টুকরো খবর
কংগ্রেসের উপপ্রধানকে ‘জল্লাদ’ বলে তোপ শিশিরের
পাঁশকুড়ায় দলীয় প্রার্থীদের হয়ে প্রচারে এসে বর্তমান তৃণমূল ও কংগ্রেস জোট পরিচালিত পুরবোর্ডের উপ-পুরপ্রধান তথা কংগ্রেস প্রার্থী আশুতোষ চক্রবর্তীকে ‘জল্লাদ’ বলে আক্রমণ করলেন কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী তথা তৃণমূল নেতা শিশির অধিকারী। মঙ্গলবার সন্ধ্যায় পাঁশকুড়া স্টেশন বাজারে আয়োজিত সভায় শিশিরবাবু বলেন, “আমাদের সঙ্গে কংগ্রেসের পুর-বোর্ড ছিল। আমাকে পুর-প্রধান আবদুল হাকিম খান আশুবাবুর ‘অত্যাচার’ এর বিষয়ে অভিযোগ করতেন। আশুর মতো জহ্লাদের হাতে অত্যাচারিত হত হয়েছে আমাদের পুরপ্রধানকে। এবার আশুবাবুকে হারানোর সুযোগ এসেছে।” পাশাপশি পুরবোর্ডকে ‘দুর্নীতিমুক্ত’ করার আশ্বাস দিয়ে তিনি বলেন, “পুরসভায় দুর্নীতি ছিল, আছে স্বীকার করছি। কিন্তু আমরা পুরবোর্ডকে দুর্নীতিমুক্ত করবই। আমরা যদি প্রতিশ্রুতি পালন করতে না পারি, করজোড়ে ক্ষমা চেয়ে ক্ষমতা ছেড়ে দেব।” জেলার কয়েকজন নেতা টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হওয়ার প্রসঙ্গ নিয়ে দলের বর্তমান কাউন্সিলার কল্যাণ রায় ও নির্দল কাউন্সিলার রিয়াজুল খানের নাম করে শিশিরবাবু বলেন, “এদের সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই।”

জেলের ১৬ জনই উত্তীর্ণ মাধ্যমিকে
জ্ঞানেশ্বরী ও শিলদা-কাণ্ডে অভিযুক্ত হয়ে বিচারাধীন বন্দি ৮ জন-সহ মেদিনীপুর কেন্দ্রীয় সংশোধনাগারে থেকে মাধ্যমিক পরীক্ষা দেওয়া ১৬ জনই সসম্মানে উত্তীণর্র্ হয়েছেন। তাঁদের মধ্যে ১০ জন আবার প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন। ৫ জন দ্বিতীয় বিভাগে। জেল সূত্রে খবর, ৯ জন সাজাপ্রাপ্ত এবং ৮ জন বিচারাধীন মিলিয়ে মোট ১৭ জন বন্দি এ বার মাধ্যমিক পরীক্ষায় বসেছিলেন। এক সাজাপ্রাপ্ত বন্দি অবশ্য সব পরীক্ষা দেননি। পরীক্ষার্থী বিচারাধীন বন্দিদের ৭ জনই ছিলেন জ্ঞানেশ্বরী-কাণ্ডে অভিযুক্ত। তাঁরা হলেন সমীর মাহাতো, মহন্ত মাহাতো, জলধর মাহাতো, হীরালাল মাহাতো, মন্টু মাহাতো, তপন মাহাতো ও লক্ষ্মণ মাহাতো। অন্য এক জন শিলদা মামলায় অভিযুক্ত। তাঁর নাম অসীম মাহাতো। সব পরীক্ষা দিয়েছেন এমন ১৬ জনই উত্তীর্ণ হন বলে জেল সূত্রে খবর।

