিত...
রডের বাড়িতে খুন ঘুমন্ত ছেলে, অভিযুক্ত বাবা
নিজস্ব সংবাদদাতা • কাঁকসা ও ভাতার
ছেলের শাবলের ঘায়ে মৃত্যু হয়েছে বাবার। আবার বাবার রডের আঘাতে নিহত হলেন ঘুমন্ত ছেলে। পারিবারিক বিবাদের জেরে সোমবার রাতে যথাক্রমে ভাতার ও কাঁকসায় এমনই দু’টি ঘটনা ঘটেছে বলে অভিযোগ। প্রথম ঘটনার ক্ষেত্রে দু’জন গ্রেফতার হলেও দ্বিতীয়টির ক্ষেত্রে অভিযুক্ত পলাতক। প্রায়ই মদ খেয়ে বাড়ি ফেরেন বাবা। সঙ্গে রয়েছে জুয়োয় আসক্তি। মাঝেমধ্যেই মাকে মারধরও করেন। এ সবের প্রতিবাদ করতেন যুবক ছেলে। সোমবার সন্ধ্যাতেও বাবা-ছেলের তুমুল বচসা হয়। তখন বাড়ি থেকে বেরিয়ে গেলেও মাঝ রাতে বাড়ি ফিরে ঘুমন্ত ছেলের মাথায় রড দিয়ে মারেন বাবা। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। সোমবার রাতে কাঁকসার ক্যানালপাড় এলাকায় এমনই ঘটেছে বলে পুলিশের কাছে দাবি করেছেন নিহতের মা। পুলিশ জানায়, নিহতের নাম দীপু চৌধুরী (২৪)। ঘটনার পর থেকেই তাঁর বাবা শচীন্দ্র চৌধুরী পলাতক। জেলার পুলিশ সুপার সৈয়দ মহম্মদ হোসেন মির্জা বলেন, “নিহতের মা পুলিশের কাছে জানিয়েছেন, তিনি ঘটনার সাক্ষী। পুলিশ শচীন্দ্রকে খুঁজছে।”
বিস্তারিত...
তিন খুনে ধৃত সিপিএম নেতা
দয়াল সেনগুপ্ত • দুবরাজপুর
ক্রমেই জটিল হচ্ছে দুবরাজপুর ও খয়রাশোলে তিন তৃণমূল নেতা-কর্মী খুনের রহস্য। একটি খুনে জড়িত অভিযোগে ধরা হল সিপিএমের এক জোনাল নেতাকে। অন্য জোড়া খুনে অভিযোগ হল তৃণমূলেরই নেতা-সহ ৩৩ জনের বিরুদ্ধে। সোমবার এক ঘণ্টারও কম ব্যবধানে খুন হন খয়রাশোলের তৃণমূলের দুই গোষ্ঠীর তিন নেতা-কর্মী। দুবরাজপুর শহরে সোমবার দুপুর ২টো নাগাদ গুলি করে মারা হয় তৃণমূল নেতা, কাঁকরতলা থানার বড়রা গ্রামের বাসিন্দা গোলাম সাব্বির কাদেরিকে। যিনি ব্লক তৃণমূল নেতা অশোক মুখোপাধ্যায়ের গোষ্ঠীর লোক বলেই পরিচিত। ওই ঘটনার মিনিট চল্লিশের মধ্যেই দুবরাজপুর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে গুলিতে নিহত হন তৃণমূল নেতা আনিসুর রহমান ও দলীয় কর্মী সুখেন্দু সরকার। এই দু’জন খয়রাশোলের প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি অশোক ঘোষের অনুগামী ছিলেন। মঙ্গলবার সকালে তিন খুনের তদন্তে আসেন রাজ্য পুলিশের আইজি (পশ্চিমাঞ্চল) গঙ্গেশ্বর সিংহ এবং ডিআইজি (বর্ধমান রেঞ্জ) বাসব তালুকদার।
বিস্তারিত...
