বিশ্বচ্যাম্পিয়ন হলেন আনন্দ |
|
ছবি: এপি |
আরও একবার দাবার বিশ্বখেতাব জয় করলেন বিশ্বনাথন আনন্দ— টানা চতুর্থবার। ২০০০, ’০৭, ’০৮, ’১০, ও ’১২ সাল মিলিয়ে সর্বমোট পঞ্চম বিশ্বখেতাব জয় করলেন তিনি। বিশ্বচ্যাম্পিয়ন হিসেবে খেতাব ধরে রাখতে অবশ্য যথেষ্ট লড়াইয়ের মুখোমুখি হতে হয় তাঁকে। চল্লিশোর্ধ প্রতিদ্বন্দ্বী বরিস গেলফাঁ-কে র্যাপিড টাই-ব্রেকারে ২.৫ বনাম ১.৫ পয়েন্টে হারান তিনি। খেতাব জয়ের পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে আনন্দ বলেছেন, ‘জয়ের পর হালকা লাগছে।’ |
চলতি মাস থেকে ইউনিট প্রতি ১৫ পয়সা বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল সিইএসসি। বিভিন্ন পর্যায়, তা সে ঘরোয়া ব্যবহারের জন্যই হোক বা ব্যবসায়ীক ব্যবহার, দাম বাড়ানো হচ্ছে সব ক্ষেত্রে। সিইএসসি-র বক্তব্য অনুযায়ী বাধ্য হয়েই এই নিদ্ধান্ত নেওয়া হয়েছে। একদিকে যেমন দাম বেড়েছে কয়লার অপর দিকে বেড়েছে রেলের পণ্য মাসুলের। ফলে উত্পাদনের খরচ অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে, পশ্চিমবঙ্গ বিদ্যুত্ উত্পাদন নিগম ইতিমধ্যেই ইউনিট প্রতি ২৯ পয়সা দাম বাড়িয়ে দিয়েছে, যা মে মাস থেকে কার্যকর হয়ে গেছে। ফলে সিইএসসি-র এই দাম বাড়ানোর সিদ্ধান্তটা ছিল সময়ের অপেক্ষা। আরও জানা যাচ্ছে পশ্চিমবঙ্গ বিদ্যুত্ উত্পাদন নিগমের এই বর্ধিত মূল্য নিয়ে পর্যালোচনা হবে। সেখানে যদি এই সিদ্ধান্তকে যুক্তিযুক্ত মনে হয়, তবে তা বলবত্ থাকবে।
|
দাম কমার সম্ভাবনা পেট্রলের |
আগামী ২-৩ দিনের মধ্যে দাম কমতে পারে পেট্রলের। ইন্ডিয়ান অয়েল এবং হিন্দুস্তান পেট্রলিয়ামের শীর্ষকর্তারা এই ব্যাপারে বৈঠকে বসবেন আগামী ২-৩ দিনের মধ্যে। সেখানে দাম কমানো নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। জানা যাচ্ছে ২ টাকা পর্যন্ত দাম কমানো হতে পারে।
|
ট্যাক্সির ভাড়া বৃদ্ধির দাবিতে বৈঠক অসফল |
ট্যাক্সির ভাড়া বৃদ্ধির দাবিতে পরিবহণমন্ত্রীর সঙ্গে ট্যাক্সি চালকদের ইউনিয়নের বৈঠক ফলপ্রসূ হল না। সোমবার ফের পরিবহণমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন ইউনিয়ন-নেতারা। আগামী ৬ জুন থেকে টানা ৪৮ ঘন্টার ট্যাক্সি ধর্মধটের দাবিতে এখনও অনঢ় ট্যাক্সি চালকদের ইউনিয়নগুলি। এ বৈঠকে আগামীকালের ধর্মঘটে অচলাবস্থা নিয়ে অবশ্য রাজ্যবাসীকে আশ্বাস দিয়েছেন পরিবহণমন্ত্রী। তিনি বলেছেন, ‘কাল বনধের দিন সচল থাকবে রাজ্য। রাস্তায় চলবে গাড়ি।’
|
অগ্নিকাণ্ড দিল্লির মধুবিহার এবং শালিমারে |
আজ সকাল সাড়ে ৭টা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দিল্লির মধুবিহারের একটি বাড়িতে। প্রাথমিক ভাবে অনুমান আগুন লাগে বাড়ির মধ্যে একটি কাঠের গুদামে। কিছুক্ষণ পর আগুন ছড়িয়ে পড়ে ওই একই বাড়িতে থাকা একটি কাপড়ের গুদামে। ক্রমে ভয়াবহ আকার নেয় আগুন। এর ফলে আশে-পাশের বাড়িগুলিতেও আগুন ছড়িয়ে পড়তে থাকে। ঘটনাস্থলে দমকলের ১৭টি ইঞ্জিন পৌঁছয়। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি।
অন্যদিকে, দিল্লির শালিমারে একটি প্লাস্টিক কারখায় আগুন লাগে গতকাল গভীর রাতে। ঘটনাস্থলে দমকলের ২০টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে অপরিসর জায়গার জন্য দমকল কর্মীরা যথেষ্ট সমস্যার সম্মুখীন হন। ভোর ৪টে নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ওই বাড়িটিতে বেআইনি ভাবে কারখানা চালানোর অভিযোগ উঠেছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
|
আজ সকালে শ্রীনগরের রিনাওয়ারি অঞ্চলে সিআরপিএফ জওয়ানদের গাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ করতে থাকে দুই বাইক আরোহী। ৭ জওয়ান আহত হন। আহতদের শীঘ্রই হাসপাতালে চিকিত্সার জন্য নিয়ে যাওয়া হয়। জানা যাচ্ছে আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। জঙ্গিদের খোঁজে চলছে চিরুনি তল্লশি।
|
ইনদওর এবং মেরঠে অগ্নিকাণ্ড |
গতকাল উত্তরপ্রদেশের মেরঠে একটি মেলা প্রঙ্গণে আগুন লাগে। জানা যাচ্ছে একটি ট্রান্সফর্মার থেকে এই আগুন লাগে। প্রত্যক্ষদর্শীদের অভিমত দমকলকে জানানো হলেও প্রায় ১ ঘন্টা দেরিতে পৌছয় তারা। এই নিয়ে স্থানীয় মানুষদের ক্ষোভ রয়েছে। ১০-১২টি দোকান সম্পূর্ণ ভস্বীভূত হয়ে যায়। বেশ কয়েক লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের অভিমত।
অন্যদিকে ইনদওরে
রতলাম প্যাসেঞ্জারে চলন্ত ট্রেনে গতকাল আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়তে থাকে। ঘটনাটি নজরে আসলে ট্রেনের প্রথম এবং শেষ দিক থেকে পাঁচটি করে কামরা পৃথক করে দেওয়া হয়। তবে ঘটনায় কেউ হতাহত হননি। |