মার্কিন যুক্তরাষ্ট্রের উটাহ্ প্রদেশের দক্ষিণ-পশ্চিমে একটি ছোট্ট গ্রাম ক্যানারাভিল।এখানে কয়েক ঘর চাষি
আর পশুপালকের বাস। বিকেল হতে না হতেই চারদিক নিঝুম অন্ধকার হয়ে যায়। আর সেই সঙ্গে যে
যার ঘরে নিদ্রায় ডুবে যায়। গত ২০ মে এই নিঝুম গ্রামটা উত্সবের চেহারা নিয়েছিল বলয়গ্রাস সূর্যগ্রহণ
কেন্দ্র করে। কারণ সূর্যের ছায়ার পথের ঠিক মাঝখানটা গেছে এই গ্রামের ওপর দিয়েই। একই চিত্র দেখা গেছে
নেভাদার রেনো আর নিউ মেক্সিকোর আলবুকার্কি শহরে। দেশের নানা প্রান্ত থেকে উৎসাহী মানুষেরা ভিড়
জমিয়েছিল সেখানে। পাশাপাশি চোখে পড়েছিল শশব্যস্ত বিজ্ঞানীদের সেই বিরল মুহূর্ত ধরে রাখার প্রচেষ্টা। ছবি ও তথ্য: উটাহ্ থেকে আনন্দবাজার ইন্টারনেট সংস্করণের পাঠক অর্ণব ও কুসুমিকা। |