জেলার তারকারা
• হারল প্রতিবন্ধকতা
জেলায় প্রথম
• তিন ইয়ারি সাফল্যে
উজ্জ্বল জলপাইগুড়ি
• ভাল ফল হবে জানত ময়ূখ
• রাজ্যে যুগ্ম দশম জেলার দুই ছাত্র
লড়াইয়ে ‘একা’ তমালিকা,
‘পরিবর্তন’ দেখছে তৃণমূল
দেবমাল্য বাগচি • হলদিয়া
সেই ১৯৯৭-এ পুরসভা গঠনের সময় থেকে তিন দফায় টানা ১৫ বছর হলদিয়ার পুরপ্রধান। কবি ও পত্রিকা সংগঠক। রাজ্যের শিল্পী-সাহিত্যিক মহলে পরিচিত। কিন্তু সিপিএমেরই নেতা-কর্মীদের একাংশ ঘনিষ্ঠ মহলে বলে থাকেন, রাজনীতিক হিসাবে এত দিনেও সে ভাবে ‘স্বতন্ত্র পরিচিতি’ গড়ে ওঠেনি তমালিকা পণ্ডাশেঠের। শিল্প শহরের একদা ‘শেষকথা’, প্রাক্তন সিপিএম সাংসদ স্বামী লক্ষ্মণ শেঠেই ‘ছায়াচ্ছন্ন’ থেকেছেন। পুরপ্রধান পদ-প্রাপ্তি বা দলের পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য হওয়াও ‘স্বামী-সৌজন্যে’ বলে গুঞ্জন দলের একাংশে। নন্দীগ্রাম নিখোঁজ-কাণ্ডে জড়িয়ে লক্ষ্মণবাবু জেলে। হলদিয়ার পুরভোটের আগে জামিন পেতে আর্জি জানিয়েছিলেন হাইকোর্টে। আবেদন মঞ্জুর হয়নি। এই প্রথম তাই পুরভোটের লড়াই তমালিকাকে একাই লড়তে হচ্ছে।
বিস্তারিত...
পুরসভা ও দলের তরফে শেষ শ্রদ্ধা দেবী চক্রবর্তীকে
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর
মেদিনীপুর পুরসভা ও তৃণমূলের পক্ষ থেকে পথ-দুর্ঘটনায় মৃত কাউন্সিলর দেবী চক্রবর্তীকে শেষ শ্রদ্ধা জানানো হল মঙ্গলবার। শোভাযাত্রা করে মৃতদেহ নিয়ে যাওয়া হয় পদ্মাবতী শ্মশানে। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হয়। সোমবার সন্ধ্যায় দুর্গাপুর থেকে ফেরার পথে গড়বেতার লেদাপোলের জঙ্গলে দুর্ঘটনায় মৃত্যু হয় মেদিনীপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবী চক্রবর্তীর। মারা যান তাঁর বৌমা ও দেড় বছরের নাতি। গুরুতর জখম হন ছেলে। দুর্ঘটনার কথা জানার পর থেকেই হাসপাতালে ভিড় করতে থাকেন তৃণমূল ও কংগ্রেসের নেতা-কর্মী-সমর্থকেরা। মঙ্গলবার ময়নাতদন্তের পর মৃতদেহ নিয়ে যাওয়া হয় ২ নম্বর ওয়ার্ডে। সেখান থেকে বরিশাল কলোনির বাড়িতে। সেখানে বিভিন্ন স্কুল, ক্লাব, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা শ্রদ্ধাজ্ঞাপন করেন। পরে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল কার্যালয় ও পুরসভায় মৃতদেহ নিয়ে যাওয়া হয়।
সেখানে জেলা তৃণমূল সভাপতি দীনেন রায়, কার্যকরী সভাপতি প্রদ্যোৎ ঘোষ, বিধায়ক মৃগেন মাইতি, জেলা যুব-তৃণমূল সভাপতি দেবাশিস চৌধুরী, মেদিনীপুর পুরসভার পুরপ্রধান প্রণব বসু থেকে শুরু করে বিভিন্ন-স্তরের নেতা-কর্মী-সমর্থক, কাউন্সিলরেরা মাল্যদান করেন।
বিস্তারিত...
