জনগণের কমিটির জেলবন্দি নেতা ছত্রধর মাহাতোর ছোট ছেলে দেবীপ্রসাদ মাধ্যমিকে দ্বিতীয়
বিভাগে উত্তীর্ণ হয়েছে। প্রাপ্ত নম্বর ৩২১। লালগড় রামকৃষ্ণ বিদ্যালয়ের এই ছাত্র ভবিষ্যতে
ফুটবলার হতে চায়। আজ বলে, “জেলে বাবার সঙ্গে দেখা করে পাশের খবর জানাব।” ফাইল চিত্র |