মেদিনীপুরে মিছিল
মেদিনীপুর শহরে বিজেপির মিছিল। নিজস্ব চিত্র।
পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী ৩১ মে ভারত-বন্ধের ডাক দিয়েছে এনডিএ। বন্ধের সমর্থনে মঙ্গলবার মেদিনীপুর শহরে মিছিল করে বিজেপি। নেতৃত্ব দেন সোমনাথ সিংহ, অরূপ দাস প্রমুখ। দলীয় কার্যালয় থেকেই মিছিল শুরু হয়। পরে তা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। নেতৃত্বের বক্তব্য, পেট্রোলের মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। অবিলম্বে এই মূল্যবৃদ্ধি প্রত্যাহার করতে হবে।

দাঁতনে পথ দুর্ঘটনায় মৃত ২
বিয়ে বাড়ি থেকে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল দু’জনের। মঙ্গলবার সকাল সাড়ে ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটেছে দাঁতন থানা এলাকার ঘোলাই বাসস্ট্যান্ড সংলগ্ন ৬০ নম্বর জাতীয় সড়কে। আহত ২২ জনের মধ্যে ১৭ জন মেদিনীপুর মেডিক্যালে ও ৫ জন দাঁতন-১ ব্লক প্রাথমিক হাসপাতালে চিকিৎসাধীন। মৃতেরা হলেন কাদুনাথ সোরেন (৪২) ও রবি হেমব্রম (১৭)। দু’জনের বাড়ি দাঁতনের মির্জাপুরে। সোমবার বিয়ে উপলক্ষে স্থানীয় জনা-তিরিশেক বাসিন্দা ওড়িশা গিয়েছিলেন। মঙ্গলবার মির্জাপুর ফিরছিলেন তাঁরা। ৬০ নম্বর জাতীয় সড়ক ধরে আসার সময়ে রাস্তা ভুল করেন চালক। ঘোলাই বাসস্ট্যান্ডে পৌঁছে চালক ভুল বুঝে আচমকা ব্রেক কষেন। তার জেরে গাড়িটি ডিভাইডারে ধাক্কা মেরে কয়েকবার পাল্টি খায়। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় কাদুনাথের। পরে ব্লক প্রাথমিক হাসপাতালে মারা যায় রবি।

১০ কিশোরী আটক
খড়্গপুর স্টেশন থেকে ১০ জন কিশোরীকে আটক করল পুলিশ। ওই কিশোরীদের বাড়ি পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। তাদের মধ্যে কয়েক জন মুম্বইতে কাজ করত। কিছুদিন আগে বাড়ি ফিরেছিল। মঙ্গলবার ফের মুম্বই যাওয়ার জন্য ট্রেন ধরতে খড়্গপুর আসে। এক সঙ্গে ১০ জনকে দেখে রেল পুলিশের সন্দেহ হয়। তারা সত্যিই মুম্বইয়ে কাজে যাচ্ছিল নাকি ওদের কেউ পাচার করার জন্য চক্রান্ত করছিল তা খতিয়ে দেখা হবে।

আশা কর্মীদের বিক্ষোভ
সুনির্দিষ্ট বেতন চালু, সরকারি স্বাস্থ্য-কর্মীর মর্যাদা, প্রতিটি ব্লক হাসপাতালে অস্ত্রোপচার-সহ উন্নত পরিষেবা চালু করার মতো বেশ কিছু দাবিতে মঙ্গলবার জেলাশাসক ও জেলার মুখ্য-স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ আশা-কর্মী ইউনিয়ন। নেতৃত্ব দেন ইউনিয়নের জেলা সভাপতি নারায়ণ অধিকারী। মঙ্গলবার সকালে মিছিল করে আশাকর্মীরা কালেক্টরেট মোড়ে পৌঁছন। মূল-গেটের সামনেই বিক্ষোভ চলে। রাস্তা অবরুদ্ধ হয়। পরে মিছিল পৌঁছয় মুখ্য-স্বাস্থ্য আধিকারিকের দফতরের সামনে। ব্লক থেকে জেলা হাসপাতাল, সমস্ত ক্ষেত্রে ‘আশাভবন’ তৈরি, সমস্ত আশা-কর্মীর উন্নত প্রশিক্ষণের দাবি জানিয়েছে ইউনিয়ন। কর্তৃপক্ষ দাবি বিবেচনার আশ্বাস দেন।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.