ভল্ট কেটে লুঠ ৫২ লক্ষ
নিজস্ব সংবাদদাতা • চাঁচল
থানা থেকে ব্যাঙ্কের দূরত্ব বড় জোর ৫০০ মিটার। অথচ সেই ব্যাঙ্কে ঢুকে গ্যাস কাটার দিয়ে ভল্ট কেটে ৫২ লক্ষ টাকা লুঠ করে পালিয়েছে দুষ্কৃতীরা। সোমবার রাতে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাঙ্কের মালদহের চাঁচল শাখায় ঘটনাটি ঘটেছে। এদিন সকালে ব্যাঙ্কে গিয়ে ঘটনার কথা জানতে পারেন কর্মীরা। থানার কাছেই কলেজ রোডে রাস্তার পাশে একটি ছোট মার্কেট কমপ্লেক্সের দোতলায় ভাড়ায় ওই ব্যাঙ্কটি রয়েছে। নৈশরক্ষীর পাশাপাশি নেই ভল্টের সাইরেন ব্যবস্থাও। ফলে মহকুমা সদরের গুরুত্বপূর্ণ একটি শাখা কী ভাবে কোনও সুরক্ষা ব্যবস্থা ছাড়াই চলছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। পাশাপাশি, সদরের প্রাণকেন্দ্রে ওই সড়কে পুলিশি টহল থাকার কথা। সেক্ষেত্রে গ্যাসের সিলিন্ডার, যন্ত্রপাতি নিয়ে কিভাবে দুষ্কৃতীরা টহলদারী পুলিশের চোখ এড়িয়ে টাকা লুঠ করে পালাল তা নিয়েও প্রশ্ন উঠেছে।
দুপুরে চাঁচলের আইসি ও এসডিপিওকে নিয়ে ব্যাঙ্কের ওই শাখায় তদন্তে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার শ্যাম সিংহ। খবর পেয়ে চাঁচলে যান ব্যাঙ্কের রিজিওনাল ম্যানেজার অশোক চক্রবর্তীও।
বিস্তারিত...
প্রথম সংস্করণ
কলকাতা
রাজ্য
দেশ
বিদেশ
ব্যবসা
খেলা
স্বাস্থ্য
জীবজগৎ
সম্পাদকীয়
জেলা
উত্তরবঙ্গ
দ্বন্দ্ব, গুলিতে
খুন শিক্ষককে
পরপর দু’টি বাড়িতে
লুঠ মাটিগাড়ায়
দক্ষিণবঙ্গ
ওয়েবকুটায় মনোনয়ন,
সভা ভাঙড় কলেজে
বর্ধমান
অন্তত দশ ঘণ্টা করে
পড়েই এসেছে সাফল্য
রেলগেটে আটকে দুই
ট্রেন, যানজট
পুরুলিয়া
সেরা দশে দুই
জেলার এগারো
তৃণমূল নেতাকে খুনের
চেষ্টার নালিশ
মুর্শিদাবাদ
সাফল্যের মুখ
মেদিনীপুর
পুর-শহর হয়ে
ওঠা ঢের বাকি
১০০ দিনের কাজে
সাফল্য ভীমপুরের
কলকাতা
৩৬.৪/২৮.৭
আজকের দিনে
•
১৮৫৯:
প্রথমবারের জন্য বেজে উঠেছিল লন্ডনের ওয়েস্টমিনস্টার প্যালেসের বিগ বেন। ঘড়িটির পরিকল্পক অগাস্টাস পাজিন।
সাপ্তাহিক ক্রোড়পত্র
পাক্ষিক
প্রতি মাসের ২১ তারিখ
প্রতি মাসের ১ ও ১৫ তারিখ
First Page
|
Calcutta
|
State
|
Uttarbanga
|
Dakshinbanga
|
Bardhaman
|
Purulia
|
Murshidabad
|
Medinipur
National
|
Foreign
|
Business
|
Sports
|
Health
|
Environment
|
Editorial
|
Today
Crossword
|
Comics
|
Feedback
|
Archives
|
About Us
|
Advertisement Rates
|
Font Problem
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.